Follow us

নিজস্ব প্রতিবেদক ::  যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ক্যামন ১৯ সিরিজের বৈশ্বিক লঞ্চের পর বাংলাদেশে বাজারে ‘টেকনো ক্যামন ১৯ নিও’ নিয়ে এসেছে গ্লোবাল প্রিমিয়াম স্মার্টফোন ব্র্যান্ড টেকনো।উন্নত ফটোগ্রাফিক অভিজ্ঞতার সঙ্গে স্টাইল ও পারফরম্যান্সের সমন্বয়ে তৈরি টেকনো ক্যামন ১৯ সিরিজ প্রিমিয়াম স্মার্টফোন বৈশ্বিক অনুরাগীদের জন্য সুখবর নিয়ে এসেছে উল্লেখ করে টেকনোর মহাব্যবস্থাপক স্টিফেন হা বলেন, টেকনো ক্যামন ১৯ সিরিজের নতুন ফোন বাজারে আনতে পেরে আমরা খুবই আশাবাদী। প্রযুক্তি, উদ্ভাবন এবং ডিজাইনের সংমিশ্রণে তৈরি সম্ভাবনাময় এই সিরিজের স্মার্টফোনগুলো গ্রাহকদের প্রতি টেকনোর প্রতিশ্রুত অঙ্গীকারকে আরও শক্ত অবস্থানে নিয়ে যেতে সহায়তা করবে।

তরুণ ফ্যাশনিস্টদের জন্য ডিজাইন করা টেকনো ক্যামন ১৯ নিও রাতের বেলা এবং কম আলোতে ফটোগ্রাফির প্রথাগত চ্যালেঞ্জগুলোকে শৈল্পিকভাবে ডিঙ্গিয়ে গেছে। ফোনটিতে ৪৮ মেগাপিক্সেলের ব্রাইট-নাইট প্রোট্রেট ফটোগ্রাফি প্রযুক্তির মেইন ক্যামেরা এবং ৩২ মেগাপিক্সেলের সফটলাইট সেলফি ক্যামেরা রয়েছে। ৪৮ মেগাপিক্সেলের সুপার-নাইট রিয়ার ক্যামেরা স্বাভাবিকের চেয়ে কম-আলোতেও উজ্জ্বল ও স্বচ্ছ প্রোট্রেট ছবি সঠিকভাবে ক্যাপচার করার ক্ষেত্রে নতুন স্ট্যান্ড্যার্ড সেট করে দেবে। এর ডুয়েল ফ্ল্যাশসহ ৩২ এমপি’র সফটলাইট সেলফি ক্যামেরা কম আলোতেও উন্নত ও কালারফুল ফেসিয়াল অভিব্যক্তি ফুটিয়ে তোলা যাবে।

টেকনো ক্যামন ১৯ নিও মোবাইল জগতের সবচেয়ে স্লিম বেজেল নিয়ে এসেছে। ব্যবহারের ক্ষেত্রে এর ৬.৮-ইঞ্চি এফএইচডি+ ডিসপ্লেটি অসাধারণ অভিজ্ঞতা প্রদান করবে। ডাবল রিংয়ের সঙ্গে তিনটি ক্যামেরা এবং ব্যাক প্যানেলের নান্দনিক ডিজাইন এমন ভারসাম্যপূর্ণভাবে তৈরি করা হয়েছে যা সামগ্রিকভাবে দুর্দান্ত অনুভূতি তৈরি করবে। অসামান্য এমন সব ডিজাইনের জন্য টেকনো ক্যামন ১৯ সিরিজটি সম্প্রতি আইএফ ডিজাইন অ্যাওয়ার্ড ২০২২ অর্জন করেছে।

ভিডিও প্রেমীদের জন্য, টেকনো ক্যামন ১৯ নিও ফোনটিতে বেশ কিছু নতুন ফিচার যুক্ত করা হয়েছে। নতুন এই ফিচারগুলো দিয়ে এর ব্যবহারকারীরা সহজে উন্নতমানের ক্রিয়েটিভ ভিডিও শ্যুটিং এবং সম্পাদনা করতে পারবেন। এর ভিডিও নাইট ভিউ অ্যালগরিদম কম আলোতেও নির্দিষ্ট বিষয়কে শনাক্ত করতে পারবে এবং স্বয়ক্রিয়ভাবে ছবি এবং ভিডিওগুলোর উজ্জ্বলতা বাড়িয়ে দেবে।

উন্নত ডিসপ্লে, অধিকতর ইমেজ প্রসেসিং পাওয়ারের সঙ্গে গতি নিশ্চিত করতে টেকনো ক্যামন ১৯ নিও স্মার্টফোনটিতে মিডিয়াটেক হেলিও জি ৮৫ চিপসেট ব্যবহার করা হয়েছে। ১৮ ওয়াট ফ্ল্যাশ চার্জ সুবিধাসহ এতে ৫০০০ মিলিঅ্যাম্পিয়ারের মেগা ব্যাটারি রয়েছে। এর ফলে টেকনো ক্যামন ১৯ নিও ব্যবহারকারীকে স্মার্টফোনের চার্জ ফুরিয়ে যাওয়া দুঃচিন্তা করতে হবে না।আইস মিরর রঙে বাংলাদেশের বাজারে লঞ্চ হওয়া টেকনো ক্যামন ১৯ নিও বিশেষ অফারে (সীমিত সময়ের জন্য) কিনতে আপনাকে গুনতে হবে ১৮ হাজার ৪৯০ টাকা।

বিডি প্রেসরিলিস / ১৮ জুন ২০২২ /এমএম  

 


LATEST POSTS
সর্বোচ্চ রেমিট্যান্স গ্রহীতার স্বীকৃতি পেল ইসলামী ব্যাংক

Posted on ডিসেম্বর ৩rd, ২০২৪

সুজুকির ২৫০ সিসির দুই মোটরসাইকেল এখন দেশের বাজারে

Posted on ডিসেম্বর ৩rd, ২০২৪

মাস্টারকার্ড এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেলো আরএফএল বেস্ট বাই

Posted on নভেম্বর ২৬th, ২০২৪

শীতে উষ্ণতার যোগান দিতে ‘সারা’র শীতপোশাকের সম্ভার

Posted on নভেম্বর ২৬th, ২০২৪

তৃতীয়বারের মতো ‘সাফা গোল্ড অ্যাওয়ার্ড’ অর্জন ওয়ালটনের

Posted on নভেম্বর ১৭th, ২০২৪

ভিসার চারটি মর্যাদাপূর্ণ পুরস্কার জিতল ব্র্যাক ব্যাংক

Posted on নভেম্বর ১৭th, ২০২৪

রান্নার প্রস্তুতি সহজ করবে মিনিস্টার মিক্সার গ্রাইন্ডার

Posted on নভেম্বর ১৭th, ২০২৪

এসিআই ফুডস অ্যান্ড কমোডিটি ব্র্যান্ডস-এর নতুন চিফ বিজনেস অফিসার

Posted on নভেম্বর ৩rd, ২০২৪

ডিবিএল সিরামিকস এবং এডিসন রিয়েল এস্টেটের মধ্যে চুক্তি

Posted on নভেম্বর ৩rd, ২০২৪

এনবিএ’এর আয়োজনে সংবাদ উপস্থাপকদের নিয়ে কর্মশালা

Posted on নভেম্বর ৩rd, ২০২৪