নিজস্ব প্রতিবেদক :: মটোরোলার নতুন চমক মটোরোলা ওয়ান ভিশন। যেটি চলতি মাসের আগামী সপ্তাহেই বাজারে আসছে। এটির প্রধান আকর্ষন হলো এই ফোনে রয়েছে ৪৮মেগা পিক্সেলের ক্যামেরা। ও বড় ডিসপ্লে।
সম্প্রতি জার্মানির এক ওয়েবসাইটে ফোনের ফুল স্পেসিফিকেশন ফাঁস হয়েছে। একইসাথে এই ফোনের ছবি প্রকাশিত হয়েছে। ছবিতে ফোনে হোল পাঞ্চ ডিসপ্লে দেখা গিয়েছে। ফোনের পিছনে থাকছে ডুয়াল ক্যামেরা। ফিঙ্গারপ্রিন্ট সেন্সারের মধ্যে রয়েছে কোম্পানির লোগো। জার্মান ওয়েবসাইটে প্রকাশিত ছবিতে দুটি রঙে এই ফোন দেখা গিয়েছে।
স্পেসিফিকেশন
এই ফোনে থাকতে পারে একটি ৬.৩ ইঞ্চি ২১: ৯ ফুল এইচডি প্লাস ডিসপ্লে। ফোনের ভিতরে থাকবে একটি স্যামসাং এক্সিনস ৯৬০৯ চিপসেট, ৪জিবি র্যাম আর ১২৮ জিবি স্টোরেজ।
ছবি তোলার জন্য ফোনে থাকবে ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা। এই ক্যামেরায় অপ্টিকাল ইমেজ স্টেবিলাইজেশান থাকবে। সাথে থাকবে ২৫ মেগাপিক্সেল সেকেন্ডারি ক্যামেরা। এই ফোনে অ্যান্ড্রয়েড পাই অপারেটিং সিস্টেম চলবে। নীল ও সোনালি রঙে পাওয়া যাবে ফোনটি। ফোনের ভিতরে থাকবে ৩৫০০ মিলি অ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি।
বিডি প্রেস রিলিস/ ১৩ মে ২০১৯ / এমএম
Posted on ডিসেম্বর ৩rd, ২০২৪
Posted on ডিসেম্বর ৩rd, ২০২৪
Posted on নভেম্বর ২৬th, ২০২৪
Posted on নভেম্বর ২৬th, ২০২৪
Posted on নভেম্বর ১৭th, ২০২৪
Posted on নভেম্বর ১৭th, ২০২৪
Posted on নভেম্বর ১৭th, ২০২৪
Posted on নভেম্বর ৩rd, ২০২৪
Posted on নভেম্বর ৩rd, ২০২৪
Posted on নভেম্বর ৩rd, ২০২৪