নিজস্ব প্রতিবেদক :: এ বছরের আগস্টের ৭ তারিখ গ্যালাক্সি নোট-১০ উন্মোচন করবে স্যামসাং। সম্প্রতি এক আনুষ্ঠানিক ঘোষণায় বিষয়টি নিশ্চিত করেছে প্রতিষ্ঠানটি। প্রযুক্তিবিষয়ক সাইট এনগেজেটের প্রতিবেদনের বরাতে জানা গেছে, গ্যালাক্সি নোটে কী ফিচার থাকবে সে বিষয়গুলো এখনও খোলাসা করেনি স্যামসাং।
এখন পর্যন্ত গুজব থেকে জানা গেছে, গ্যালাক্সি নোট ১০ এবং গ্যালাক্সি এস১০-এর মতো হোল-পাঞ্চ ক্যামেরা এবং ইন-স্ক্রিন ফিঙ্গার প্রিন্ট রিডার থাকবে। এছাড়া ধারণা করা হচ্ছে, দুটি মডেল উন্মোচন করবে স্যামসাং। এর একটি হবে ৬.৩ ইঞ্চি ডিসপ্লের নোট-১০ এবং অপরটি ৬.৮ ইঞ্চি ডিসপ্লের নোট-১০ প্লাস। নতুন ফোনটির পেন এক্সপেরিয়েন্স, ক্যামেরা ইত্যাদি আরও উন্নতমানের হবে বলেও আশা করা হচ্ছে।
জানা গেছে, নতুন এই স্যামসাং ফোনে কোনও হেডফোন জ্যাক রাখছে না নির্মাতা প্রতিষ্ঠান। শুধু নোট ১০ প্লাসে-ই মাইক্রো এসডি কার্ড ব্যবহারের সুযোগ থাকবে। হেডফোন জ্যাক ছাড়া স্মার্টফোন বা শুধু ইন্টারনাল স্টোরেজ সমৃদ্ধ স্যামসাং ফোন গ্রাহকদের কাছে কতোটা গ্রহণযোগ্যতা পায়, এখন সেটিই দেখার বিষয়।
বিডি প্রেস রিলিস / ২ জুলাই ২০১৯ /এমএম
Posted on ফেব্রুয়ারি ৬th, ২০২৫
Posted on ফেব্রুয়ারি ৬th, ২০২৫
Posted on জানুয়ারি ৮th, ২০২৫
Posted on জানুয়ারি ১st, ২০২৫
Posted on ডিসেম্বর ৩rd, ২০২৪
Posted on ডিসেম্বর ৩rd, ২০২৪
Posted on নভেম্বর ২৬th, ২০২৪
Posted on নভেম্বর ২৬th, ২০২৪
Posted on নভেম্বর ১৭th, ২০২৪
Posted on নভেম্বর ১৭th, ২০২৪