Follow us

রংপুর মেটাল, রিগ্যাল ও বিজলী ক্যাবলসের পরিবেশক সম্মেলন অনুষ্ঠিত

 

নিজস্ব প্রতিবেদক :: আরএফএল গ্রুপের সহযোগী তিন প্রতিষ্ঠান রংপুর মেটাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড (আরএমআইএল), রিগ্যাল ফার্নিচার ও বিজলী ক্যাবলস এর পরিবেশক সম্মেলন-২০২১ অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি কক্সবাজারের একটি হোটেলে অনুষ্ঠিত এ সম্মেলনে সারাদেশ থেকে আগত এসব কোম্পানির বিভিন্ন ধরনের পণ্য পরিবেশনের সাথে যুক্ত পরিবেশকরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে বছর জুড়ে কোম্পানিতে অবদানের স্বীকৃতিস্বরুপ পরিবেশকদের সেরা পারফরমেন্স অ্যাওয়ার্ড প্রদান করা হয়। এর মধ্যে রিগ্যাল ফার্নিচার ও বিজলী ক্যাবলস এর সেরা ১০ জন করে ২০ পরিবেশককে এবং আরএমআইএল এর গ্যাস স্টোভ, ওয়াটার পাম্প, ওয়িং স্কেল, কিচেন সিঙ্ক, হার্ডওয়্যার টুলস’সহ বিভিন্ন পণ্যের পরিবেশকদের থেকে সেরা ৪০ জনকে পুরস্কৃত করা হয়।

সম্মেলনে প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা ব্যবসা সম্প্রসারণ, নতুন নতুন পণ্যের বাজার সৃষ্টি, ক্রেতাদের সর্বোচ্চ সেবা প্রদানসহ ভবিষ্যতের বিভিন্ন পরিকল্পনা নিয়ে পরিবেশকদের দিক নির্দেশনা দেন। এসময় পরিবেশকরাও তাদের বিভিন্ন মতামত ও পরামর্শ তুলে ধরেন।

প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী আহসান খান চৌধুরী, আরএফএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আরএন পাল, আরএমআইএল এর পরিচালক মো. মনিরুজ্জামান, বিজলী ক্যাবলসের নির্বাহী পরিচালক এএসএম হাসান নাসের ও রিগ্যাল এর বিজনেস ইনচার্জ শফিউল আলম খানসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

বিডি প্রেসরিলিস / ২৬ সেপ্টেম্বর ২০২১ /এমএম      


LATEST POSTS
মুক্তি পেল ‘মুক্তি: জেন জেড রেভ্যুলেশন’ সিরিজের প্রথম পর্ব

Posted on জানুয়ারি ৮th, ২০২৫

দেশের বেস্ট বেভারেজ ব্র্যান্ড এখন মোজো

Posted on জানুয়ারি ১st, ২০২৫

সর্বোচ্চ রেমিট্যান্স গ্রহীতার স্বীকৃতি পেল ইসলামী ব্যাংক

Posted on ডিসেম্বর ৩rd, ২০২৪

সুজুকির ২৫০ সিসির দুই মোটরসাইকেল এখন দেশের বাজারে

Posted on ডিসেম্বর ৩rd, ২০২৪

মাস্টারকার্ড এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেলো আরএফএল বেস্ট বাই

Posted on নভেম্বর ২৬th, ২০২৪

শীতে উষ্ণতার যোগান দিতে ‘সারা’র শীতপোশাকের সম্ভার

Posted on নভেম্বর ২৬th, ২০২৪

তৃতীয়বারের মতো ‘সাফা গোল্ড অ্যাওয়ার্ড’ অর্জন ওয়ালটনের

Posted on নভেম্বর ১৭th, ২০২৪

ভিসার চারটি মর্যাদাপূর্ণ পুরস্কার জিতল ব্র্যাক ব্যাংক

Posted on নভেম্বর ১৭th, ২০২৪

রান্নার প্রস্তুতি সহজ করবে মিনিস্টার মিক্সার গ্রাইন্ডার

Posted on নভেম্বর ১৭th, ২০২৪

এসিআই ফুডস অ্যান্ড কমোডিটি ব্র্যান্ডস-এর নতুন চিফ বিজনেস অফিসার

Posted on নভেম্বর ৩rd, ২০২৪