Follow us

ফরিদপুর-১ আসনে দোলনের পক্ষে গণজোয়ার

নিজস্ব প্রতিবেদক ::‌ আলফাডাঙ্গা, বোয়ালমারী ও মধুখালী উপজেলা নিয়ে গঠিত ফরিদপুর-১ আসনে স্বতন্ত্র প্রার্থী আরিফুর রহমান দোলনের পক্ষে বাঁধভাঙা গণজোয়ার সৃষ্টি হয়েছে। আনুষ্ঠানিক ভাবে নির্বাচনী প্রচার শুরুর পর থেকে জেলা, উপজেলা, ইউনিয়নের সিংহভাগ নেতাকর্মী তাকে সাদরে গ্রহণ করেছেন।

দোলনের গণসংযোগ, উঠান বৈঠক, পথসভা ও নির্বাচনী সভায় সর্বস্তরের হাজার হাজার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। ঈগল মার্কার প্রচারে সকল শ্রেণি-পেশার মানুষের ভালোবাসায় সিক্ত হচ্ছেন হেভিওয়েট স্বতন্ত্র এ প্রার্থী।

নির্বাচনী প্রচারের সপ্তদশ দিনে বৃহস্পতিবার আলফাডাঙ্গা, বোয়ালমারী ও মধুখালীতে দোলনের ঈগল মার্কার পক্ষে গণসংযোগ ও সভা হয়। এসব কর্মসূচিতে হাজার-হাজার জনতা ঈগল মার্কাকে সমর্থন জানিয়ে মিছিল সহকারে ঈগল মার্কার প্রার্থীর সঙ্গে যোগ দেন। দোলন প্রত্যন্ত এলাকা ঘুরে ঘুরে সর্বসাধারণের সঙ্গে কুশল বিনিময় করেন।

বিভিন্ন পথসভায় দেওয়া বক্তব্যে দোলন পবিত্র কাবা শরীফ ছুঁয়ে তাঁর শপথের কথা পুনর্ব্যক্ত করেন। বলেন, ‘আপনারা আমাকে এমপি বানালে বেতন-ভাতার এক টাকাও নিজের জন্য ব্যয় করবো না। ফরিদপুর-১ আসনের হতদরিদ্র মানুষের কল্যাণে বিলিয়ে দেবো।’
দোলনের কাছে স্থানীয় জনগণ নানা সমস্যার কথা তুলে ধরেন। নির্বাচনে জয়লাভ করলে সকল সমস্যা সমাধানের চেষ্টা করবেন বলে ভোটারদের আশ্বাস দেন স্বতন্ত্র এ প্রার্থী। পথসভায় স্থানীয় আওয়ামী লীগ এবং সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ ঈগল মার্কায় ভোট প্রার্থনা করেন।

ঢাকা টাইমস সম্পাদক ও কাঞ্চন মুন্সী ফাউন্ডেশনের চেয়ারম্যান দোলন তাঁর প্রতি অকুণ্ঠ সমর্থন দেওয়ায় জনতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি ফরিদপুর-১ আসনের সর্বস্তরের মানুষের অধিকার ও সম্মান প্রতিষ্ঠা করতে আগামী ৭ জানুয়ারি ঈগল মার্কায় ভোট প্রার্থনা করেন।

দোলন বলেন, ‘আমি সবসময় সাধারণ মানুষের সম্মানের কথা বলি। শান্তির কথা বলি। উন্নয়নের কথা বলি। মানবিকতার কথা বলি। আমি এমপি নির্বাচিত হলে সকলের অধিকার ও সম্মান প্রতিষ্ঠা করবো। ইনশাআল্লাহ।’

প্রসঙ্গত, ফরিদপুর-১ আসনে স্বতন্ত্র প্রার্থী আরিফুর রহমান দোলনের পক্ষে তিন উপজেলার আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতারা কাজ করার প্রকাশ্য ঘোষণা দিয়েছেন। ফলে নির্বাচনে তরুণ রাজনীতিক দোলন বিজয়ের পথে অন্য প্রার্থীর চেয়ে এগিয়ে রয়েছেন।

কৃষক লীগের সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি দোলনের রয়েছে ক্লিন ইমেজ আর জনসমর্থন। অন্যদিকে গত দুই দশক ধরে নিরলস ভাবে ফরিদপুর-১ আসনে নানান উন্নয়ন কর্মকাণ্ড চালিয়েছেন তিনি। এসব কর্মকাণ্ডের সুফলভোগী হাজার হাজার সাধারণ মানুষ। জনদরদী নেতা দোলন এমপি হলে ফরিদপুর-১ আসনের উন্নয়নচিত্র বদলে যাবে বলে বিশ্বাস ভোটারদের।

বিডি প্রেসরিলিস /০৪ জানুয়ারি ২০২৪ /এমএম  


LATEST POSTS
সর্বোচ্চ রেমিট্যান্স গ্রহীতার স্বীকৃতি পেল ইসলামী ব্যাংক

Posted on ডিসেম্বর ৩rd, ২০২৪

সুজুকির ২৫০ সিসির দুই মোটরসাইকেল এখন দেশের বাজারে

Posted on ডিসেম্বর ৩rd, ২০২৪

মাস্টারকার্ড এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেলো আরএফএল বেস্ট বাই

Posted on নভেম্বর ২৬th, ২০২৪

শীতে উষ্ণতার যোগান দিতে ‘সারা’র শীতপোশাকের সম্ভার

Posted on নভেম্বর ২৬th, ২০২৪

তৃতীয়বারের মতো ‘সাফা গোল্ড অ্যাওয়ার্ড’ অর্জন ওয়ালটনের

Posted on নভেম্বর ১৭th, ২০২৪

ভিসার চারটি মর্যাদাপূর্ণ পুরস্কার জিতল ব্র্যাক ব্যাংক

Posted on নভেম্বর ১৭th, ২০২৪

রান্নার প্রস্তুতি সহজ করবে মিনিস্টার মিক্সার গ্রাইন্ডার

Posted on নভেম্বর ১৭th, ২০২৪

এসিআই ফুডস অ্যান্ড কমোডিটি ব্র্যান্ডস-এর নতুন চিফ বিজনেস অফিসার

Posted on নভেম্বর ৩rd, ২০২৪

ডিবিএল সিরামিকস এবং এডিসন রিয়েল এস্টেটের মধ্যে চুক্তি

Posted on নভেম্বর ৩rd, ২০২৪

এনবিএ’এর আয়োজনে সংবাদ উপস্থাপকদের নিয়ে কর্মশালা

Posted on নভেম্বর ৩rd, ২০২৪