Follow us

স্কয়ার বাজারে নিয়ে এল র্স্মাট গ্লুকোমিটার “কনটোর প্লাস ওয়ান”

 

নিজস্ব প্রতিবেদক ::  রক্তের গ্লুকোজের মাত্রা আরো সহজে ও সঠিকভাবে নির্ণয় করার জন্য দেশের শীর্ষ ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড নিয়ে এসেছে সুইজারল্যান্ড ভিত্তিক কোম্পানি “এসেনশিয়া ডায়াবেটিস কেয়ার” এর সর্বাধুনিক র্স্মাট গ্লুকোমিটার যা “কনটোর প্লাস ওয়ান”। উল্লেখ্য, এসেনশিয়া ডায়াবেটিস কেয়ার হচ্ছে বিশ্ববিখ্যাত প্যানাসনিক হেলথকেয়ার হোল্ডিং-এর একটি সহপ্রতিষ্ঠান।আজ বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি জাতীয় অধ্যাপক ডা. এ কে আজাদ খান আনুষ্ঠানিকভাবে কনটোর প্লাস ওয়ান গ্লুকোমিটার-এর মোড়ক উন্মোচন করেন।

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে কনটোর প্লাস ওয়ান সম্পর্কিত বৈজ্ঞানিক তথ্যাদি উপস্থাপন করেন “এসেনশিয়া ডায়াবেটিস কেয়ার” এর পক্ষ থেকে জয়ন্ত সাহা (বিজনেস ম্যানেজার, বাংলাদেশ)। এর আগে রক্তের গ্লুকোজের মাত্রা ও ডায়াবেটিস নিয়ন্ত্রণ ও পরিমাপের ডিজিটাল প্রযুক্তির গুরুত্ব সম্পর্কে আলোচনা করেন জাতীয় অধ্যাপক ডা. এ কে আজাদ খান। অনুষ্ঠান শেষে ধন্যবাদ জ্ঞাপন বক্তব্য প্রদান করেন মো: আতিকুজ্জামান (জেনারেল ম্যানেজার, মার্কেটিং ডিভিশন, স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড)। অনুষ্ঠানে কোম্পানির পক্ষ থেকে আরও উপস্থিত ছিলেন মাহমুদুর রহমান ভুইয়া (জেনারেল ম্যানেজার, সেলস্, স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড) সহ উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

কনটোর প্লাস ওয়ান একটি র্স্মাট গ্লুকোমিটার কারণ এতে রয়েছে ব্লুটুথ সংযোগ যার মাধ্যমে Contour Diabetes app ব্যবহার করে র্স্মাটফোনে তথ্য সমন্বয় ও সংরক্ষণ করা সম্ভব। পাশাপাশি এতে রয়েছে র্স্মাটলাইট ফিচার যার মাধ্যমে মিটারটি আলোকসংকেত প্রজ্জ্বলনের মাধ্যমে রক্তের গ্লুকোজের হাইপো, হাইপার এবং স্বাভাবিক অবস্থা নির্দেশ করে থাকে। এই মিটারের নির্ভুলতা ISO 15197:2013 এর মানদণ্ডে প্রমানিত।উল্লেখ্য, স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড ডায়াবেটিক রোগীদের ডায়াবেটিসের মাত্রা নির্ণয়ের জন্য গ্লুকোমিটার বাজারজাতকরণের পাশাপাশি ডায়াবেটিস নিয়ন্ত্রণের মুখে খাওয়ার ওষুধ ও ইনসুলিন (অ্যানসুলিন) এর উৎপাদনও নিরবিচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করে যাচ্ছে।

বিডি প্রেসরিলিস / ১৮ জানুয়ারি ২০২২ /এমএম 


LATEST POSTS
ল্যাক্সফো’র নতুন রিচার্জেবল ফ্যান উন্মোচন

Posted on ফেব্রুয়ারি ৬th, ২০২৫

ঢাকা ট্রাভেল মার্টে ফার্স্টট্রিপের B2C প্ল্যাটফর্ম উদ্বোধন

Posted on ফেব্রুয়ারি ৬th, ২০২৫

মুক্তি পেল ‘মুক্তি: জেন জেড রেভ্যুলেশন’ সিরিজের প্রথম পর্ব

Posted on জানুয়ারি ৮th, ২০২৫

দেশের বেস্ট বেভারেজ ব্র্যান্ড এখন মোজো

Posted on জানুয়ারি ১st, ২০২৫

সর্বোচ্চ রেমিট্যান্স গ্রহীতার স্বীকৃতি পেল ইসলামী ব্যাংক

Posted on ডিসেম্বর ৩rd, ২০২৪

সুজুকির ২৫০ সিসির দুই মোটরসাইকেল এখন দেশের বাজারে

Posted on ডিসেম্বর ৩rd, ২০২৪

মাস্টারকার্ড এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেলো আরএফএল বেস্ট বাই

Posted on নভেম্বর ২৬th, ২০২৪

শীতে উষ্ণতার যোগান দিতে ‘সারা’র শীতপোশাকের সম্ভার

Posted on নভেম্বর ২৬th, ২০২৪

তৃতীয়বারের মতো ‘সাফা গোল্ড অ্যাওয়ার্ড’ অর্জন ওয়ালটনের

Posted on নভেম্বর ১৭th, ২০২৪

ভিসার চারটি মর্যাদাপূর্ণ পুরস্কার জিতল ব্র্যাক ব্যাংক

Posted on নভেম্বর ১৭th, ২০২৪