বাংলাদেশে পরিবেশবান্ধব যানবাহনের প্রসারে একটি যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে এডিসন ও টেইলজি।আচ্ছা ভাবুন তো, সারা সপ্তাহে নিশ্চিন্তে বাইক চালালেন, তেল নিয়ে টেনশন নেই এমনকি নেই প্রতিদিন হিসাব করে চার্জ দেয়ার টেনশন। সপ্তাহে মাত্র ১ বার চার্জ দিয়ে সারা সপ্তাহে প্রায় ১২০ কিলোমিটারের ও বেশি চলাচল করতে পারবেন। কিন্তু এটাও কি সম্ভব? হ্যাঁ সম্ভব। এডিসনের টেইলজি ই-মোটরসাইকেল নিয়ে এসেছে এই অবিশ্বাস্য সুযোগ। বাংলাদেশে পরিবেশবান্ধব যানবাহনের প্রসারে একটি যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে এডিসন ও টেইলজি। এই দুই কোম্পানীর যৌথ উদ্যোগে শীঘ্রই বাংলাদেশে চালু হতে যাচ্ছে টেইলজি ব্র্যান্ডের ইলেকট্রিক মোটরসাইকেল যা দেশের পরিবহন ব্যবস্থাকে আরো টেকসই করতে এবং জ্বালানির উপর নির্ভরতা কমাতে সক্ষম হবে।
এডিসন: উদ্ভাবন ও উন্নয়নের পথিকৃৎ
২০০৮ সালে প্রতিষ্ঠিত এডিসন গ্রুপ বাংলাদেশের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান গুলোর একটি। প্রযুক্তি, যোগাযোগ, বিদ্যুৎ, রিয়েল এস্টেট, ইলেকট্রনিক্সসহ নানা খাতে উদ্ভাবন ও উন্নয়নে ভূমিকা পালন করে আসছে এই প্রতিষ্ঠানটি। এডিসন গ্রুপের শীর্ষ শিল্পখাতগুলির মধ্যে মোবাইলফোন, কনজিউমার ইলেকট্রনিক্স, ই-কমার্স, জেনারেটর ও সাবস্টেশন, ফায়ার সেফটি এবং আইটি অন্যতম। গুণগতমান এবং উন্নত প্রযুক্তি তাদের অনন্য প্রতিশ্রুতি। প্রতিদিনের জীবনযাত্রা ও জাতীয় পর্যায়ের উন্নয়নে ১৭ বছরেরও বেশি সময় ধরে অবদান রেখে চলেছে এডিসন।
টেইলজি: ইলেকট্রিক যানবাহনের বিশ্বস্ত নাম
২০০৩ সালে প্রতিষ্ঠিত টেইলজি গ্রুপ বৈদ্যুতিক যানবাহনের উন্নয়ন, উৎপাদন, বিক্রয় এবং সার্ভিসিংয়ে এক অনন্য নাম। গ্লোবাল ইলেকট্রিক মোটরসাইকেল শিল্পে শীর্ষস্থানীয় ব্র্যান্ডগুলোর মধ্যে অন্যতম ব্র্যান্ড টেইলজি। ইলেকট্রিক মোটরসাইকেল শিল্পে টেইলজি ৯০টিরও বেশি দেশে তাদের পন্য রপ্তানি করে আসছে। ফলশ্রুতিস্বরূপ, প্রতিষ্ঠানটি UN Sustainability Partner, Guinness Book Of World Record (সর্বাধিক মাইলেজ অর্জনে) ও German Red Dot অ্যাওয়ার্ড অর্জন করেছে। এছাড়াও তাদের রয়েছে ২০০০ এরও বেশি নিজস্ব পেটেন্ট। টেইলজি’র একমাত্র লক্ষ্য পরিবেশবান্ধব ও টেকসই প্রযুক্তির মাধ্যমে যানবাহন শিল্পে বৈশ্বিক পরিবর্তন নিয়ে আসা। গবেষণা ও উৎপাদন খাতেও বেশ অবদান রেখেছে প্রতিষ্ঠানটি।
বিডি প্রেসরিলিস / ০৬ মার্চ ২০২৫ /এমএম
Posted on মার্চ ১৯th, ২০২৫
Posted on মার্চ ১৮th, ২০২৫
Posted on মার্চ ৬th, ২০২৫
Posted on মার্চ ৬th, ২০২৫
Posted on মার্চ ৩rd, ২০২৫
Posted on মার্চ ৩rd, ২০২৫
Posted on মার্চ ৩rd, ২০২৫
Posted on ফেব্রুয়ারি ৬th, ২০২৫
Posted on ফেব্রুয়ারি ৬th, ২০২৫
Posted on জানুয়ারি ৮th, ২০২৫