নিজস্ব প্রতিবেদক :: বিকাশ অ্যাপ থেকে যেকোনো নম্বরে ৬০ টাকা মোবাইল রিচার্জ করলেই মিলছে ৩০% ক্যাশব্যাক। এছাড়া ইউএসএসডি কোড *২৪৭# ডায়াল করে নিজের নম্বরে একই পরিমাণ রিচার্জ করলে মিলছে ৫% ক্যাশব্যাক। অফারগুলো চলবে ৭ নভেম্বর পর্যন্ত।
অফার চলাকালীন একজন গ্রাহক একবারই অ্যাপ দিয়ে ৩০% এবং ইউএসএসডি দিয়ে ৫% ক্যাশব্যাক পেতে পারেন। গ্রাহক নিজের বা অন্য কারো মোবাইল রিচার্জ করার পরবর্তী কার্যদিবসের মধ্যে নিজের বিকাশ অ্যাকাউন্টে ক্যাশব্যাকটি পেয়ে যাবেন।
ঘরে বসে মোবাইল রিচার্জের সহজ মাধ্যম হিসেবে বিকাশ ব্যবহার করছেন দেশের অধিকাংশ মানুষ। নিজের এবং প্রিয়জনের কথা বলার জন্য মোবাইলের টক-টাইম হোক বা ইন্টারনেট প্যাকেজ, বিকাশ দিয়ে মোবাইল সেবাদানকারী প্রতিষ্ঠান গ্রামীণফোন, রবি, বাংলালিংক, এয়ারটেল, টেলিটকের এর এয়ারটাইম/প্যাকেজ কেনার সুযোগ রয়েছে যেকোনো স্থান থেকে, যেকোনো সময়।
বিডি প্রেসরিলিস / ০৩ নভেম্বর ২০২১ /এমএম
Posted on ডিসেম্বর ৩rd, ২০২৪
Posted on ডিসেম্বর ৩rd, ২০২৪
Posted on নভেম্বর ২৬th, ২০২৪
Posted on নভেম্বর ২৬th, ২০২৪
Posted on নভেম্বর ১৭th, ২০২৪
Posted on নভেম্বর ১৭th, ২০২৪
Posted on নভেম্বর ১৭th, ২০২৪
Posted on নভেম্বর ৩rd, ২০২৪
Posted on নভেম্বর ৩rd, ২০২৪
Posted on নভেম্বর ৩rd, ২০২৪