Follow us

প্রেম’স কালেকশনের সামার ফ্যাশন শো

PC-NBA-2

নিজস্ব প্রতিবেদক :: প্রকৃতিতে গরম হাওয়া বইতে শুরু করেছে। পুরোপুরি গরম পড়ার আগেই গরমের আরামদায়ক পোশাকের এক বিশেষ ফ্যাশন শো’র আয়োজন করেছিল উপমহাদেশের অভিজাত ফ্যাশন হাউজ প্রেমস কালেকশন্স। রাজধানীর গুলশান ক্লাবে শুক্রবার রাতে নিউজ ব্রডকাস্টার অ্যাসোসিয়েশনের ৭ম বর্ষপূর্তিতে সরকারি-বেসরকারি টেলিভিশন চ্যানেল ও রেডিওর সংবাদ পাঠক এবং পাঠিকাদের অংশগ্রহণে এই মনোজ্ঞ ফ্যাশন শো অনুষ্ঠিত হয়।

পুরো ফ্যাশন শো মোট ৫টি কিউতে নানা ধরনের পোশাক তুলে ধরেন ব্রডকাস্টার স্টপাররা। এতে প্রেমস কালেকশনের এক্সক্লুসিভ গাউন, গরমের আরামদায়ক পাঞ্জাবী, এক্সক্লূসিভ সেলওয়ার কামিজ, থ্রিপিস, যুগল ম্যাচিং আনারকলি, এছাড়াও বৈশাখের নরম সুতি কাপড়ে আবহমান বাংলার নানা রূপ ও বৈচিত্র তুলে ধরেন নিউজ ব্রডকাস্টার জাবেদ কারদার, আতিক, আসাদ, রাজ, পলাশ, রাজিউর রহমান, রোমানা, মনি, হ্যাপী, চামেলী, কনক, শীলা, নাজনীন, তাবাস্সুম, সিফাত, ইশিকা ও পলি।

ফ্যাশন শো’র এক পর্যায়ে প্রেমস কালেকশনের ডিরেক্টর এবং প্রধান ডিজাইনার প্রেম বম্বানি শুভেচ্ছা বলেন, প্রেমস কালেকশন আমার স্বপ্নের প্রতিষ্ঠান। বাংলাদেশের আবহাওয়া এবং আপনাদের চাহিদার কথা মাথায় রেখে চলতি গরমে উজ্জ্ল রংকে প্রাধান্য দিয়ে উপমহাদেশের বাছাইকরা আরামদায়ক সব পোশাকই নিয়ে এসেছি প্রেমস কালেকশনে। এর মধ্যে বৈশাখের এক্সক্লুসিভ কালেকশন অন্যতম। আপনাদের অবগতির জন্য জানাতে চাই, ‘পদ্মাবত’ সিনেমার ওয়্যারড্রব কপিরাইট প্রেমস কালেকশনের। আগামী সপ্তাহ থেকে বাংলাদেশি ক্রেতাদের জন্য পদ্মাবত সিনেমায় ব্যবহৃত সব পোশাক পাওয়া যাবে প্রেমস কালেকশন।

পুরো ফ্যাশন শো এবং অনুষ্ঠান উপভোগ করতে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। অনুষ্ঠানের শুরুতে নেপালে বিমান দুর্ঘটনায় নিহত সাংবাদিক ফয়সালের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। এ ছাড়া বেশ কজন রাজনৈতিক ও গণমাধ্যম ব্যক্তিত্ব এবং বিদেশি কূটনীতিক অনুষ্ঠানে অংশ নেন। এনবিএ’র সভাপতি মুনিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক চৌধুরী দৌলত মোহাম্মদ জাফরী ও প্রেমস কালেকশনের কোরিওগ্রাফার পায়েল।

(বিডি প্রেস রিলিস/২৪ মার্চ/এসএম)


LATEST POSTS
ল্যাক্সফো’র নতুন রিচার্জেবল ফ্যান উন্মোচন

Posted on ফেব্রুয়ারি ৬th, ২০২৫

ঢাকা ট্রাভেল মার্টে ফার্স্টট্রিপের B2C প্ল্যাটফর্ম উদ্বোধন

Posted on ফেব্রুয়ারি ৬th, ২০২৫

মুক্তি পেল ‘মুক্তি: জেন জেড রেভ্যুলেশন’ সিরিজের প্রথম পর্ব

Posted on জানুয়ারি ৮th, ২০২৫

দেশের বেস্ট বেভারেজ ব্র্যান্ড এখন মোজো

Posted on জানুয়ারি ১st, ২০২৫

সর্বোচ্চ রেমিট্যান্স গ্রহীতার স্বীকৃতি পেল ইসলামী ব্যাংক

Posted on ডিসেম্বর ৩rd, ২০২৪

সুজুকির ২৫০ সিসির দুই মোটরসাইকেল এখন দেশের বাজারে

Posted on ডিসেম্বর ৩rd, ২০২৪

মাস্টারকার্ড এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেলো আরএফএল বেস্ট বাই

Posted on নভেম্বর ২৬th, ২০২৪

শীতে উষ্ণতার যোগান দিতে ‘সারা’র শীতপোশাকের সম্ভার

Posted on নভেম্বর ২৬th, ২০২৪

তৃতীয়বারের মতো ‘সাফা গোল্ড অ্যাওয়ার্ড’ অর্জন ওয়ালটনের

Posted on নভেম্বর ১৭th, ২০২৪

ভিসার চারটি মর্যাদাপূর্ণ পুরস্কার জিতল ব্র্যাক ব্যাংক

Posted on নভেম্বর ১৭th, ২০২৪