নিজস্ব প্রতিবেদক :: বছরের শুরুতেই ফ্যাশন সচেতন ও সেলফি প্রেমিদের সুখবর দিলো গ্লোবাল স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান ভিভো। দুর্দান্ত ফ্রন্ট ক্যামেরার সঙ্গে ৫জি নেটওয়ার্ক নিয়ে ভিভোর এবারের আকর্ষণের নাম ভিভো ভি২৩ ৫জি। সঙ্গে রয়েছে ভি২৩ ৫জির অসাধারণ কালার চেঞ্জিং বডি।
১৬ জানুয়ারি রোববার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে স্মার্টফোনটির উদ্বোধন ঘোষণা করে ভিভো। ক্রেতারা আগামী ২১ জানুয়ারি পর্যন্ত স্মার্টফোনটির জন্য প্রি-বুকিং দিতে পারবেন। আর ২২ জানুয়ারি থেকে ভিভো ভি২৩ ৫জি পাওয়া যাবে সারাদেশের ভিভোর অথোরাইজড স্টোরগুলোতে।
স্মার্টফোন ফটোগ্রাফিপ্রেমীদের পছন্দকে বরাবরই প্রাধান্য দিয়ে কাজ করেছে ভিভো। এরই মধ্যে স্মার্টফোনে ক্যামেরার লেন্স নিয়ে দারুণ সব স্মার্টফোন উপহার দিয়েছে প্রতিষ্ঠানটি। সেই ধারাবাহিকতায় সেলফিপ্রেমীদের জন্য এবার নিয়ে এসেছে ভিভো ভি২৩ ৫জি ।
কালার চেঞ্জিং বডি ছাড়াও স্মার্টফোনটির বড় আকর্ষণ এর ৫০ মেগাপিক্সেল অটোফোকাস (এএফ) পোট্রেট সেলফি প্রযুক্তি। ৫০ মেগাপিক্সেল বর্তমানে বাংলাদেশের স্মার্টফোন বাজারে সবচেয়ে বড় সেলফি ক্যামেরা, যা আরও বেশি নিখুঁত এবং স্পষ্ট ছবি ধারণ করবে।
ভিভো ভি২৩ ৫জি মডেলটিতে আছে ৮ জিবি র্যা ম এবং ১২৮ জিবি রম। ৪২০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির এই চমৎকার স্মার্টফোনে আছে ৪৪ ওয়াটের ফ্ল্যাশ চার্জিং প্রযুক্তি। ৭ দশমিক ৩৯ মিলিমিটারের স্লিম বডি এবং ওয়ান পিস মেটাল ফ্ল্যাট ফ্রেম ডিজাইন মডেলটিকে দূর্দান্ত এলিগেন্ট লুক দিয়েছে। ভিভো ভি২৩ ৫জি-তে ব্যবহার করা হয়েছে কালার চেঞ্জিং ফ্লোরাইট এজি ডিজাইন প্রযুক্তি। এর আকর্ষণীয় মেটাল ফ্ল্যাট ফ্রেমটি সূর্যের আলো পেলে রং বদলায়। সূর্যের আলোতে গেলে ৩ সেকেন্ডের মধ্যে স্মার্টফোনটি নীলাভ সবুজ রঙ ধারণ করবে, আর তার কিছুক্ষণ পরই একই স্মার্টফোন হবে আবার সোনালী রঙের।
ভিভো ভি২৩ ৫জি স্মার্টফোনের ফিচারে রয়েছে ৪কে সেলফি ভিডিওর সুবিধা; যার মাধ্যমে ব্যবহারকারী ইচ্ছামতো ভিডিও করার পাশাপাশি পছন্দমত এডিটও করতে পারে। ফোনটির ৬৪ মেগাপিক্সেল জি ডবিøউ১ সুপার- সেন্সিং ক্যামেরা, একটি ৮ মেগাপিক্সেল ওয়াইড এঙ্গেল ক্যামেরা এবং একটি ২ মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরার সমন্বিত ট্রিপল রিয়ার ক্যামেরা মডিউল দুর্দান্ত ছবি উপহার দিবে ব্যবহারকারীদের। এছাড়া স্মার্টফোনটি দিয়ে রাতের আঁধারেও পাওয়া যাবে অসাধারণ ছবি তোলার অভিজ্ঞতা । প্রফেশনাল ছবির জন্য মডেলটির ফ্রন্ট ক্যামেরায় রয়েছে ডুয়াল ক্যামেরা বোকেহ ইফেক্ট, যাতে পেশাদার ব্যাকগ্রাউন্ড ব্লার ইফেক্ট ব্যবহার করা যায়।
ফাস্ট অ্যাপ স্টার্টআপ, ইন্সটলেশন স্পিড এবং ডুয়াল মোড ৫জি স্ট্যান্ডবাই এর প্রিমিয়াম এক্সপেরিয়েন্সের জন্য ভিভো স্মার্টফোনের সুনাম রয়েছে। এই সুনাম ধরে রাখতে ভি২৩ ৫জি’তেও ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৯২০ প্রসেসর। এছাড়াও স্মার্টফোন গেমারদের জন্য বহুল ব্যবহৃত মাল্টি টারবো ফিচারও রয়েছে। রয়েছে লিকুইড কুলিং সিস্টেম, আলট্রা গেম মোড এবং অপটিম্যাল গেমপ্লে ফিচার। একইসঙ্গে ৯০ হার্জ রিফ্রেশ রেট এবং এক্সটেন্ডেড র্যাম ২.০ প্রযুক্তিও যা গেমারদের কাজে লাগবে।
ভিভো বাংলাদেশের অ্যাসিস্টেন্ট ম্যানেজার (পিআর) রিয়াসাত আহমেদ বলেন, যুগের সাথে তাল মিলিয়ে চলতে যারা পছন্দ করে ভিভো সবসময়ই তাদের জন্য সেরা অভিজ্ঞতা এবং সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করে। ভিভো ভি২৩ ৫জি স্মার্টফোনটি ওজনে হালকা ও মার্জিত ডিজাইনে তৈরি যা ফ্যাশনেবল। দুর্দান্ত সেলফির অভিজ্ঞতা ও পোর্ট্রেট শটগুলির জন্য ভি২৩ ৫জি ফোনটি সেরা।’কালার চেঞ্জিং প্রযুক্তি থাকলেও সাধারণ অবস্থায় ভিভো ভি২৩ ৫জি মিলবে দুইটি রঙে। স্টারডাস্ট ব্ল্যাক এবং সানসাইন গোল্ড। স্মার্টফোনটি কিনতে খরচ পড়বে ৩৯ হাজার ৯৯০ টাকা।
বিডি প্রেসরিলিস / ১৭ জানুয়ারি ২০২২ /এমএম
Posted on ফেব্রুয়ারি ৬th, ২০২৫
Posted on ফেব্রুয়ারি ৬th, ২০২৫
Posted on জানুয়ারি ৮th, ২০২৫
Posted on জানুয়ারি ১st, ২০২৫
Posted on ডিসেম্বর ৩rd, ২০২৪
Posted on ডিসেম্বর ৩rd, ২০২৪
Posted on নভেম্বর ২৬th, ২০২৪
Posted on নভেম্বর ২৬th, ২০২৪
Posted on নভেম্বর ১৭th, ২০২৪
Posted on নভেম্বর ১৭th, ২০২৪