Follow us

প্রিয়শপের মালিকসহ সংশ্লিষ্টদের তথ্য তলব কেন্দ্রীয় ব্যাংকের

নিজস্ব প্রতিবেদক :: ‘ ই-কমার্স প্ল্যাটফর্ম প্রিয়শপ ডটকম লিমিটেডের স্বত্বাধিকারী আশিকুল আলম খান সুজন ও তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের লেনদেনসহ বিভিন্ন তথ্য চেয়েছে বাংলাদেশ ব্যাংক। একইসঙ্গে প্রিয়শপের এক লাখ টাকার বেশি লেনদেনের ভাউচারও চাওয়া হয়েছে।সম্প্রতি কেন্দ্রীয় ব্যাংকের আওতাধীন বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) এসব তথ্য চেয়ে ব্যাংকগুলোতে চিঠি দিয়েছে।

চিঠিতে বলা হয়েছে, প্রিয়শপ ডট কম লিমিটেডের স্বত্বাধিকারী আশিকুল আলম খান সুজন ও তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি, প্রতিষ্ঠানের হিসাব খোলার ফরম, শুরু থেকে হালনাগাদ লেনদেন বিবরণী চিঠি পাওয়ার পাঁচ কর্মদিবসের মধ্যে পাঠাতে হবে। এসব হিসাবে সম্পাদিত এক লাখ টাকা বা এর বেশি মূল্যমানের লেনদেনের ভাউচার আগামী ১০ কর্মদিবসের মধ্যে দিতে হবে।

চিঠিতে প্রিয় শপ ও আশিকুল আলম খান সুজন ছাড়াও অনেকের নাম উল্লেখ করা হয়েছে। তালিকায় রয়েছেন মোহাম্মদ ইফতেখার উদ্দিন, রুবানা ইয়াসমিন, শেখ রানা, সাবেরা ইসরাত ইভা, মিজানুর রহমান, আব্দুল লতিফ, হাছান আবদুল হামিদ, ছাবেরুল ইসলাম, কামাল হোসেন, শামসুল হক, উম্মে খালেদা, রানা রহমান চৌধুরী, সাদিয়া বেগম, সাইফুল ইসলাম, মোহাম্মদ সামিউল্লাহ, কামরুজ্জামান ও মঞ্জুর মোর্শেদ।

এছাড়া কনসেপ্ট কনক্রিট নামে একটি প্রতিষ্ঠান রয়েছে তালিকায়। উচ্চ ছাড়ে পণ্য বিক্রির কথা বলে গ্রাহক থেকে কয়েক হাজার কোটি টাকা সংগ্রহ করেছে কয়েকটি ই-কমার্স প্রতিষ্ঠান। অর্ডার নিয়েও দীর্ঘদিন ধরে পণ্য সরবরাহ না করায় সমালোচনার মুখে পড়েছে পুরো ই-কমার্স খাত। অনেকে গ্রাহক বা মার্চেন্টের অর্থ নিয়ে পালিয়েছে।

বিভিন্ন ব্যাংক কার্ড লেনদেন স্থগিতের পর বিতর্কের মুখে এর আগে ইভ্যালি, আলেশা মার্ট, কিউকম, ই-অরেঞ্জ, ধামাকা শপিং, সিরাজগঞ্জ শপ, আলাদিনের প্রদীপ, বুমবুম, আদিয়ান মার্ট ও নিডস ডটকম বিডিসহ বিভিন্ন প্রতিষ্ঠানের তথ্য সংগ্রহ করে বিএফআইইউ।

বিডি প্রেসরিলিস / ১৫ জানুয়ারি ২০২২ /এমএম  


LATEST POSTS
মুক্তি পেল ‘মুক্তি: জেন জেড রেভ্যুলেশন’ সিরিজের প্রথম পর্ব

Posted on জানুয়ারি ৮th, ২০২৫

দেশের বেস্ট বেভারেজ ব্র্যান্ড এখন মোজো

Posted on জানুয়ারি ১st, ২০২৫

সর্বোচ্চ রেমিট্যান্স গ্রহীতার স্বীকৃতি পেল ইসলামী ব্যাংক

Posted on ডিসেম্বর ৩rd, ২০২৪

সুজুকির ২৫০ সিসির দুই মোটরসাইকেল এখন দেশের বাজারে

Posted on ডিসেম্বর ৩rd, ২০২৪

মাস্টারকার্ড এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেলো আরএফএল বেস্ট বাই

Posted on নভেম্বর ২৬th, ২০২৪

শীতে উষ্ণতার যোগান দিতে ‘সারা’র শীতপোশাকের সম্ভার

Posted on নভেম্বর ২৬th, ২০২৪

তৃতীয়বারের মতো ‘সাফা গোল্ড অ্যাওয়ার্ড’ অর্জন ওয়ালটনের

Posted on নভেম্বর ১৭th, ২০২৪

ভিসার চারটি মর্যাদাপূর্ণ পুরস্কার জিতল ব্র্যাক ব্যাংক

Posted on নভেম্বর ১৭th, ২০২৪

রান্নার প্রস্তুতি সহজ করবে মিনিস্টার মিক্সার গ্রাইন্ডার

Posted on নভেম্বর ১৭th, ২০২৪

এসিআই ফুডস অ্যান্ড কমোডিটি ব্র্যান্ডস-এর নতুন চিফ বিজনেস অফিসার

Posted on নভেম্বর ৩rd, ২০২৪