নিজস্ব প্রতিবেদক :: প্রায় দুবছর আগে বাংলাদেশে যাত্রা শুরু করে adbliv। এই পথচলা এ পর্যন্ত অনেক ব্র্যান্ড এবং পাবলিশার্স adbliv-এর সাথে যুক্ত ছিল। ব্র্যান্ড গুলো তাদের চাহিদা মতো সাধারণ ব্যানার অ্যাড ,রিচ মিডিয়া অ্যাড সহ আরো অনেক নতুন নতুন ক্যাম্পেইন করেছে। adbliv জানিয়েছে, শুরু থেকেই তাদের মূল মন্ত্র ছিল স্বচ্ছতা এবং বিশ্বাসযোগ্যতা বজায় রাখা। তারা এখনো সে মূলমন্ত্র বজায় রাখার চেষ্টা করে যাচ্ছে।
দুই বছর পূর্তির শুভেচ্ছা বিনিময় কালে প্রতিষ্ঠানটির ম্যানেজিং ডিরেক্টর (কে.এম. আমিনুর রহমান ) বলেন, ‘adbliv শুরু থেকেই সকল ব্র্যান্ড এবং পাবলিশার্সদের নিয়ে একসাথে কাজ করে আসছে যথেষ্ট সুনামের সাথে।’ আর সামনেও এই ধারা অব্যাহত রেখে এগিয়ে যাবার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। সামনের দিনগুলোতে আরো নতুন রূপে adbliv কে দেখতে পাবেন বলেও আশা ব্যক্ত করেন। আর adbliv এর রিসার্চ এবং টেক টিম তাদের নেটওয়ার্ক প্লাটফর্ম কেও ঢেলে সাজাচ্ছেন ,যার সুফল ব্র্যান্ড এবং পাবলিশার্স গুলা ভোগ করতে পারে।
বিডি প্রেসরিলিস / ২০ আগস্ট ২০২৩ /এমএম
Posted on ডিসেম্বর ৩rd, ২০২৪
Posted on ডিসেম্বর ৩rd, ২০২৪
Posted on নভেম্বর ২৬th, ২০২৪
Posted on নভেম্বর ২৬th, ২০২৪
Posted on নভেম্বর ১৭th, ২০২৪
Posted on নভেম্বর ১৭th, ২০২৪
Posted on নভেম্বর ১৭th, ২০২৪
Posted on নভেম্বর ৩rd, ২০২৪
Posted on নভেম্বর ৩rd, ২০২৪
Posted on নভেম্বর ৩rd, ২০২৪