নিজস্ব প্রতিবেদক :: বিদ্যানন্দ ফাউন্ডেশন ‘এক টাকায় আহার’ নামে একটি অনন্য কর্মসূচি শুরু করে ২০১৬ সালের ১৫ মে। পথশিশু, ভিক্ষুক এবং গৃহহীন ব্যক্তিদের পুষ্টিকর ও স্বাস্থ্য সম্মত খাবার দেয়া চালু হয় মাত্র এক টাকার বিনিময়ে।
এই কর্মসূচিতে পথশিশুরা এক টাকা পরিশোধ করে খাবার কিনে খেতে পারছে। ক্ষুধার্ত কেউ যেন নিজেদের করুণাপ্রার্থী বলে না মনে করে তার-ই জন্য এই এক টাকা নেয়া হয়। এই ফাউন্ডেশন বাংলাদেশের পথশিশুদের জন্য পুষ্টিকর, সুষম ও নিরাপদ খাবার নিশ্চিৎ করতে নিরলস কাজ করে চলেছে।
শুধু খাবার বিতরণ নয়, খাবারের মানও নিয়ন্ত্রণ করে বিদ্যানন্দ। খাবার নিরাপদ ও স্বাস্থ্যসম্মত বাক্সে ঢুকানোর আগে প্রধান রাঁধুনী খাবারের গুণগত মান পরীক্ষা করেন। এরপর বিদ্যানন্দ দল বিভিন্ন স্থানে শিশুদের কাছে এক টাকার বিনিময়ে খাদ্য পৌঁছে দেয়।
শুরু থেকেই বিদ্যানন্দের এই উদ্যোগের সঙ্গে যুক্ত হয়েছেন বহু মানুষ। বাজার করা থেকে শুরু করে খাবার তৈরিসহ সব কাজেই তারা স্বেচ্ছাশ্রম দিয়ে এসেছেন। স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, চাকরিজীবী সহ নানা প্রতিষ্ঠানের অনেকেই এই কর্মসূচিতে নিজেদের সাধ্যানুযায়ী অংশগ্রহণ করেছেন।
নিজস্ব প্রতিবেদক :: এরই পথ ধরে বাংলাদেশের অন্যতম ডিজিটাল অ্যাপ ভিত্তিক রাইড শেয়ারিং সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ‘পাঠাও’ যোগ দিয়েছেন এই কর্মসূচিতে। রন্ধন প্রক্রিয়া থেকে শুরু করে নিজেদের পরিবহন সেবার মাধ্যমে ঢাকার বিভিন্ন জায়গায় খাবার ডেলিভারিতেও বিদ্যানন্দ দলকে সর্বাত্মক সহযোগিতা করেছে পাঠাও। বিদ্যানন্দ ফাউন্ডেশনের এই মহৎ উদ্যোগের অংশ হতে পেরে পাঠাও এর কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ খুবই আনন্দিত এবং তারা ভবিষ্যতেও এই ধারা অব্যাহত রাখার আশা প্রকাশ করেছেন।
বিডি প্রেস রিলিস/২৯ মার্চ ২০১৯/ এমএম
Posted on জানুয়ারি ১st, ২০২৫
Posted on ডিসেম্বর ৩rd, ২০২৪
Posted on ডিসেম্বর ৩rd, ২০২৪
Posted on নভেম্বর ২৬th, ২০২৪
Posted on নভেম্বর ২৬th, ২০২৪
Posted on নভেম্বর ১৭th, ২০২৪
Posted on নভেম্বর ১৭th, ২০২৪
Posted on নভেম্বর ১৭th, ২০২৪
Posted on নভেম্বর ৩rd, ২০২৪
Posted on নভেম্বর ৩rd, ২০২৪