Follow us

ডাচ বাংলা’র টায়ার ফোর ডাটা সেন্টার বাস্তবায়ন করবে স্মার্ট টেক

নিজস্ব প্রতিবেদক :: দেশের অন্যতম বৃহৎ ফাইনান্সিয়াল প্রতিষ্ঠান ডাচ বাংলা ব্যাংক লিমিটেড এর ডাটা সেন্টার সল্যুশন প্রদান করবে শীর্ষ তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড। ১৪ নভেম্বর ২০২৩ তারিখে ডাচ বাংলা ব্যাংক এর প্রধান কার্যালয়ে ‘সাপ্লাই, ইনস্টলেশন এন্ড ইমপ্লিমেন্টেশন অব ডাটা সেন্টার ইনফ্রাসট্রাকচারাল ইকুইপমেন্ট ফর ডাচ বাংলা ব্যাংক লিমিটেড’ শীর্ষক প্রজেক্ট এর কার্যাদেশ হস্তান্তর করা হয়।

এসময় ডাচ বাংলা ব্যাংকের পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো: শাহ আলম পাটওয়ারি, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট (আইটি, ইনোভেশন, রিকনসিলেশন এন্ড মনিটরিং ডিভিশন) মোহাম্মদ এমদাদুল হক খান এবং একই বিভাগের ভাইস প্রেসিডেন্ট এন্ড ডেপুটি হেড মো. ওসমান গনি। অন্যদিকে, স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড এর পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ জহিরুল ইসলাম এবং এন্টারপ্রাইজ সল্যুশন সেলস এর এজিএম এস.এম কায়েস হোসেন।

উক্ত কার্যাদেশটির অধীনে ৫টি প্রোডাক্ট ক্যাটাগরিতে সেবা প্রদান করবে স্মার্ট টেকনোলজিস। সেগুলো হচ্ছে পাওয়ার ইকুইপমেন্ট, কুলিং সিস্টেম, নেটওয়ার্ক ইকুইপমেন্ট, প্যাসিভ ইকুইপমেন্ট এবং টায়ার ফোর ডিজাইন ভ্যালিডেশন এন্ড সার্টিফিকেশন।

উক্ত প্রজেক্ট নিয়ে স্মার্ট টেকনোলজিস এর ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, “আমাদের জানামতে, এটিই দেশের ফাইনান্সিয়াল খাতের ডাটা সেন্টার স্থাপন সংক্রান্ত সবচেয়ে বড় কার্যক্রম। ডাচ বাংলা ব্যাংক লিমিটেড এমন একটি প্রজেক্টে আমাদের উপর আস্থা রাখায় আমরা অত্যন্ত গর্বিত এবং আনন্দিত। আমরা গত ২৫ বছর ধরে সততার সাথে দেশে তথ্যপ্রযুক্তি সেবা দিয়ে আসছি। আমরা আশা করছি, এই প্রজেক্টটিও আমাদের দক্ষ টিম সফলভাবে ইমপ্লিমেন্ট করতে সক্ষম হবে।”

বিডি প্রেসরিলিস / ২০ নভেম্বর ২০২৩ /এমএম


LATEST POSTS
সর্বোচ্চ রেমিট্যান্স গ্রহীতার স্বীকৃতি পেল ইসলামী ব্যাংক

Posted on ডিসেম্বর ৩rd, ২০২৪

সুজুকির ২৫০ সিসির দুই মোটরসাইকেল এখন দেশের বাজারে

Posted on ডিসেম্বর ৩rd, ২০২৪

মাস্টারকার্ড এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেলো আরএফএল বেস্ট বাই

Posted on নভেম্বর ২৬th, ২০২৪

শীতে উষ্ণতার যোগান দিতে ‘সারা’র শীতপোশাকের সম্ভার

Posted on নভেম্বর ২৬th, ২০২৪

তৃতীয়বারের মতো ‘সাফা গোল্ড অ্যাওয়ার্ড’ অর্জন ওয়ালটনের

Posted on নভেম্বর ১৭th, ২০২৪

ভিসার চারটি মর্যাদাপূর্ণ পুরস্কার জিতল ব্র্যাক ব্যাংক

Posted on নভেম্বর ১৭th, ২০২৪

রান্নার প্রস্তুতি সহজ করবে মিনিস্টার মিক্সার গ্রাইন্ডার

Posted on নভেম্বর ১৭th, ২০২৪

এসিআই ফুডস অ্যান্ড কমোডিটি ব্র্যান্ডস-এর নতুন চিফ বিজনেস অফিসার

Posted on নভেম্বর ৩rd, ২০২৪

ডিবিএল সিরামিকস এবং এডিসন রিয়েল এস্টেটের মধ্যে চুক্তি

Posted on নভেম্বর ৩rd, ২০২৪

এনবিএ’এর আয়োজনে সংবাদ উপস্থাপকদের নিয়ে কর্মশালা

Posted on নভেম্বর ৩rd, ২০২৪