১২৫ সিসির নতুন বাইক আনল টিভিএস। মডেল টিভিএস রেইডার। ডিস্ক ব্রেক ও ড্রাম ব্রেক ভেরিয়েন্টে এই মোটরসাইকেল পাওয়া যাচ্ছে। ভারতে বাইকটি বিক্রি হচ্ছে ৭৭ হাজার ৫০০ রুপিতে।মর্ডান লুকের এই ১২৫ সিসির মোটরসাইকেলে রয়েছে এলইডি ডে টাইম রানিং লাইট, ১০ লিটার ফুয়েল ট্যাঙ্ক ও হাই শোল্ডার লাইন।
বাইকটিতে রয়েছে ১২৪.৮ সিসির এয়ার কুলড, থ্রি ভালভ ইঞ্জিন। এই ইঞ্জিনে সর্বোচ্চ ১১.৪ বিএইচপি শক্তি এবং ১১.২ নিউটন মিটার টর্ক পাওয়া যাবে।নতুন মোটরসাইকেলে রয়েছে ১৭ ইঞ্চি অ্যালয় হুইল। হুইলবেস ১৩২৬ মিলিমিটার। সঙ্গে থাকছে সম্পূর্ণ ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার। ইকো ও পাওয়ার মোডে এই মোটরসাইকেল চালানো যাবে।হ্যান্ডেলবারের পাশে এই দুই মোড বদল করার বাটন থাকবে।
বিডি প্রেসরিলিস / ২২ সেপ্টেম্বর ২০২১ /এমএম
Posted on জানুয়ারি ৮th, ২০২৫
Posted on জানুয়ারি ১st, ২০২৫
Posted on ডিসেম্বর ৩rd, ২০২৪
Posted on ডিসেম্বর ৩rd, ২০২৪
Posted on নভেম্বর ২৬th, ২০২৪
Posted on নভেম্বর ২৬th, ২০২৪
Posted on নভেম্বর ১৭th, ২০২৪
Posted on নভেম্বর ১৭th, ২০২৪
Posted on নভেম্বর ১৭th, ২০২৪
Posted on নভেম্বর ৩rd, ২০২৪