নিজস্ব প্রতিবেদক :: ক্রেতাদের জন্য এ৫৪ ও এ৯৫ ফোনের দাম কমালো অপো। ক্রেতাদের জন্য বিশেষ অফার নিয়ে এসেছে অপো বাংলাদেশ। এখন অপো এ৫৪ ফোনটি মাত্র ১৯,৯৯০ টাকায় (পূর্বমূল্য ২২,৯৯০ টাকা) এবং অপো এ৯৫ ফোনটি ২৫,৯৯০ টাকায় (পূর্বমূল্য ২৭,৯৯০ টাকা) কিনতে পারবেন ক্রেতারা।
অপো এ৫৪ ডিভাইসটিতে রয়েছে ২.৩ গিগাহার্জের অক্টা-কোর প্রসেসর এবং ৫,০০০ মিলিঅ্যাম্পিয়ারের শক্তিশালী ব্যাটারি, যার সাহায্যে ব্যবহারকারীরা চার্জ নিয়ে কোনোরকম চিন্তা ছাড়াই ভিডিও স্ট্রিমিং করতে পারেন। এছাড়া অ্যাপ স্টোর করা, ভিডিও উপভোগ করা এবং একইসাথে বিভিন্ন অ্যাপ চালানোর ক্ষেত্রে ব্যবহারকারীদের নিরবিচ্ছিন্ন অভিজ্ঞতা দিতে ফোনটিতে রয়েছে ৬ জিবি র্যাম এবং ১২৮ জিবি রম। ডিভাইসটিতে দ্রুত চার্জ দেওয়ার জন্য রয়েছে ১৮ ওয়াটের সি-টাইপ চার্জার। ডিভাইসটি স্টারি ব্লু ও ক্রিস্টাল ব্ল্যাক এই দু’টি প্রিমিয়াম রঙের ব্যাক কাভারে পাওয়া যাচ্ছে। ০.২ মিলিমিটার পাতলা মিডফ্রেমের থ্রিডি-বডির কারণে স্মার্টফোনটি ব্যবহার করার সময় আরামদায়ক অনুভূতি তৈরি হবে।
অপো এ৯৫ স্মার্টফোনে রয়েছে ৫,০০০ মিলিঅ্যাম্পিয়ারের শক্তিশালী ব্যাটারি এবং ৩৩ ওয়াট ফ্ল্যাশ চার্জ প্রযুক্তি, যার সাহায্যে ব্যবহারকারীরা নিশ্চিন্তে দীর্ঘ সময় ধরে ফোন ব্যবহার করতে এবং দ্রুত চার্জ দিতে পারবেন। স্মার্টফোনটিতে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৬২ এসওসি প্রসেসর, সাথে ৮ জিবি র্যাম, যার ফলে ব্যবহারকারীরা খুব সহজেই মাল্টিটাস্কিং করতে পারবেন। এ ছাড়া পর্যাপ্ত স্টোরেজ ও স্মুথ পারফরম্যান্স নিশ্চিত করতে ডিভাইসটিতে রয়েছে র্যাম সম্প্রসারণ প্রযুক্তি। এই প্রযুক্তির মাধ্যমে ৫ জিবি পর্যন্ত অব্যবহৃত রম স্টোরেজ র্যাম হিসেবে ব্যবহার করা যাবে। এই ফোনে আরও আছে ৪৮ মেগাপিক্সেলের ত্রিপল ক্যামেরা সেটাপ। পাশাপাশি সেলফি এবং ভিডিও কলে কথা বলার অভিজ্ঞতাকে দুর্দান্ত করতে রয়েছে ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। ফোনটি গ্লোয়িং রেইনবো সিলভার ও গ্লোয়িং স্ট্যারি ব্ল্যাক এই দুটি রঙে পাওয়া যাচ্ছে। ম্যাট টেক্সচারের গ্লসি ফিনিশিং এই ফোনের ডিজাইনকে করেছে আরও মনোমুগ্ধকর।
অপো বাংলাদেশ অথরাইজড এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটের ব্র্যান্ড ম্যানেজার লিউ ফেং বলেন, ‘একটি ব্র্যান্ড হিসেবে অপো সবসময়ই তার গ্রাহকদের প্রয়োজন ও পছন্দকে অগ্রাধিকার দিয়ে আসছে। ব্যবহারকারীরা যেন আরও সাশ্রয়ীমূল্যে আমাদের প্রিমিয়াম স্মার্টফোনগুলো কিনতে পারেন, সেজন্য আমরা অপো এ৫৪ ও অপো এ৯৫ ফোনগুলোর দাম কমিয়েছি। এমনকি আগামী দিনেও আমরা গ্রাহকদের সুবিধা গুরুত্ব সহকারে বিবেচনা করব।’স্মার্টফোন ব্যবহারকারীরা সারাদেশে অবস্থিত অপো’র সকল অফিসিয়াল আউটলেট থেকে ছাড়মূল্যে এই দুটি ফোন কিনতে পারবেন।
বিডি প্রেসরিলিস / ২৭ আগস্ট ২০২২ /এমএম
Posted on জানুয়ারি ৮th, ২০২৫
Posted on জানুয়ারি ১st, ২০২৫
Posted on ডিসেম্বর ৩rd, ২০২৪
Posted on ডিসেম্বর ৩rd, ২০২৪
Posted on নভেম্বর ২৬th, ২০২৪
Posted on নভেম্বর ২৬th, ২০২৪
Posted on নভেম্বর ১৭th, ২০২৪
Posted on নভেম্বর ১৭th, ২০২৪
Posted on নভেম্বর ১৭th, ২০২৪
Posted on নভেম্বর ৩rd, ২০২৪