নিজস্ব প্রতিবেদক :: অনুমোদিত এবং অথেন্টিক বিউটি প্রোডাক্ট নিয়ে শুরু হলো ই-কমার্স মার্কেটপ্লেস, দারাজ বাংলাদেশের বহুল আকাঙ্ক্ষিত ক্যাম্পেইন ‘গ্ল্যাম ফেস্ট’। ৯ -১৫ অক্টোবর, সপ্তাহব্যাপী এই ক্যাম্পেইনের মূল প্রতিপাদ্য হচ্ছে, ‘শতভাগ অথেন্টিক নাহলে দ্বিগুণ মূল্য ফেরত’।
বিউটি প্রোডাক্ট আসল না নকল এটি নিয়ে সবাই খুব উদ্বিগ্ন থাকে। অথেন্টিক পণ্যের সত্যতা নিশ্চিত করতে দারাজ প্রতিনিয়ত প্ল্যাটফর্ম ক্লিনাপ পরিচালিত করে যার মাধ্যমে ক্রেতারা নির্দ্বিধায় তাদের পছন্দের স্কিনকেয়ার, মেকআপ, আর চুলের যত্নে দেশি এবং বিদেশি নামকরা ব্র্যান্ডের শতভাগ অথেন্টিক পণ্য কিনতে পারবেন।
গ্ল্যাম ফেস্ট ক্যাম্পেইনে ক্রেতাদের জন্য রয়েছে ৫০০ শতাধিক ব্র্যান্ডের এক্সক্লুসিভ ডিল, নির্ধারিত পণ্যে ফ্রি ডেলিভারি, ১৪ দিনের ইজি রিটার্ন পলিসি, ফ্রি গিফট এবং নির্ধারিত পণ্যে একটি কিনলে একটি ফ্রি অফার। ক্যাম্পেইন চলাকালীন দারাজ বিউটি প্ল্যাটফর্মে নকল পণ্য চিহ্নিত করতে পারলে ক্রেতা পাবেন দ্বিগুণ মূল্য ফেরত।
বিডি প্রেসরিলিস /০৯ অক্টোবর ২০২৩ /এমএম
Posted on জানুয়ারি ৮th, ২০২৫
Posted on জানুয়ারি ১st, ২০২৫
Posted on ডিসেম্বর ৩rd, ২০২৪
Posted on ডিসেম্বর ৩rd, ২০২৪
Posted on নভেম্বর ২৬th, ২০২৪
Posted on নভেম্বর ২৬th, ২০২৪
Posted on নভেম্বর ১৭th, ২০২৪
Posted on নভেম্বর ১৭th, ২০২৪
Posted on নভেম্বর ১৭th, ২০২৪
Posted on নভেম্বর ৩rd, ২০২৪