Follow us

জাপানে আইক্যানের ইভেন্টে বাংলাদেশের ইনোভেডিয়াস

জাপানে আইক্যানের ইভেন্টে বাংলাদেশের ইনোভেডিয়াস

নিজস্ব প্রতিবেদক :: ‘ওয়ান ওয়ার্ল্ড ওয়ান ইন্টারনেট’ নামে আইক্যানের চলমান ইভেন্টটিতে বাংলাদেশ থেকে প্রথমবারের মতো অংশ নিয়েছে ডোমেইন অ্যাক্রেডিটেড রেজিস্ট্রার ইনোভেডিয়াস প্রাইভেট লিমিটেড। যার প্রতিনিধিত্ব করছেন ইনোভেডিয়াস প্রাইভেট লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ মেহেদি হাসান ইমন।

আইক্যান (ICANN) কর্তৃক আয়োজিত আইক্যান৬৪ (ICANN64) কমিউনিটি ফোরাম অনুষ্ঠিত হচ্ছে জাপানের কোবে সিটিতে। ফোরাম চলবে ৯ মার্চ থেকে ১৪ মার্চ পর্যন্ত। বিশ্বের বিভিন্ন দেশ থেকে এখানে উপস্থিত হয়েছেন ডোমেইন রেজিস্ট্রার, রেজিস্ট্রি, ইন্টারনেট সিকিউরিটি ও আইক্যান বোর্ড। সেখানে অন্য দেশের সঙ্গে অংশ নিয়ে বাংলাদেশি প্রতিষ্ঠান ইনোভেডিয়াস প্রাইভেট লিমিটেড।

জাপানে আইক্যানের ইভেন্টে বাংলাদেশের ইনোভেডিয়াস

ইনোভেডিয়াস প্রাইভেট লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ মেহেদি হাসান ইমন বলেন, প্রথমবারের মতো বাংলাদেশ থেকে এই ধরনের ইভেন্টে অংশগ্রহন করা হয়েছে। সেখানে আমাদের প্রতিষ্ঠান প্রতিনিধিত্ব করছে ভাবতেই ভালো লাগছে। আমরা দেশে প্রযুক্তিবান্ধব নানা ধরনের কাজের পাশাপাশি দেশের বাহিরে কাজ করছি। বাংলাদেশের সুনাম বয়ে আনার জন্য আমাদের কাজের ধারাবাহিকতা থাকবেই। এ ছাড়াও, ইনোভেডিয়াস প্রাইভেট লিমিটেড ‘রেজিস্ট্রো’ নামে ডোমেইন সেবা দিচ্ছে। ইভেন্টে রেজিস্ট্রোকেও আমরা প্রাধাণ্য দিচ্ছি।

তিনি আরো বলেন, এই ইভেন্টে অংশ নেয়াতে ইনোভেডিয়াস কাজের জায়গায় আরো একধাপ এগিয়ে গেলো। নেটওয়ার্কসহ উপস্থিত অন্য দেশের ডোমেইন রেজিস্ট্রার, রেজিস্ট্রি, ইন্টারনেট সিকিউরিটি ও আইক্যান বোর্ডদের সঙ্গে আমাদের সুসম্পর্ক তৈরি হয়েছে।

বিডি প্রেস রিলিস/১৩ মার্চ ২০১৯/এসএম


LATEST POSTS
মুক্তি পেল ‘মুক্তি: জেন জেড রেভ্যুলেশন’ সিরিজের প্রথম পর্ব

Posted on জানুয়ারি ৮th, ২০২৫

দেশের বেস্ট বেভারেজ ব্র্যান্ড এখন মোজো

Posted on জানুয়ারি ১st, ২০২৫

সর্বোচ্চ রেমিট্যান্স গ্রহীতার স্বীকৃতি পেল ইসলামী ব্যাংক

Posted on ডিসেম্বর ৩rd, ২০২৪

সুজুকির ২৫০ সিসির দুই মোটরসাইকেল এখন দেশের বাজারে

Posted on ডিসেম্বর ৩rd, ২০২৪

মাস্টারকার্ড এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেলো আরএফএল বেস্ট বাই

Posted on নভেম্বর ২৬th, ২০২৪

শীতে উষ্ণতার যোগান দিতে ‘সারা’র শীতপোশাকের সম্ভার

Posted on নভেম্বর ২৬th, ২০২৪

তৃতীয়বারের মতো ‘সাফা গোল্ড অ্যাওয়ার্ড’ অর্জন ওয়ালটনের

Posted on নভেম্বর ১৭th, ২০২৪

ভিসার চারটি মর্যাদাপূর্ণ পুরস্কার জিতল ব্র্যাক ব্যাংক

Posted on নভেম্বর ১৭th, ২০২৪

রান্নার প্রস্তুতি সহজ করবে মিনিস্টার মিক্সার গ্রাইন্ডার

Posted on নভেম্বর ১৭th, ২০২৪

এসিআই ফুডস অ্যান্ড কমোডিটি ব্র্যান্ডস-এর নতুন চিফ বিজনেস অফিসার

Posted on নভেম্বর ৩rd, ২০২৪