Follow us

বাংলাদেশে টিকটকের ‘ক্লাইমেট অ্যাকশন’ ক্যাম্পেইন

নিজস্ব প্রতিবেদক ::  জনপ্রিয় প্ল্যাটফর্ম টিকটক, সম্প্রতি গ্লোবাল ইয়ুথ লিডারশিপ সেন্টারের (জিওয়াইএলসি) সঙ্গে জলবায়ু নিয়ে কাজ শুরু করেছে।জিওয়াইএলসি একটি আন্তর্জাতিক অলাভজনক সংস্থা যা জলবায়ু সংকট মোকাবিলায় বিশ্বের তরুণদের একত্র করে। জিওয়াইএলসি’র সঙ্গে পার্টনারশিপের মধ্য দিয়ে টিকটক চালু করেছে ‘টিকটক ফর ক্লাইমেট অ্যাকশন’ ক্যাম্পেইন। ক্যাম্পেইনটির কর্মসূচি চলবে সারা বছরজুড়ে। যেখানে বাংলাদেশের তরুণদের দেয়া হবে জলবায়ু বিষয়ক শিক্ষা এবং শেখানো হবে লিডারশিপ ডেভেলপমেন্ট। রূপান্তরমূলক প্রকল্পের জন্য লোকাল এক্সিকিউটিং পার্টনার হিসেবে এতে কাজ করবে বাংলাদেশ ইয়ুথ লিডারশিপ সেন্টার (বিওয়াইএলসি)।

‘টিকটক ফর ক্লাইমেট অ্যাকশন’ উদ্যোগে আয়োজন করা হবে ১০টি কর্মশালা। এতে যুক্ত থাকবেন বহু শিক্ষাবিদ, জলবায়ু বিজ্ঞানী, মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ এবং সরকারী পর্যায়ের ব্যাক্তিবর্গ। অন্তর্ভুক্তিকরণ, যোগাযোগ স্থাপন এবং সক্রিয় নাগরিকত্ব সম্পর্কে বাংলাদেশের তরুণ-তরুণীদের উৎসাহিত করতে এই কর্মশালাগুলো একটি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।

টিকটক প্ল্যাটফর্ম মতামত প্রকাশের জন্য একটি মাধ্যম হয়ে উঠেছে। পরিবেশ এবং টেকসই খাতের জরুরি বিষয়গুলো অনেকেই তুলে ধরছেন এই প্ল্যাটফর্মে। যেখানে টিকটক কমিউনিটির ক্রিয়েটররা কথা বলে থাকে সচেতনতা বৃদ্ধি, অনুপ্রেরণামূলক পদক্ষেপ এবং পৃথিবীকে উন্নত করার জন্য। এনার্জি-সেইভিং, টেকসই উন্নয়ন, উন্নত জীবনযাত্রা এবং দৈনন্দিন বর্জ্য নির্মূল সম্পর্কে পরামর্শ দিয়ে থাকে টিকটকের ক্রিয়েটররা এবং প্রতিষ্ঠানগুলো। সাসটেইনেবিলিটি এবং ক্লাইমেট অ্যাকশন নিয়ে সচেতনতা বাড়াতে টিকটক বিশ্বজুড়ে চালাচ্ছে #ClimateAction ক্যাম্পেইন। যার মাধ্যমে অন্য কমিউনিটিগুলো জলবায়ু বিষয়ক কথোপকথনে এবং পদক্ষেপ গ্রহণে যুক্ত হতে পারছে। কপ-২৬ এর প্রচারাভিযান শুরু হওয়ার পর থেকে বিশ্বব্যাপী ২ বিলিয়ন ভিডিও ভিউ হয়েছে হ্যাশট্যাগ ক্লাইমেট অ্যাকশন।

বাংলাদেশে অন্যতম একটি উদ্বেগের বিষয় হল জলবায়ু পরিবর্তন। এটি মোকাবিলার উদ্দেশ্যে দেশজুড়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষামূলক কর্মশালা চালু করা হবে। কর্মশালার সেশনগুলোর লক্ষ্য হল জলবায়ু-সম্পর্কিত সমস্যাগুলো অংশগ্রহণকারীদের গভীরভাবে বোঝানো। এছাড়া, ব্যক্তিগত এবং পদ্ধতিগত উভয় স্তরে কার্যকর পদক্ষেপগুলো নিয়ে এই কর্মশালায় কাজ করা হবে।

বিডি প্রেসরিলিস / ২৪ সেপ্টেম্বের ২০২৩ /এমএম   


LATEST POSTS
সর্বোচ্চ রেমিট্যান্স গ্রহীতার স্বীকৃতি পেল ইসলামী ব্যাংক

Posted on ডিসেম্বর ৩rd, ২০২৪

সুজুকির ২৫০ সিসির দুই মোটরসাইকেল এখন দেশের বাজারে

Posted on ডিসেম্বর ৩rd, ২০২৪

মাস্টারকার্ড এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেলো আরএফএল বেস্ট বাই

Posted on নভেম্বর ২৬th, ২০২৪

শীতে উষ্ণতার যোগান দিতে ‘সারা’র শীতপোশাকের সম্ভার

Posted on নভেম্বর ২৬th, ২০২৪

তৃতীয়বারের মতো ‘সাফা গোল্ড অ্যাওয়ার্ড’ অর্জন ওয়ালটনের

Posted on নভেম্বর ১৭th, ২০২৪

ভিসার চারটি মর্যাদাপূর্ণ পুরস্কার জিতল ব্র্যাক ব্যাংক

Posted on নভেম্বর ১৭th, ২০২৪

রান্নার প্রস্তুতি সহজ করবে মিনিস্টার মিক্সার গ্রাইন্ডার

Posted on নভেম্বর ১৭th, ২০২৪

এসিআই ফুডস অ্যান্ড কমোডিটি ব্র্যান্ডস-এর নতুন চিফ বিজনেস অফিসার

Posted on নভেম্বর ৩rd, ২০২৪

ডিবিএল সিরামিকস এবং এডিসন রিয়েল এস্টেটের মধ্যে চুক্তি

Posted on নভেম্বর ৩rd, ২০২৪

এনবিএ’এর আয়োজনে সংবাদ উপস্থাপকদের নিয়ে কর্মশালা

Posted on নভেম্বর ৩rd, ২০২৪