নিজস্ব প্রতিবেদক :: ‘হোম মেইড’ খাবারের অনলাইন মার্কেটপ্লেস ফুডপিয়নে অ্যাপের মাধ্যমেও খাবারের অর্ডার করা যাচ্ছে। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা মাহদী হাসান জানান, গ্রাহকদের চাহিদার কথা মাথায় রেখে সম্প্রতি প্রকাশ করা হয়েছে ফুডপিয়নের অ্যান্ড্রয়েড অ্যাপ। অ্যাপ প্রকাশের আগ পর্যন্ত গত বছর চালু হওয়া এই অনলাইন ফুড মার্কেটের ওয়েবসাইটে লোকেশন অনুযায়ী লোকাল শেফদের মেনু থেকে স্বাস্থ্যকর হোমমেইড খাবার অর্ডার করলে প্রতিষ্ঠানটি তা গ্রাহকের বাসায় পৌঁছে দিতো।
ফুডপিয়নের স্লোগান হচ্ছে ‘প্রতিবেশি কিচেন থেকে হোমমেইড খাবার অর্ডার করুন।’ প্রতিষ্ঠানটি মূলত রাজধানীর বিভিন্ন নারী উদ্যোক্তার তৈরিকৃত ‘হোম মেইড’ খাবার গ্রাহকের কাছে সরবরাহ করে থাকে। বর্তমানে ফুডপিয়নের সঙ্গে যুক্ত আছেন শতাধিক নারী উদ্যোক্তা, যারা নিজেদের বাসার কিচেনে তৈরিকৃত খাবার রান্না করছেন গ্রাহকের চাহিদা অনুযায়ী। অনলাইনে প্রকাশকৃত তাদের মেনুগুলোতে রয়েছে প্রায় ১৫০০ রকমের খাবার।
অ্যাপ বা ওয়েবসাইটে প্রবেশ করে মেনু থেকে ছবি, মূল্য, নূন্যতম অর্ডার নম্বর, রান্নার সময় দেখে গ্রাহকেরা অর্ডার করার পরপরই খাবার তৈরি করা হয়। আর তাই অর্ডার করার পর মেনু ভেদে সাধারণত ২ থেকে ৬ ঘন্টার মাঝেই খাবার পেয়ে থাকেন গ্রাহকেরা। এখন পর্যন্ত রাজধানীর বেশিরভাগ এলাকায় এ সেবা দিচ্ছে ফুডপিয়ন।
ফুডপিয়নের অ্যাপ নামানোর ঠিকানা : https://play.google.com/store/apps/details?id=com.dcastalia.foodpeon
বিস্তারিত : www.foodpeon.com
(বিডি প্রেস রিলিস/১৬ আগস্ট ২০১৮/এসএম)
Posted on ফেব্রুয়ারি ৬th, ২০২৫
Posted on ফেব্রুয়ারি ৬th, ২০২৫
Posted on জানুয়ারি ৮th, ২০২৫
Posted on জানুয়ারি ১st, ২০২৫
Posted on ডিসেম্বর ৩rd, ২০২৪
Posted on ডিসেম্বর ৩rd, ২০২৪
Posted on নভেম্বর ২৬th, ২০২৪
Posted on নভেম্বর ২৬th, ২০২৪
Posted on নভেম্বর ১৭th, ২০২৪
Posted on নভেম্বর ১৭th, ২০২৪