ফোল্ডিং ফোনের বাজার দখলে চীনের অপো আনছে ফোল্ডিং ফোন। শোনা যাচ্ছে, ২কে রেজুলেশন থাকবে এই ফোনে। ভাঁজ খুললেই ৮ ইঞ্চি ট্যাবলেটের সাইজ নেবে এই ফোন। অপোর এই ফোল্ডেবল স্মার্টফোনে অ্যামোলেড ডিসপ্লে থাকবে।বাজারে অপো ফাইন্ড এন ফোল্ডেবল ফোন নামে ডিভাইসটি আসবে।টেক ব্লগারদের মতে, স্যামসাংয়ের ভাঁজ করা ফোনকে টক্কর দেবে এই ফোন।
অপো দাবি করছে, তাদের আপকামিং ফোল্ডিং ফোনে ফেক্সিয়ন হিঞ্জ দেওয়া হয়েছে। যা দুই দিক থেকে বন্ধ হলেও ডিসপ্লের ওপর কোনও দাগ দেখাবে না। যা অন্যান্য ফোল্ডেবল ফোন থেকে আলাদা করবে অপো ফাইন্ড এন মডেলটিকে।এর দাম হবে ৭৬৯৯ চাইনিজ ইয়েন। যা বাংলাদিশ মুদ্রায় লাখ খানেকেরও বেশি।ইতিমধ্যে চীনে ফোনের প্রি বুকিং শুরু হয়েছে। ফোন বাজারে আসবে ২৩ ডিসেম্বর।
বিডি প্রেসরিলিস / ১৮ ডিসেম্বর ২০২১ /এমএম
Posted on ডিসেম্বর ৩rd, ২০২৪
Posted on ডিসেম্বর ৩rd, ২০২৪
Posted on নভেম্বর ২৬th, ২০২৪
Posted on নভেম্বর ২৬th, ২০২৪
Posted on নভেম্বর ১৭th, ২০২৪
Posted on নভেম্বর ১৭th, ২০২৪
Posted on নভেম্বর ১৭th, ২০২৪
Posted on নভেম্বর ৩rd, ২০২৪
Posted on নভেম্বর ৩rd, ২০২৪
Posted on নভেম্বর ৩rd, ২০২৪