নিজস্ব প্রতিবেদক :: গিগাবাইট’র সৌজন্যে গেমিং কনটেস্ট মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স এ্যান্ড টেকনোলজিতে (এমআইএসটি) অনুষ্ঠিত হয়ে গেলো একদিন ব্যাপি গেমিং কনটেস্ট ।
৫ ই এপ্রিল সারাদিন ব্যাপি চলেছে এই গেমিং কনটেস্ট । এই ফেস্টে গেমিং পার্টনার হিসেবে ছিল মাদারবোর্ড নির্মাণকারী প্রতিষ্ঠান গিগাবাইট।
গেমিং ফেস্টে শিক্ষার্থী, শিক্ষক ও অথিতিদের নজর কেড়েছে গিগাবাইটের স্টল। গিগাবাইটের স্টলে শিক্ষার্থীদের জন্য পোডাক্ট ডিসপ্লের বাবস্থা করা হয়েছে। এতে গিগাবাইটের মনিটর, মাদারবোর্ড, এসএসডি, গ্রাফিক্স কার্ড,পাওয়ার সাপ্লাই, কীবোর্ড ও মাউস ডিসপ্লে করা হয়েছে। ।এর ফলে শিক্ষার্থীরা গিগাবাইটের পন্য সম্পর্কে জানতে পারে।
উক্ত গেমিং কনটেস্ট ফিফা ১৯ এবং এনএফএস প্রতিযোগিতার আয়োজন করা হয়।এছাড়াও শিক্ষার্থীদের বিনোদনের জন্য ভিআর গেমিং প্রতিযোগিতার আয়োজন করে গিগাবাইট।
ফেস্টে শিক্ষার্থীদের গিগাবাইটের এর পণ্য নিয়ে কুইজ করা হয় এবং গিগাবাইটের পক্ষ থেকে কুইজের বিজয়ী শিক্ষার্থীদের মাঝে আকর্ষণীও পুরষ্কার দেওয়া হয়।
বিডি প্রেস রিলিস/০৮ এপ্রিল ২০১৯/ এমএম
Posted on জানুয়ারি ৮th, ২০২৫
Posted on জানুয়ারি ১st, ২০২৫
Posted on ডিসেম্বর ৩rd, ২০২৪
Posted on ডিসেম্বর ৩rd, ২০২৪
Posted on নভেম্বর ২৬th, ২০২৪
Posted on নভেম্বর ২৬th, ২০২৪
Posted on নভেম্বর ১৭th, ২০২৪
Posted on নভেম্বর ১৭th, ২০২৪
Posted on নভেম্বর ১৭th, ২০২৪
Posted on নভেম্বর ৩rd, ২০২৪