Follow us

বাহারি পশুতে ভরপুর গাবতলী হাট

নিজস্ব প্রতিবেদক :: বাহারি কোরবানির পশুতে ভরেছে রাজধানীর গাবতলী হাট। দেশের নানা অঞ্চল থেকে বেপারিরা পশু নিয়ে এসেছেন। আঞ্চলিক হাটের তুলনায় রাজধানীতে ভালো দাম পাবেন, এমন প্রত্যাশা বিক্রেতাদের।তবে ক্রেতাদের উপস্থিতি বাড়লেও এখনও বাড়েনি বিক্রি। তুলনামূলক বেশি দামের কারণে হাটে এসেও গরু না কিনে ফিরে গেছেন অনেকে। শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত সরেজমিনে হাট ঘুরে এমন চিত্রই দেখা গেছে।

হাটে ক্রেতা সমাগম ছিল সকাল থেকেই। তবে তুলনামূলক বিক্রির হার কম। গরু দেখছেন, দরদাম করছেন। কিন্তু অধিকাংশ ক্রেতারই মিলছে না প্রত্যাশিত দাম।মিরপুর ১০ থেকে গরু কিনতে এসেছেন মোফাজ্জল হোসেন। তিনি ঢাকাটাইমসকে বলেন, ‘কয়েকটি গরু দেখলাম, দাম অতিরিক্ত মনে হচ্ছে। ভাবছি আাগামীকাল আরেকবার আসবো।’

বাড্ডা থেকে এসেছেন কাজী জাকির। তিনি বলেন, ‘বিক্রেতারা যে দাম চাচ্ছে, সেটা অনেক বেশি। দাম না কমালে বেশিরভাগ গরুই অবিক্রিত থাকবে এবার।’নিউ ইস্কাটন থেকে গাবতলী হাটে গরু কিনতে এসেছেন আমীরুল হক। তিনি বলেন, ‘যে দাম তাতে গরু কেনার অবস্থা নেই। বাজেটের অনেক উপরে যাওয়ার পরও বিক্রেতারা গরু ছাড়ছেন না।’বিক্রেতারা জানাচ্ছেন, তাদের লগ্নীকৃত টাকা না উঠলে কম দামে বিক্রি করলে লোকসান গুনতে হবে।

ঝিনাইদহ থেকে চারটি গরু নিয়ে এসেছেন আরিফুল মিয়া। দুটি বিক্রি করেছেন। তিনি ঢাকা টাইমসকে বলেন, ‘গরু অনুযায়ী আশানুরূপ দাম বলছেন না ক্রেতারা। আমার একেকটা গরুর পেছনে ৬০ থেকে ৭০ হাজার টাকা খরচ আছে। ক্রেতারা যদি সে দামই বলে তাহলে বিক্রি করবো কিভাবে?‘পাবনা থেকে ১৫টি গরু নিয়ে এসেছেন মোহাম্মদ সবদুল। ১০টি গরু বিক্রি করলেও হতাশা ব্যক্ত করেন তিনি। সবদুল বলেন, ‘গরুগুলো বিক্রি করে লাভ করতে পারিনি। বাড়িতে যে গরুর দাম হয়েছে চার লাখ, ঢাকায় এসে তার দাম হচ্ছে তিন লাখ টাকা। এ রকম হলে আমাদের আর ঢাকায় আসা হবে না।‘

আরেক বিক্রেতা ইব্রাহিম ব্যাপারি বলেন, ‘ক্রেতারা এসে দেখে দরদাম করে চলে যাচ্ছেন। সবার হয়তো দামে পোষাচ্ছে না। কিন্ত আমরা তো নিরুপায়। সবকিছুর খরচ যেভাবে বেড়েছে, গরুর দাম তো না বাড়িয়ে উপায় নেই। তবে হাটে ক্রেতা আছে, আশা করি আজ এবং কাল বিক্রি বাড়বে।’গাবতলী হাটের ইজারাদারের কর্মী সুমন রহমান বলেন, ‘গতকাল (বৃহস্পতিবার) রাত থেকে বিক্রি একটু বেড়েছে। তবে হাটে এখনো প্রচুর গরু আছে। সেই তুলনায় বিক্রি নেই। আশা করি শেষমুহূ্র্তে বিক্রি বাড়বে।‘

বিডি প্রেসরিলিস / ০৯ জুলাই ২০২২ /এমএম     


LATEST POSTS
তৃতীয়বারের মতো ‘সাফা গোল্ড অ্যাওয়ার্ড’ অর্জন ওয়ালটনের

Posted on নভেম্বর ১৭th, ২০২৪

ভিসার চারটি মর্যাদাপূর্ণ পুরস্কার জিতল ব্র্যাক ব্যাংক

Posted on নভেম্বর ১৭th, ২০২৪

রান্নার প্রস্তুতি সহজ করবে মিনিস্টার মিক্সার গ্রাইন্ডার

Posted on নভেম্বর ১৭th, ২০২৪

এসিআই ফুডস অ্যান্ড কমোডিটি ব্র্যান্ডস-এর নতুন চিফ বিজনেস অফিসার

Posted on নভেম্বর ৩rd, ২০২৪

ডিবিএল সিরামিকস এবং এডিসন রিয়েল এস্টেটের মধ্যে চুক্তি

Posted on নভেম্বর ৩rd, ২০২৪

এনবিএ’এর আয়োজনে সংবাদ উপস্থাপকদের নিয়ে কর্মশালা

Posted on নভেম্বর ৩rd, ২০২৪

রূপায়ণ সিটি ও মিটাস মেডিকেলের মধ্যে চুক্তি স্বাক্ষর

Posted on অক্টোবর ৩০th, ২০২৪

ওয়ালটনের ১২০ কিমি রেঞ্জের নতুন ই-বাইক

Posted on অক্টোবর ৩০th, ২০২৪

ওয়ালটন ফ্রিজ কিনে ২০ লাখ টাকা পেলেন মোটরশ্রমিক রানা

Posted on অক্টোবর ৩০th, ২০২৪

স্তন ক্যান্সার সচেতনতায় প্রাভা হেলথের ‘পিঙ্ক টুগেদার’

Posted on অক্টোবর ৩০th, ২০২৪