নিজস্ব প্রতিবেদক :: বেঙ্গল গ্রুপ অব ইন্ড্রাস্টিজের অঙ্গ প্রতিষ্ঠান এজে ওভারসিস কোম্পানি লিমিটেড আয়োজিত ভিডিওজেট কাস্টমার মিট ২০২২ অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার (৭ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।শিল্প কারখানার উৎপাদনশীলতা বাড়ানো, গুণগতমান বজায় রাখা এবং সঠিক কোডিং ও মারকিং চিহ্ন প্রয়োগের লক্ষ্যে এ অনুষ্ঠানটির আয়োজন করেছে ভিডিওজেট টেকনোলজিস ইউএসএ।
অনুষ্ঠানে বেঙ্গল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ভাইস চেয়ারম্যান ও এফবিসিসিআই’র সম্মানিত প্রেসিডেন্ট জসিম উদ্দিন, এজে ওভারসিজ কোম্পানির হেড অব বিজনেস মামুনুর রশিদ, ভিডিওজেট টেকনোলজিসের ভারত ও দক্ষিণ এশিয়ার ব্যবস্থাপনা পরিচালক অসিত শাহ, অনুপ ওয়াধেরা এবং আল্পনা গুপ্তাসহ অন্যরা উপস্থিত ছিলেন।এতে ভিডিওজেটের পণ্য বিক্রয় ও পণ্যের বিভিন্ন সমস্যা সমাধানসহ পণ্যের গায়ে কোডিং, মার্কিংয়ের জন্য ইঙ্কজেট প্রিন্টার, থার্মাল ট্রান্সফার ওভারপ্রিন্ট, থারমাল ইঙ্কজেট এবং লেজার টেকনোলজিসহ বিভিন্ন প্রযুক্তিগত উদ্ভাবন ক্রেতাদের কাছে তুলে ধরা হয়।
বিডি প্রেসরিলিস / ১২ নভেম্বর ২০২২ /এমএম
Posted on ডিসেম্বর ৩rd, ২০২৪
Posted on ডিসেম্বর ৩rd, ২০২৪
Posted on নভেম্বর ২৬th, ২০২৪
Posted on নভেম্বর ২৬th, ২০২৪
Posted on নভেম্বর ১৭th, ২০২৪
Posted on নভেম্বর ১৭th, ২০২৪
Posted on নভেম্বর ১৭th, ২০২৪
Posted on নভেম্বর ৩rd, ২০২৪
Posted on নভেম্বর ৩rd, ২০২৪
Posted on নভেম্বর ৩rd, ২০২৪