Follow us

বাংলাদেশে ব্লেন্ডিং সেন্টার স্থাপনের পরিকল্পনা নিয়েছে সিগওয়ার্ক

নিজস্ব প্রতিবেদক :: ঢাকায় নিজেদের ব্লেন্ডিং সেন্টার স্থাপন করতে যাচ্ছে প্যাকেজিং ও লেবেল শিল্পে প্রিন্টিং ইঙ্ক তৈরিতে বিশ্বের নেতৃত্বস্থানীয় প্রতিষ্ঠান সিগওয়ার্ক। এ বছরের চতুর্থ প্রান্তিক নাগাদ সেন্টারটি পূর্ণোদ্যমে উৎপাদনে যাবে বলে আশা করা যাচ্ছে। বাংলাদেশে নতুন এই কারখানাটি স্থাপনের মধ্য দিয়ে স্থানীয় বাজারে নিজেদের শক্ত অবস্থান তৈরির পাশাপাশি সমগ্র এশিয়ার বাজারেই নিজেদের অবস্থান পাকাপোক্ত করতে চায় সিগওয়ার্ক। সম্প্রতি রাজধানীতে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় প্রতিষ্ঠানটি।
নব্বই দশকের মাঝামাঝি সময় থেকে বাংলাদেশের প্রিন্টিং শিল্পকে প্রয়োজনীয় রসদ সরবরাহ করে চলেছে উল্লেখ করে সিগওয়ার্ক বাংলাদেশ লিমিটেডের পরিচালক আশীষ প্রধান বলেন, ‘আমরা ইতিমধ্যে বাংলাদেশে ক্রমবর্ধমানভাবে গ্রাহক তৈরিতে সক্ষম হয়েছি। আমাদের চলমান ব্যবসায়িক মডেল অনুযায়ী, চাহিদামাফিক প্রিন্টিং ইঙ্ক আমরা আমাদের ভারতের কারখানা থেকে বাংলাদেশে আমদানি করে থাকি। নতুন এই সেন্টারটি স্থাপিত হলে বাংলাদেশেই সলভেন্ট ও ওয়াটারবেজড ইঙ্ক, ইউভি এবং কনভেনশনাল অফসেট ইঙ্ক- এর ব্লেন্ডিং করবার কাজটি সম্পন্ন করা যাবে।’
তিনি আরও বলেন, ‘বর্তমান ব্যবস্থায় স্থানীয় ক্রেতাদের আলাদা ধরনের চাহিদাগুলো পূরণে ও দ্রুততর সমাধান দিতে আমাদের কিছু সীমাবদ্ধতা রয়ে গেছে তাই এই সমস্যা নিরসন করতে দেশেই নতুন একটি ব্লেন্ডিং সেন্টার স্থাপন করা হচ্ছে। এর ফলে দেশের ক্রেতাদের দেশের মাটিতে বসেই দ্রুততম সময়ে বিশ্বমানের কারিগরি সহায়তা দিতে সক্ষম হবে সিগওয়ার্ক।’
পণ্য নিরাপত্তা বিশ্বে শীর্ষস্থাস্থানীয় এ প্রতিষ্ঠানটি বাংলাদেশে স্থাপিত নতুন এ ব্লেন্ডিং সেন্টারটিকে যেকোন মূল্যে ক্ষতিকর টলুয়েন মুক্ত পরিবেশ বজায় রাখতে বদ্ধপরিকর। এ সেন্টারে উৎপাদিত ইঙ্ক গ্লোবাল মানদ- অনুযায়ী শতভাগ কমপ্লায়েন্ট হবে এবং বায়ার ব্র্যান্ডসমূহের নিজস্ব মানদ- অনুসরণ করার সুবিধা থাকবে এ ব্লেন্ডিং সেন্টারে।
গ্লোবাল প্রোডাকশন ও সার্ভিস নেটওয়ার্কের আওতায় কাঁচামাল ও ইন্টারমিডিয়ারি প্রোডাক্টের অভিন্নতা রক্ষা করে সিগওয়ার্ক বিশ্বের ১৫টি স্থানে সেন্টার অব এক্সেলেন্সে বেসিক কালার ও বার্নিশসমূহ উৎপাদন করে থাকে এবং বিশ্বের ৩০টি স্থানে স্থাপিত ব্লেন্ডিং সেন্টারের মাধ্যমে ক্রেতাদের আকাক্সিক্ষত সময়ের মাঝে চাহিদামাফিক শেডের প্রিন্টিং ইঙ্ক সরবরাহ করে সিগওয়ার্ক।

বিডি প্রেস রিলিস/০৮ এপ্রিল ২০১৯/ এমএম


LATEST POSTS
ল্যাক্সফো’র নতুন রিচার্জেবল ফ্যান উন্মোচন

Posted on ফেব্রুয়ারি ৬th, ২০২৫

ঢাকা ট্রাভেল মার্টে ফার্স্টট্রিপের B2C প্ল্যাটফর্ম উদ্বোধন

Posted on ফেব্রুয়ারি ৬th, ২০২৫

মুক্তি পেল ‘মুক্তি: জেন জেড রেভ্যুলেশন’ সিরিজের প্রথম পর্ব

Posted on জানুয়ারি ৮th, ২০২৫

দেশের বেস্ট বেভারেজ ব্র্যান্ড এখন মোজো

Posted on জানুয়ারি ১st, ২০২৫

সর্বোচ্চ রেমিট্যান্স গ্রহীতার স্বীকৃতি পেল ইসলামী ব্যাংক

Posted on ডিসেম্বর ৩rd, ২০২৪

সুজুকির ২৫০ সিসির দুই মোটরসাইকেল এখন দেশের বাজারে

Posted on ডিসেম্বর ৩rd, ২০২৪

মাস্টারকার্ড এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেলো আরএফএল বেস্ট বাই

Posted on নভেম্বর ২৬th, ২০২৪

শীতে উষ্ণতার যোগান দিতে ‘সারা’র শীতপোশাকের সম্ভার

Posted on নভেম্বর ২৬th, ২০২৪

তৃতীয়বারের মতো ‘সাফা গোল্ড অ্যাওয়ার্ড’ অর্জন ওয়ালটনের

Posted on নভেম্বর ১৭th, ২০২৪

ভিসার চারটি মর্যাদাপূর্ণ পুরস্কার জিতল ব্র্যাক ব্যাংক

Posted on নভেম্বর ১৭th, ২০২৪