Follow us

মধ‌্যবি‌ত্তের জন‌্য নতুন স্মার্ট‌ফোন আনল

 

স্মার্ট‌ফোন‌কে সবার হা‌তে তু‌লে দেয়ার জন‌্য সাশ্রয়ী দা‌মের নতুন ফোন অানল ন‌কিয়া। ম‌ডেল ন‌কিয়া সি ৩০।ন‌কিয়ার এই ফোনে রয়েছে ৬০০০ এমএএইচ এর শক্তিশালী ব্যাটারি। চলতি বছরের জুলাই মাসেই বিশ্বের বিভিন্ন প্রান্তে এই ফোনটি লঞ্চ করে গিয়েছিল।নতুন মডেলের এই ফোনে রয়েছে একটি ওয়াটারড্রপ-স্টাইল নচ ডিসপ্লে। রয়েছে একটি ডুয়াল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি সেন্সর ১৩ মেগা‌পি‌ক্সের।৩ ও ৪ জি‌বি র‌্যাম ভার্স‌নে ডিভাইস‌টি অান্তর্জা‌তিক বাজা‌রে পাওয়া যা‌চ্ছে। স্টো‌রেজ মিল‌বে ৩২ ও ৬৪ জি‌বি।সবুজ এবং সাদা এই দুই কালার ভ্যারিয়্যান্টে ফোনটি পাওয়া যাবে।এই ফোন চল‌বে অ‌্যানড্রয়েড ১১ অপারেটিং সিস্টেমে।

ন‌কিয়া সি ৩০ ফোনে রয়েছে একটি ৬.৮২ ইঞ্চির এইচ‌ডি ডিস‌প্লে ডিসপ্লে, যার ব্রাইটনেস ৪০০ নিটস পিক এবং এন‌টি‌সি কালার গ্যামুট ৭০% । পারফরম্যান্সের দিক থেকে এই ফোনটি চালিত হবে একটি অক্টা-কোর ইউ‌নিসক প্রসেসরের সাহায্যে, যা পেয়ার করা থাকছে ৪‌ র‌্যাম এবং ৬৪ জি‌বি স্টো‌রেজের স‌ঙ্গে। এছাড়াও, ফোনে থাকছে একটি ডেডিকেটেড মাইক্রোএসডি কার্ড স্লট, যার সাহায্যে ফোনের স্টোরেজ ২৫৬ জি‌বি পর্যন্ত বাড়িয়ে নিতে পারবেন ইউজাররা।

অপটিক্সের দিক থেকে এই ফোনে রয়েছে দুটি ক্যামেরা। প্রাইমারি সেন্সর হিসেবে থাকছে একটি ১৩ মেগা‌পি‌ক্সেল সেন্সর এবং সেকেন্ডারি ক্যামেরা হিসেবে রয়েছে একটি ২ মেগা‌পি‌ক্সে‌লের ডেপথ সেন্সর। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এই ফোনে একটি ৫ মেগা‌পি‌ক্সে‌লের ফ্রন্ট ফেসিং সেন্সর দেওয়া হয়েছে। এছাড়াও এই ফোনে থাকছে ৬০০০ এমএএইচ এর শক্তিশালী ব্যাটারি। সঙ্গে থাকছে ১০ ওয়া‌টের ফাস্ট চার্জিং সাপোর্ট।

কানেক্টিভিটির দিক থেকে এই ফোনে রয়েছে ৪‌জি এল‌টিই এবং একটি ৩.৫ মি‌লি‌মিটা‌রের হেডফোন জ্যাক। অনবোর্ড সেন্সর হিসেবে এই ফোনে রয়েছে অ্যাক্সিলারোমিটার, অ্যাম্বিয়্যান্ট লাইট এবং প্রক্সিমিটি সেন্সর। একটি রিয়ার-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ফেস আনলক সাপোর্ট রয়েছে ফোনটিতে।

বিডি প্রেসরিলিস / ২৩ অক্টোবর ২০২১ /এমএম  


LATEST POSTS
ওয়ালটন পণ্য কিনে ২০ লাখ টাকা পাওয়ার সুযোগ

Posted on অক্টোবর ১৩th, ২০২৪

ক্যানন আউটস্ট্যান্ডিং গ্রোথ অ্যাওয়ার্ড পেলো স্মার্ট টেকনোলজিস

Posted on অক্টোবর ১১th, ২০২৪

দক্ষিণ এশিয়া অঞ্চলে ডেলের সেরা পরিবেশক হলো স্মার্ট টেকনোলজিস

Posted on অক্টোবর ৫th, ২০২৪

ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত

Posted on অক্টোবর ৪th, ২০২৪

রূপায়ণ সিটি ও ইউনাইটেড ফাইন্যান্স লিমিটেডের মধ্যে চুক্তি স্বাক্ষর

Posted on অক্টোবর ৪th, ২০২৪

এশিয়ার শ্রেষ্ঠ স্যানিটারিওয়্যার প্রস্তুতকারকের স্বীকৃতি পেল রোসা

Posted on অক্টোবর ৪th, ২০২৪

ওয়ালটন নিয়ে এলো সোলার হাইব্রিড আইপিএস

Posted on অক্টোবর ৩rd, ২০২৪

শরতের খুশিতে রাঙানো সারা’র পূজা আয়োজন

Posted on অক্টোবর ৩rd, ২০২৪

৪০ হাজার কোটি টাকা পাচারের অভিযোগে উবার-পাঠাওকে নোটিশ

Posted on সেপ্টেম্বর ২৯th, ২০২৪

ঢাকা রিজেন্সির ৬ দিনের ট্যুরিজম ফেস্ট

Posted on সেপ্টেম্বর ২৬th, ২০২৪