নিজস্ব প্রতিবেদক :: একুশে বইমেলায় প্রকাশিত হচ্ছে সার্টিফাইড কর্পোরেট ট্রেইনার গোলাম সামদানি ডনের লেখা দেশের একমাত্র দ্বিভাষী সেলফ হেল্প বই ‘আনলিশ ইউর ট্রু পটেনশিয়াল’।
অধ্যয়ন প্রকাশনীর থেকে প্রকাশিত এই বইটি অন্য সব বই থেকে ভিন্ন। বইয়ে থাকছে গেমস, অনুশীলন, বিভিন্ন ডন সামদানি ইভেন্টের ডিসকাউন্ট কুপন এবং সর্বোপরি আপনার জীবনকে গুছিয়ে নেবার একটি ম্যাপ।
বইটি লেখার অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে গোলাম সামদানি ডন বলেন, আমাদের শিক্ষাগত বা পারিবারিক যোগ্যতা যাই থাকুক না কেন, আমাদের সবার মধ্যেই থাকে অপার সম্ভাবনা। কিন্তু অনেক সময় আমরা নিজেরাও বুঝে পাই না আমাদের সেই সম্ভাবনার জায়গাটি কোনটি। এই বইয়ের মাধ্যমে আমি সেসব মানুষের কাছে পৌঁছে যেতে চাই যারা জীবনে অনেক কিছু অর্জন করতে চায় তবে কীভাবে সেই সফলতা অর্জন করতে হবে তা জানে না।
লেখক হিসেবে ডনের অভিষেক এবারই প্রথম নয়, ২০১৬ সালে তার লেখা ৬টি পকেট বই প্রকাশিত হয়েছিল। এই শুক্রবার, ৮ ফেব্রুয়ারি থেকে বইটি পাওয়া যাবে একুশে বই মেলায়, অধ্যয়ন প্রকাশনী, প্যাভিলিয়ন ১৪।
বিডি প্রেস রিলিস/৭ ফেব্রুয়ারি ২০১৯/এসএম
Posted on ডিসেম্বর ৩rd, ২০২৪
Posted on ডিসেম্বর ৩rd, ২০২৪
Posted on নভেম্বর ২৬th, ২০২৪
Posted on নভেম্বর ২৬th, ২০২৪
Posted on নভেম্বর ১৭th, ২০২৪
Posted on নভেম্বর ১৭th, ২০২৪
Posted on নভেম্বর ১৭th, ২০২৪
Posted on নভেম্বর ৩rd, ২০২৪
Posted on নভেম্বর ৩rd, ২০২৪
Posted on নভেম্বর ৩rd, ২০২৪