নিজস্ব প্রতিবেদক :: বন্দর নগরী চট্টগ্রামে ব্র্যান্ড শপ চালু করলো মোবাইল ফোন ব্র্যান্ড মটোরোলা। এর মাধ্যমে দেশে প্রথমবারের মতো মটোরোলার ব্র্যান্ড আউটলেট চালু হলো।শুক্রবার (৫ নভেম্বর) চট্টগ্রামের নাসিরাবাদের সানমার ওশান সিটিতে ব্র্যান্ড শপটির আনুষ্ঠানিক উদ্বোধন হয়। উদ্বোধন করেন দেশে মটোরোলার ন্যাশনাল পার্টনার সেলেক্সট্রা লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সাকিব আরাফাত এবং সেলেক্সট্রা লিমিটেডের প্রধান বিক্রয় কর্মকর্তা আসিফুর রহমান খান।
এ সময় উপস্থিত ছিলেন সানমার ওশান সিটি শপিং কমপ্লেক্স ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি আসাদ ইফতেখার, সিনিয়র সহসভাপতি শফিকুল ইসলাম চৌধুরী, সহসভাপতি সাহেদুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক মোহাম্মদ আহসানউল্লাহ হাসান প্রমুখ।
অনুষ্ঠানে সাকিব আরাফাত বলেন, আমরা ক্রেতাদের আগ্রহের কারণে ব্র্যান্ড আউটলেট চালু করলাম। ভালো সাড়া পাচ্ছি। আগামীতে চট্টগ্রামের পাশাপাশি সারা দেশে মটোরোলার ব্র্যান্ড আউটলেট চালু করার পরিকল্পনা রয়েছে৷
মটোরোলার ব্র্যান্ড শপে পাওয়া যাবে মটোরোলার স্মার্টফোন ছাড়াও মটোরোলার লাইফস্টাইল পণ্য, একসেসরিজ ইত্যাদি। ক্রেতাদের জন্য থাকছে আকর্ষণীয় দামে স্মার্টফোন কেনার সুযোগ। মটোরোলা আরও ব্র্যান্ড শপ চালু করতে কাজ করে যাচ্ছে। শিগগিরই রাজধানী ঢাকায় মটোরোলার একাধিক ব্র্যান্ড শপ চালু হবে বলে উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়।
বিডি প্রেসরিলিস / ০৯ নভেম্বর ২০২১ /এমএম
Posted on ফেব্রুয়ারি ৬th, ২০২৫
Posted on ফেব্রুয়ারি ৬th, ২০২৫
Posted on জানুয়ারি ৮th, ২০২৫
Posted on জানুয়ারি ১st, ২০২৫
Posted on ডিসেম্বর ৩rd, ২০২৪
Posted on ডিসেম্বর ৩rd, ২০২৪
Posted on নভেম্বর ২৬th, ২০২৪
Posted on নভেম্বর ২৬th, ২০২৪
Posted on নভেম্বর ১৭th, ২০২৪
Posted on নভেম্বর ১৭th, ২০২৪