নিজস্ব প্রতিবেদক :: বিশ্বের শীর্ষস্থানীয় আইটি ব্র্যান্ড অ্যাপলের অথোরাইজ্ড রিসেলার এক্সিকিউটিভ মেশিনস লিমিটেড আনুষ্ঠানিকভাবে বসুন্ধরা সিটিতে তাদের নতুন শোরুমের উদ্বোধন করেছে।শোরুমটিতে বিটিআরসি-অনুমোদিত অরিজিনাল অ্যাপল আইফোন, আইপ্যাড, ম্যাকবুক প্রো, ম্যাকবুক এয়ার, আইম্যাক, ম্যাক মিনি, অ্যাপল ওয়াচ, অ্যাপল টিভি, এয়ারপডস এবং অন্যান্য অ্যাপল এক্সেসরিজের পাশাপাশি, অ্যাপল-অনুমোদিত অন্যান্য ব্র্যান্ডের পণ্য এবং প্রয়োজনীয় পরিষেবা আকর্ষণীয় ও সাশ্রয়ী মূল্যে পাওয়া যাবে।
এক্সিকিউটিভ মেশিনস লিমিটেড বাংলাদেশে অ্যাপল অথোরাইজ্ড রিসেলার এবং অ্যাপল অথোরাইজ্ড সার্ভিস প্রোভাইডার। এছাড়াও, এক্সিকিউটিভ মেশিনস লিমিটেড থেকে কেনা পণ্যগুলোর জন্য গ্রাহকরা বিশ্বের যেকোনো অ্যাপল স্টোর এবং অ্যাপল অনুমোদিত সার্ভিস সেন্টার থেকে প্রয়োজনীয় সার্ভিস গ্রহন করতে পারবেন।বসুন্ধরা সিটিতে এই নতুন শোরুমটি ছাড়াও, এক্সিকিউটিভ মেশিনস লিমিটেডের আইডিবি ভবন, গুলশান -২ এবং উত্তরার মত জনপ্রিয় স্থানে আরও তিনটি শোরুম রয়েছে।
বিডি প্রেসরিলিস / ১১ অক্টোবর ২০২১ /এমএম
Posted on ফেব্রুয়ারি ৬th, ২০২৫
Posted on ফেব্রুয়ারি ৬th, ২০২৫
Posted on জানুয়ারি ৮th, ২০২৫
Posted on জানুয়ারি ১st, ২০২৫
Posted on ডিসেম্বর ৩rd, ২০২৪
Posted on ডিসেম্বর ৩rd, ২০২৪
Posted on নভেম্বর ২৬th, ২০২৪
Posted on নভেম্বর ২৬th, ২০২৪
Posted on নভেম্বর ১৭th, ২০২৪
Posted on নভেম্বর ১৭th, ২০২৪