নিজস্ব প্রতিবেদক :: ঢাকায় অনুষ্ঠিতব্য স্মার্টফোন ও ট্যাব মেলায় মটোরোলা ফোনে ছাড় ঘোষণা করা হয়েছে। মেলায় নির্দিষ্ট মডেলের ফোনে সর্বনিম্ন ২ হাজার টাকা থেকে সর্বোচ্চ ৫ হাজার টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাবে।
মটো ই৪, মটো ই৫, মটো ই৫ প্লাস, মটোরোলা ওয়ান ও মটোরোলা জি৭ পাওয়ার মডেলের ফোনগুলোতে ছাড় পাবেন ক্রেতারা।বাংলাদেশের মটোরোলার ন্যাশনাল ডিস্ট্রিবিউটর স্মার্ট টেকনোলজিস বিডির ডিরেক্টর (টেলিকম বিজনেস) সাকিব আরাফাত বলেন, গত স্মার্টফোন ও ট্যাব এক্সপোতে প্রথম বারের মতো অংশ নিয়ে গ্রাহকদের কাছ থেকে ব্যাপক সাড়া পেয়েছিলাম। তাই গ্রাহকদের এই আগ্রহের কথা মাথায় রেখে এবারও মেলায় অংশ নেওয়া হচ্ছে।
রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) সিলভার স্পন্সর –০২ থেকে গ্রাহকরা মটোরোলার ফোন কিনতে পারবেন। এবারের মেলায় সিলভার স্পন্সর হিসেবে অংশ নিচ্ছে মটোরোলা।
তিন দিনব্যাপী এই মেলা শুরু হবে বৃহস্পতিবার। শেষ হবে শনিবার। প্রতিদিন রাত ৮টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকবে এই মেলা।এই আয়োজনের সব আপডেট ও খবর মেলার অফিসিয়াল ফেইসবুক পেইজে এবং দেশের আইসিটি ও টেলিকম বিষয়ক শীর্ষস্থানীয় নিউজ পোর্টাল টেকশহরডটকমে পাওয়া যাবে।
বিডি প্রেস রিলিস / ০৩ জুলাই ২০১৯ /এমএম
Posted on ডিসেম্বর ৩rd, ২০২৪
Posted on ডিসেম্বর ৩rd, ২০২৪
Posted on নভেম্বর ২৬th, ২০২৪
Posted on নভেম্বর ২৬th, ২০২৪
Posted on নভেম্বর ১৭th, ২০২৪
Posted on নভেম্বর ১৭th, ২০২৪
Posted on নভেম্বর ১৭th, ২০২৪
Posted on নভেম্বর ৩rd, ২০২৪
Posted on নভেম্বর ৩rd, ২০২৪
Posted on নভেম্বর ৩rd, ২০২৪