নিজস্ব প্রতিবেদক :: অনেকেই নিজের জন্য ব্যক্তিগত একটি ওয়েবসাইট তৈরি করতে চান। সময়, সুযোগ, বাজেট কিংবা প্রোগ্রামিং জ্ঞানের কথা বিবেচনা করে ওয়েবসাইট তৈরি করা আর হয়ে উঠে না। নিজের একটি ওয়েবসাইট এবার হবে বাজেটের মধ্যেই।
প্রযুক্তি প্রতিষ্ঠান এসএ ওয়েব সার্ভিস দিচ্ছে বাজেটবান্ধব দামে ডোমেইন, হোস্টিং, ওয়েবসাইট ডিজাইন, কাস্টম ইমেইল সুবিধাসহ ওয়েবসাইটের যাবতীয় সবকিছু এবং সর্বদা সাপোর্ট বাৎসরিক মাত্র ৫০০০ টাকায়। এছাড়াও ওয়েবসাইট চালাতে লাগবে না কোনো প্রোগ্রামিং জ্ঞান, সাইটে আপডেট করা যাবে যখন তখন।
এসএ ওয়েব সার্ভিস তাদের আকর্ষণীয় এই প্লানের নাম দিয়েছে ‘ওয়েবসাইট ফর প্রফেশনালস’। এই প্যাকেজে রয়েছে ২ জিবি ডিস্ক স্পেস বা স্টোরেজ সুবিধা, ২০ জিবি ব্যান্ডউইথ, একটি কাস্টম ডোমেইন যা নিজের পছন্দমতো নেওয়া যাবে। এছাড়াও রয়েছে আনলিমিটেড ইমেইল অ্যাকাউন্ট খোলা, আনলিমিটেড সাব ডোমেইন, ফাইল ট্রান্সফার প্রটোকল (এফটিপি), ১৫০টির বেশি সাইট বিল্ডিং টুলস ও ভিডিও টিওটোরিয়াল।
এই প্যাকেজে বেসিক ওয়েবসাইট ডিজাইন যেমন হোম পেজ ও পোস্ট সেটআপ, মেন্যুবার, সাম্প্রতিক কিংবা জনপ্রিয় পোস্ট সেটআপ, নানান ধরনের ইউজেট যেমন ঘড়ি, টাইমার, ফেসবুক পেজ, সার্চবক্স ইত্যাদিসহ আদর্শ একটি ব্যাক্তিগত ওয়েবসাইটের সকল সুবিধা প্রদান করবে এসএ ওয়েব সার্ভিস।
এসএ ওয়েব সার্ভিসের সকল সার্ভার ইউএসএ ভিত্তিক। ওয়েবসাইটকে আরো নিরাপদ করতে এসএ ওয়েব সার্ভিস দিচ্ছে ফ্রি এসএসএল সুবিধা।
পেমেন্ট করা যাবে মাস্টারকার্ড ও ভিসা ডেবিট/ক্রেডিট কার্ড দিয়ে। এছাড়াও বিকাশ, রকেটসহ যেকোনো মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমেও পেমেন্ট করা যাবে। বিস্তারিত জানতে ভিজিট : http://sawebservice.com/website-for-professionals.html ।
(বিডি প্রেস রিলিস/০৭অক্টোবর/এসএম)
Posted on ফেব্রুয়ারি ৬th, ২০২৫
Posted on ফেব্রুয়ারি ৬th, ২০২৫
Posted on জানুয়ারি ৮th, ২০২৫
Posted on জানুয়ারি ১st, ২০২৫
Posted on ডিসেম্বর ৩rd, ২০২৪
Posted on ডিসেম্বর ৩rd, ২০২৪
Posted on নভেম্বর ২৬th, ২০২৪
Posted on নভেম্বর ২৬th, ২০২৪
Posted on নভেম্বর ১৭th, ২০২৪
Posted on নভেম্বর ১৭th, ২০২৪