Follow us

গ্যালাক্সি ফোল্ডিং ও ফ্লিপ ফোন আনল স্যামসাং

 

নিজস্ব প্রতিবেদক ::  প্রযুক্তি প্রতিষ্ঠান স্যামসাংয়ের নতুন দুই স্মার্টফোন গ্যালাক্সি জেড ফোল্ড৩ ফাইভজি এবং জেড ফ্লিপ৩ ফাইভজিতে ফোল্ডেবল ফিচার সংযুক্ত করার মধ্য দিয়ে উদ্ভাবনে নতুন মাত্রা যুক্ত করেছে। এবার, প্রতিষ্ঠানটি নতুন দুই ফোল্ডেবল সেটের প্রি-অর্ডারে ব্যাপক আলোড়ন সৃষ্টির মাধ্যমে আরেকটি মাইলফলক অর্জন করেছে।

বাংলাদেশে স্যামসাং আজ থেকে গ্যালাক্সি জেড ফোল্ড৩ ফাইভজি এবং জেড ফ্লিপ৩ ফাইভজি এর প্রি-অর্ডার নেয়া শুরু করেছে। জেড ফোল্ড৩ ফাইভজি কিনলে ক্রেতারা বিনামূল্যে এর সাথে একটি ফ্লিপ কভার পাবেন। যাতে রয়েছে এস পেন স্লট ও এস পেন। প্রতিষ্ঠানটি অ্যাস্যুরড বাই ব্যাক অফার চালু করেছে, যেখানে ক্রেতারা গ্যালাক্সি ফোল্ড ডিভাইসের পরবর্তী ক্রয়ে এক্সচেঞ্জ ভ্যালু হিসেবে ন্যূনতম ১ লাখ টাকা পাবেন। ক্রেতারা শুধুমাত্র ৫ হাজার টাকা পরিশোধের মাধ্যমে এই বিশেষ অফারটি সাবস্ক্রাইব করতে পারবেন।

জীবন অনিশ্চয়তায় পরিপূর্ণ, আর দুর্ঘটনা যে কোন সময় ঘটতে পারে। তাই, স্যামসাং ক্রেতাদের ৫৬ হাজার টাকায় এক বছরের স্ক্রিন রিপ্লেসমেন্ট ওয়্যারেন্টি প্রদান করছে।প্রি-অর্ডারে জেড ফোল্ড৩ ফাইভজি কিনলে ক্রেতারা মাত্র ১৩ হাজার ৫০০ টাকায় এই সেবা পাবেন। এছাড়া, পূর্বে যারা গ্যালাক্সি জেড ফোল্ড ব্যবহার করেছেন, তারা বিশেষ এক্সচেঞ্জ অফার সুবিধা উপভোগ করতে পারবেন।

এই অফারের আওতায়, ব্যবহারকারীরা এক্সচেঞ্জ ভ্যালুর সাথে ১৫ হাজার টাকা ছাড় উপভোগ করতে পারবেন। পাশাপাশি, নির্দিষ্ট কয়েকটি স্মার্টফোনে এক্সচেঞ্জ অফার গ্রহণের মাধ্যমে এক্সচেঞ্জ ভ্যালুর সাথে ব্যবহারকারীরা অতিরিক্ত আরও ১০ হাজার টাকা ছাড় উপভোগ করতে পারবেন। অন্যান্য ডিলের সাথে ক্রেতারা ১ লাখ ৮৪ হাজার ৯৯৯ টাকা বাজারদরে নতুন গ্যালাক্সি জেড ফোল্ড৩ ফাইভজি কেনার পর গ্যালাক্সি বাডস প্রো জেতার সুযোগ পাবেন।

জেড ফ্লিপ৩ ফাইভজি ডিভাইসে ফোল্ডেবল ফিচারের সাথে ফোল্ডেবল ডিভাইসের অভিজ্ঞতায় নতুন মাত্রা যুক্ত করতে স্যামসাং স্মার্টফোন ইন্ডাস্ট্রির সর্বাধুনিক ফিচার এবং উন্নত অ্যাপ অপ্টিমাইজেশনের সমন্বয় ঘটিয়েছে। নির্দিষ্ট স্মার্টফোনে এক্সচেঞ্জ অফার গ্রহণের মাধ্যমে জেড ফ্লিপ৩ ফাইভজি কিনে ক্রেতারা একচেঞ্জ ভ্যালুতে উপভোগ করতে পারবেন ১০ হাজার টাকা ছাড়।

এছাড়াও, প্রি-অর্ডারের ক্ষেত্রে গ্রাহকরা ১০ হাজার টাকা ক্যাশব্যাক অথবা গ্যালাক্সি বাডস প্রো জেতার সুযোগ পাবেন। ১ লাখ ৯ হাজার ৯৯৯ টাকায় নতুন গ্যালাক্সি জেড ফ্লিপ৩ ফাইভজি কিনে ক্রেতারা আরও বিভিন্ন অফার উপভোগ করতে পারবেন।

এ ব্যাপারে স্যামসাং বাংলাদেশের হেড অব মোবাইল মো. মূয়ীদুর রহমান বলেন, স্যামসাং আবারও ফোল্ডেবল স্মার্টফোন আনার মাধ্যমে স্মার্টফোন বাজারে নতুন সম্ভাবনা উন্মোচন করেছে, যা স্টাইল ও ফ্লেক্সিবিলিটির সমন্বয়ের মাধ্যমে ব্যবহারকারীদের বর্তমানের গতিশীল বিশ্বের সাথে মানিয়ে নেয়ার ক্ষেত্রে সহায়ক ভূমিক রাখবে। গ্যালাক্সি জেড ফোল্ড৩ ফাইভজি ও জেড ফ্লিপ৩ ফাইভজি স্মার্টফোনের মাধ্যমে আমরা ফোল্ডেবল ডিভাইসে নতুন মাত্রা যোগ করতে পেরে গর্বিত। উদ্ভাবনী ও টেকসই একটি ইকোসিস্টেমের মাধ্যমে এসব ডিভাইস ব্যবহারকারীদের প্রতিটি মুহূর্ত উপভোগের সুযোগ করে দিবে।

ক্রেতাদের সুবিধাজনক কেনার অভিজ্ঞতা নিশ্চিত করতে, স্যামসাং বিনাসুদে ইএমআই সুবিধা প্রদান করছে। স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক ২৪ মাসের কিস্তির সাথে গ্যালাক্সি জেড ফোল্ড৩ ফাইভজি এবং জেড ফ্লিপ৩ ফাইভজি উভয় ডিভাইসের ক্ষেত্রে ৫ হাজার টাকা ক্যাশব্যাক প্রদান করবে। এছাড়া, সিটি ব্যাংকের আমেরিকান এক্সপ্রেস ২৪ মাসের ইএমআই সুবিধার সাথে গ্যালাক্সি জেড ফোল্ড ৩ -এ ৫ হাজার টাকা ক্যাশব্যাক প্রদান করবে।

আকর্ষণীয় ডিজাইন ও ইন্ডাস্ট্রির সর্বাধুনিক ফিচারের সাথে উভয় ডিভাইসই প্রিমিয়াম ফোল্ডেবল স্মার্টফোন। গ্যালাক্সি জেড ফোল্ড৩ ফাইভজি এবং জেড ফ্লিপ৩ ফাইভজি ব্যবহারকারীদের ফ্ল্যাগশিপের উদ্ভাবনী ফিচারের সাথে কাজ করার, দেখার, এবং বিনোদন গ্রহণের অনন্য সুবিধা প্রদান করবে, যা কিনা স্যামসাং ভক্তরা বহু বছর ধরে পছন্দ করে আসছে।

বিডি প্রেসরিলিস / ০২ সেপ্টেম্বর ২০২১ /এমএম   


LATEST POSTS
ল্যাক্সফো’র নতুন রিচার্জেবল ফ্যান উন্মোচন

Posted on ফেব্রুয়ারি ৬th, ২০২৫

ঢাকা ট্রাভেল মার্টে ফার্স্টট্রিপের B2C প্ল্যাটফর্ম উদ্বোধন

Posted on ফেব্রুয়ারি ৬th, ২০২৫

মুক্তি পেল ‘মুক্তি: জেন জেড রেভ্যুলেশন’ সিরিজের প্রথম পর্ব

Posted on জানুয়ারি ৮th, ২০২৫

দেশের বেস্ট বেভারেজ ব্র্যান্ড এখন মোজো

Posted on জানুয়ারি ১st, ২০২৫

সর্বোচ্চ রেমিট্যান্স গ্রহীতার স্বীকৃতি পেল ইসলামী ব্যাংক

Posted on ডিসেম্বর ৩rd, ২০২৪

সুজুকির ২৫০ সিসির দুই মোটরসাইকেল এখন দেশের বাজারে

Posted on ডিসেম্বর ৩rd, ২০২৪

মাস্টারকার্ড এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেলো আরএফএল বেস্ট বাই

Posted on নভেম্বর ২৬th, ২০২৪

শীতে উষ্ণতার যোগান দিতে ‘সারা’র শীতপোশাকের সম্ভার

Posted on নভেম্বর ২৬th, ২০২৪

তৃতীয়বারের মতো ‘সাফা গোল্ড অ্যাওয়ার্ড’ অর্জন ওয়ালটনের

Posted on নভেম্বর ১৭th, ২০২৪

ভিসার চারটি মর্যাদাপূর্ণ পুরস্কার জিতল ব্র্যাক ব্যাংক

Posted on নভেম্বর ১৭th, ২০২৪