নিজস্ব প্রতিবেদক :: নর্দান এডুকেশন গ্রুপের বোর্ডরুমে বুধবার নর্দান এডুকেশন গ্রুপ (এনইজি) এবং বসুন্ধরা গ্রুপের মধ্যে অ্যাসেনশিয়ালস অব মডার্ন মার্কেটিং (ইওএমএম)-এর সমঝোতা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে বসুন্ধরা গ্ৰুপের ভাইস চেয়ারম্যান সাফওয়ান সোবহানের পক্ষে বসুন্ধরা পেপার মিলস লিমিটেডের হেড অব মার্কেটিং মোহাম্মদ আলাউদ্দিন উপস্থিত ছিলেন। নর্দান এডুকেশন গ্রুপের পক্ষ থেকে আবু ইউসুফ মো. আবদুল্লাহ, প্রেসিডেন্ট, নর্দান এডুকেশন গ্রুপ; অধ্যাপক ড. আনোয়ার হোসেন, উপাচার্য এনইউবি; কমডোর এম মনিরুল ইসলাম (অব.), রেজিস্ট্রার এনইউবি; আবদুল্লাহ মোহাম্মদ ইব্রাহিম, সহযোগী অধ্যাপক, ডিবিএ এবং ইওএমএম প্রকল্পের সমন্বয়কারী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এছাড়াও বসুন্ধরা পেপার মিলস লিমিটেডের করিমুল আরাফাত, ম্যানেজার, ব্র্যান্ড; ইমরানুল কবির, ম্যানেজার, ব্র্যান্ড; এবং আফসার আলম রাব্বি এ আয়োজনে উপস্থিত ছিলেন।অ্যাসেনশিয়ালস অব মডার্ন মার্কেটিং (ইওএমএম) হল কোটলার ইমপ্যাক্ট ও নর্দান এডুকেশন গ্রুপের অংশীদারিত্বের আরেকটি অনন্য মাইলফলক।
বিডি প্রেসরিলিস / ০১ অক্টোবর ২০২১ /এমএম
Posted on জানুয়ারি ৮th, ২০২৫
Posted on জানুয়ারি ১st, ২০২৫
Posted on ডিসেম্বর ৩rd, ২০২৪
Posted on ডিসেম্বর ৩rd, ২০২৪
Posted on নভেম্বর ২৬th, ২০২৪
Posted on নভেম্বর ২৬th, ২০২৪
Posted on নভেম্বর ১৭th, ২০২৪
Posted on নভেম্বর ১৭th, ২০২৪
Posted on নভেম্বর ১৭th, ২০২৪
Posted on নভেম্বর ৩rd, ২০২৪