নিজস্ব প্রতিবেদক :: শক্তিশালী ব্যাটারির নতুন ট্যাব আনল লেনোভো। লেনোভো জিওজিন প্যাড প্রো মডেলের এই ট্যাব শুধু চীনের বাজারে পাওয়া যাচ্ছে।এই লেটেস্ট ডিভাইসে রয়েছে ২.৫ কে রেজুলেশনের অ্যামোলিড ডিসপ্লে। পারফরম্যান্সের দিক থেকে এই ট্যাবলেট চালিত হচ্ছে একটি অক্টা-কোর প্রসেসরের সাহায্যে। অন্য দিকে অপারেটিং সিস্টেম হিসেবে এই ফোনে থাকছে একটি অ্যানড্রয়েড ১১ অপারেটিং সিস্টেম। অত্যন্ত শক্তিশালী একটি ১০২০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি দেওয়া হয়েছে এই ট্যাবে।
একটি মাত্র কালার ভ্যারিয়্যান্টে এবং সেটি হল স্পেস গ্রে কালার। এই ট্যাবলেটের দাম ৩৯৯৯ ইয়েন। এই ট্যাবলেটের আকর্ষণীয় ফিচার হল তার স্টাইলাস সাপোর্ট।এই ট্যাবলেটে রয়েছে ১২.৬ ইঞ্চির ডিসপ্লে। যাতে ডলবি ভিসন সাপোর্ট রয়েছে এবং তার রিফ্রেশ রেট ১২ হার্জ। ট্যাবটিতে ৮ জিবি র্যাম রয়েছে।
বিডি প্রেসরিলিস / ০৪ নভেম্বর ২০২১ /এমএম
Posted on ফেব্রুয়ারি ৬th, ২০২৫
Posted on ফেব্রুয়ারি ৬th, ২০২৫
Posted on জানুয়ারি ৮th, ২০২৫
Posted on জানুয়ারি ১st, ২০২৫
Posted on ডিসেম্বর ৩rd, ২০২৪
Posted on ডিসেম্বর ৩rd, ২০২৪
Posted on নভেম্বর ২৬th, ২০২৪
Posted on নভেম্বর ২৬th, ২০২৪
Posted on নভেম্বর ১৭th, ২০২৪
Posted on নভেম্বর ১৭th, ২০২৪