নিজস্ব প্রতিবেদক :: আকর্ষণীয় অফার আর দারুণ সব উপহার নিয়ে বিসিএস কম্পিউটার সিটিতে (আইডিবি ভবন) শুরু হয়েছে সিটি আইটি ঈদ ফেস্ট ২০২৫। এ উপলক্ষ্যে ১৭ মার্চ বিকেলে আইডিবি ভবনে আয়োজন করা হলো সিটি আইটি ঈদ ফেস্ট ২০২৫ উদ্বোধনী অনুষ্ঠান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিসিএস কম্পিউটার সিটির সভাপতি আকতার হোসেন খান, বিসিএস কম্পিউটার সিটির সহ-সভাপতি ফজলুর বারী লিটন, বিসিএস কম্পিউটার সিটির সেক্রেটারি মোহাম্মদ জাহেদ আলী ভূঁইয়া, স্মার্ট টেকনোলজিসের ডিরেক্টর-চ্যানেল সেলস মুজাহিদ আল বেরুনী সুজন।
এছাড়া আরো উপস্থিত ছিলেন ৬টি শীর্ষ ব্র্যান্ডের প্রতিনিধিদের মধ্যে দাহুয়া বাংলাদেশের প্রোডাক্ট ম্যানেজার মোহাম্মদ নাবিউল করিম, স্মার্ট ল্যাপটপের প্রোডাক্ট ম্যানেজার শামসুল আরেফিন খান, এইচপি (প্রোডাক্ট ম্যানেজার স্মার্ট টেকনোলজিস) মোহাম্মদ তানজিদ রহমান, পেনটাম বিজনেস ভেডেলপমেন্ট ম্যানেজার রায়হান খান, এমএসআইয়ের সেলস ম্যানেজার নাবিল আহমেদ এবং ওয়ালটনের উর্ধ্বতন কর্মকর্তা।
অনুষ্ঠানে ৬টি শীর্ষ ব্র্যান্ড দাহুয়া, পেনটাম, স্মার্ট ল্যাপটপ, এমএসআই, এইচপি ও ওয়ালটনের প্রতিনিধিরা তাদের ঈদ উপলক্ষ্যে বিশেষ অফার ঘোষণা করেন। এসব অফারের মধ্যে রয়েছে নির্বাচিত পণ্যের উপর ১০% থেকে শুরু করে সর্বোচ্চ ৫০% পর্যন্ত মূল্য ছাড়।
সিটি আইটি ঈদ ফেস্ট ২০২৫ চলাকালীন সময়ে ক্রেতারা পাবেন ব্র্যান্ড অনুযায়ী বিভিন্ন আকর্ষণীয় অফার ও ডিসকাউন্ট সুবিধা, যা চলবে নির্দিষ্ট সময় পর্যন্ত। এই ফেস্টিভ্যালের মাধ্যমে ক্রেতারা একদিকে যেমন মানসম্পন্ন পণ্য সাশ্রয়ী মূল্যে ক্রয়ের সুযোগ পাচ্ছেন, তেমনি প্রযুক্তিখাতে বাজারের চাঙ্গাভাব আরও বাড়বে বলে প্রত্যাশা করা হচ্ছে।
বিডি প্রেসরিলিস / ১৯ মার্চ ২০২৫ /এমএম
Posted on মার্চ ১৯th, ২০২৫
Posted on মার্চ ১৮th, ২০২৫
Posted on মার্চ ৬th, ২০২৫
Posted on মার্চ ৬th, ২০২৫
Posted on মার্চ ৩rd, ২০২৫
Posted on মার্চ ৩rd, ২০২৫
Posted on মার্চ ৩rd, ২০২৫
Posted on ফেব্রুয়ারি ৬th, ২০২৫
Posted on ফেব্রুয়ারি ৬th, ২০২৫
Posted on জানুয়ারি ৮th, ২০২৫