Follow us

ওমেন অ্যান্ড ই-কমার্স ফোরাম

ওমেন অ্যান্ড ই-কমার্স ফোরাম

নিজস্ব প্রতিবেদক :: চারদিন ধরে চলা ওমেন অ্যান্ড ই-কমার্স ফোরামের মেলা প্রাঙ্গন রাজধানীর ধানমন্ডির স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় বাংলাদেশে মেলার সমাপনী আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, সমাপনী আয়োজনে তিনি বলেন নারী উদ্যোক্তাদের স্বাবলম্বী করতে বর্তমান সরকার বদ্ধ পরিকর ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট ফাতিনাজ ফিরোজ, উপাচার্য প্রফেসর ড. মুহাম্মাদ আলী নকি, ওমেন অ্যান্ড ই-কমার্স ফোরামের ফাউন্ডার প্রেসিডেন্ট নাছিমা আক্তার নিশা, ডেল্টা লাইফ ইন্সুরেন্সের সিইও আদিবা রহমান এবং রেডিও ধ্বনির চেয়ারম্যান ফারহানা চৌধুরী ।

প্রধান অতিথি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেন, ‌ওমেন অ্যান্ড ই কমার্স ফোরাম দীর্ঘদিন ধরে আইসিটি খাতে নারীদের নিয়ে এবং নারী উদ্যোক্তাদের জীবনযাত্রার মান উন্নয়নে কাজ করে যাচ্ছে। বিগত দিনেও আমি নিশা আপাকে বলেছি আমি আপনাদের (নারী উদ্যোক্তাদের) পাশে আছি সবসময়। আজকের মেলা আরো অভিভূত করলো আমাকে, অভিনন্দন মেলায় অংশ নেয়া স্পন্সর, আয়োজক, উদ্যোক্তা, স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়কেও। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীদের স্বাবলম্বী করার জন্য বিভিন্ন কর্মসূচি গ্রহণ ও কার্যক্রম পরিচালনা করেন। তার উদার মানমিকতার কারণেই আমরা বিশ্বমঞ্চে আজ প্রতিষ্ঠিত। বাংলাদেশ আজ গর্বিত।

দেশের শীর্ষস্থানীয় নারী উদ্যোক্তাদের এই মেলাকে ঘিরে জমে উঠেছিলো ব্যবসায়ীদের ব্যাবসা-বাণিজ্য। চারদিনের শেষদিনে সর্বোচ্চ বিক্রি হয়েছে বলে জানিয়েছেন উদ্যোক্তারা।

এর আগে বিকেল চারটায় মেলাপ্রাঙ্গনে অনুষ্টিত হয়। মাই ড্রিম, মাই আইডেন্টিটি। সেখানে উপস্থিত ছিলেন অভিনেত্রী মাছুমা রহমান নাবিলা, আরজে নীরব, ক্রিকেটার সালমা খাতুন, বাংলানিউজের ফ্যাশন অ্যান্ড লাইফস্টাইল সম্পাদক শারমিনা ইসলাম, ডিএমপির এডিসি মাহমুদা আক্তার, ৭১ টিভির নাজনীন মুন্নী।

(বিডি প্রেস রিলিস/১৭ সেপ্টেম্বর ২০১৮/এসএম)


LATEST POSTS
মুক্তি পেল ‘মুক্তি: জেন জেড রেভ্যুলেশন’ সিরিজের প্রথম পর্ব

Posted on জানুয়ারি ৮th, ২০২৫

দেশের বেস্ট বেভারেজ ব্র্যান্ড এখন মোজো

Posted on জানুয়ারি ১st, ২০২৫

সর্বোচ্চ রেমিট্যান্স গ্রহীতার স্বীকৃতি পেল ইসলামী ব্যাংক

Posted on ডিসেম্বর ৩rd, ২০২৪

সুজুকির ২৫০ সিসির দুই মোটরসাইকেল এখন দেশের বাজারে

Posted on ডিসেম্বর ৩rd, ২০২৪

মাস্টারকার্ড এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেলো আরএফএল বেস্ট বাই

Posted on নভেম্বর ২৬th, ২০২৪

শীতে উষ্ণতার যোগান দিতে ‘সারা’র শীতপোশাকের সম্ভার

Posted on নভেম্বর ২৬th, ২০২৪

তৃতীয়বারের মতো ‘সাফা গোল্ড অ্যাওয়ার্ড’ অর্জন ওয়ালটনের

Posted on নভেম্বর ১৭th, ২০২৪

ভিসার চারটি মর্যাদাপূর্ণ পুরস্কার জিতল ব্র্যাক ব্যাংক

Posted on নভেম্বর ১৭th, ২০২৪

রান্নার প্রস্তুতি সহজ করবে মিনিস্টার মিক্সার গ্রাইন্ডার

Posted on নভেম্বর ১৭th, ২০২৪

এসিআই ফুডস অ্যান্ড কমোডিটি ব্র্যান্ডস-এর নতুন চিফ বিজনেস অফিসার

Posted on নভেম্বর ৩rd, ২০২৪