নিজস্ব প্রতিবেদক :: বিশ্বব্যাপী ঈদ উপলক্ষে বিভিন্ন পণ্যে শুভেচ্ছা মূল্য ছাড় থাকলেও বাংলাদেশের প্রেক্ষাপট থাকে ভিন্ন। এখানে দাম কমে না বরং বাড়ে।
তাই সকল ধর্মপ্রাণ মসুলমানদের ঈদ আনন্দকে বাড়িয়ে দিতেই এই ঈদে বিশ্বরঙ ১৫ই জুলাই থেকে স্টক থাকা পর্যন্ত ক্রেতা সাধারনের জন্য সব পণ্য দিচ্ছে ৩০ শতাংশ ছাড়।
ঈদকে কেন্দ্র করে বিশ্বরঙের ব্যাপক প্রস্তুতি চলছে সারা বছর জুড়ে। কেননা ঈদকে ঘিরেই আমাদের দেশের মূল ফ্যাশন সংস্কৃতি গড়ে উঠেছে। সারা বছর জুড়ে ফ্যাশন নিয়ে, যত নতুন ধরণের পরীক্ষা-নিরীক্ষা হয়, তার ফলাফল চলে আসে প্রতিবারের ঈদে। তাই নিত্য নতুন ট্রেন্ড এবং নতুন কিছু ভাবনা নিয়ে ঢেলে সাজানো হয়েছে বিশ্বরঙের এবারের ঈদ আয়োজন।
অনলাইনেও বিশ্বরঙের কেনাকাটা চলছে। ফেসবুক পেইজ কিংবা ওয়েবসাইটে অর্ডার দিয়ে ঘরে বসেই পেতে পারেন হোম ডেলিভারি। উল্লেখ্য, অনলাইন কেনাকাটাতেও এই ছাড় অব্যাহত থাকবে।
বিডি প্রেস রিলিস / ১৪ জুলাই ২০১৯ /এমএম
Posted on ডিসেম্বর ৩rd, ২০২৪
Posted on ডিসেম্বর ৩rd, ২০২৪
Posted on নভেম্বর ২৬th, ২০২৪
Posted on নভেম্বর ২৬th, ২০২৪
Posted on নভেম্বর ১৭th, ২০২৪
Posted on নভেম্বর ১৭th, ২০২৪
Posted on নভেম্বর ১৭th, ২০২৪
Posted on নভেম্বর ৩rd, ২০২৪
Posted on নভেম্বর ৩rd, ২০২৪
Posted on নভেম্বর ৩rd, ২০২৪