নিজস্ব প্রতিবেদক :: বাংলাদেশের প্রথম LEED Gold সার্টিফাইড প্লাস্টিকস ফ্যাক্টরির স্বীকৃতি পেলো বেঙ্গল প্লাস্টিকস লিমিটেড। সম্প্রতি ইউএস গ্রীণ বিল্ডিং কাউন্সিল কর্তৃক এই সম্মাননায় ভূষিত হয়েছে বেঙ্গল প্লাস্টিকস। LEED Gold সার্টিফিকেট অর্জনের জন্য বেঙ্গল প্লাস্টিকস নিজ উদ্যোগে কিছু পদক্ষেপ গ্রহণ করে, যার মধ্যে এনার্জি এফিসিয়েন্ট লাইটিং ব্যবস্থা, সোলার এনার্জি, বৃষ্টির রেইন ওয়াটার হার্ভেস্টিং ও বৃক্ষরোপণ অন্যতম।
পরিবেশের উপর দায়বদ্ধতা এবং এনভায়রনমেন্টাল ফুটপ্রিন্ট কমাতে এই উদ্যোগ নিয়েছে বেঙ্গল। এই অর্জন বাংলাদেশের প্লাস্টিকস শিল্পের জন্য অন্যতম একটি মাইলফলক। LEED সার্টিফিকেশন এর নোমিনেটেড পার্টনার-এনার্জি সলভ ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেড কোম্পানির সিইও মহেন্দ্র এস জয়লাথের কাছ থেকে সার্টিফিকেটটি গ্রহণ করেন বেঙ্গল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ভাইস চেয়ারম্যান মো. জসিম উদ্দিন, পরিচালক হুমায়ূন কবির (বাবলু) ও বেঙ্গল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের অন্যান্য কর্মকর্তারা।
গার্মেন্টস হ্যাঙ্গার উৎপাদনে বেঙ্গল এই অঞ্চলের অন্যতম বৃহৎ এবং জনপ্রিয় প্রতিষ্ঠান। প্রতিদিন বেঙ্গলের ফ্যাক্টরিতে তৈরি হচ্ছে বিশ লাখ পিস হ্যাঙ্গার, যা ছড়িয়ে যাচ্ছে বিশ্বের বিভিন্ন প্রান্তে। রপ্তানিতে অসামান্য অবদানের জন্য টানা ১৩ বছর ধরে গোল্ড ক্যাটাগরিতে জাতীয় রপ্তানি ট্রফি পেয়ে আসছে বেঙ্গল প্লাস্টিকস।বিশ্বের সর্ববৃহৎ হ্যাঙ্গার উৎপাদনকারী প্রতিষ্ঠান Mainetti এর অনুমোদিত উৎপাদনকারী বেঙ্গল প্লাস্টিকস। এছাড়াও WALMART, KOHL’S, LEVI’S KONTOOR, VF, JC PENNEY CARTERS, PRIMARK সহ অন্যান্য সুনামধন্য ব্রান্ডের সাথে কাজ করে থাকে বেঙ্গল প্লাস্টিকস লিমিটেড।
বিডি প্রেসরিলিস / ১৩ আগস্ট ২০২২ /এমএম
Posted on ডিসেম্বর ৩rd, ২০২৪
Posted on ডিসেম্বর ৩rd, ২০২৪
Posted on নভেম্বর ২৬th, ২০২৪
Posted on নভেম্বর ২৬th, ২০২৪
Posted on নভেম্বর ১৭th, ২০২৪
Posted on নভেম্বর ১৭th, ২০২৪
Posted on নভেম্বর ১৭th, ২০২৪
Posted on নভেম্বর ৩rd, ২০২৪
Posted on নভেম্বর ৩rd, ২০২৪
Posted on নভেম্বর ৩rd, ২০২৪