নিজস্ব প্রতিবেদক :: সম্প্রতি ঢাকার বিভিন্ন স্থানে সাতটি উপশাখা উদ্বোধন করেছে দি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড।উপশাখাগুলো হলো ভাষানটেক (বনানী শাখার নিয়ন্ত্রণাধীন); মান্ডা (দিলকুশা কর্পোরেট শাখার নিয়ন্ত্রণাধীন); সবুজবাগ (দিলকুশা শাখার নিয়ন্ত্রণাধীন); মাদারটেক (দিলকুশা শাখার নিয়ন্ত্রণাধীন); ফুলবাড়িয়া (গরিব ই নেওয়াজ শাখার নিয়ন্ত্রণাধীন); ফায়দাবাদ (উত্তরা শাখার নিয়ন্ত্রণাধীন); কামরাঙ্গীরচর (ঢাকা নিউ মার্কেট শাখার নিয়ন্ত্রণাধীন)।
প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে ভাষানটেক উপশাখার উদ্বোধন করেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও জেনারেল সার্ভিস বিভাগের প্রধান জনাব সৈয়দ নওশের আলী।অনুষ্ঠানে অন্যদের মধ্যে ব্যাংকের ইভিপি এবং ব্রান্ড মার্কেটিং ও কমিউনিকেশন বিভাগের প্রধান জনাব মোঃ তারেক উদ্দিনসহ ব্যাংকের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, স্থানীয় বিশিষ্ট ব্যবসায়ীবৃন্দ, গ্রাহক এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ফুলবাড়িয়া উপশাখা উদ্বোধন করেন ব্যাংকের এসইভিপি ও এসএমই এবং কৃষি ঋণ বিভাগের বিভাগীয় প্রধান জনাব মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন। সবুজবাগ এবং মাদারটেক উপশাখাসমূহের উদ্বোধন করেন ব্যাংকের এসইভিপি ও দিলকুশা শাখার প্রধান জনাব আব্দুল বাতিন চৌধুরী।ফায়দাবাদ উপশাখা উদ্বোধন করেন ব্যাংকের কর্পোরেট ব্যাংকিং বিভাগের ইভিপি জনাব মোঃ হাসানুল হোসাইন। মান্ডা উপশাখা উদ্বোধন করেন ব্যাংকের এসভিপি ও দিলকুশা কর্পোরেট শাখার প্রধান জনাব আব্দুল মান্নান খান।
বিডি প্রেসরিলিস / ১৫ নভেম্বর ২০২১ /এমএম
Posted on ফেব্রুয়ারি ৬th, ২০২৫
Posted on ফেব্রুয়ারি ৬th, ২০২৫
Posted on জানুয়ারি ৮th, ২০২৫
Posted on জানুয়ারি ১st, ২০২৫
Posted on ডিসেম্বর ৩rd, ২০২৪
Posted on ডিসেম্বর ৩rd, ২০২৪
Posted on নভেম্বর ২৬th, ২০২৪
Posted on নভেম্বর ২৬th, ২০২৪
Posted on নভেম্বর ১৭th, ২০২৪
Posted on নভেম্বর ১৭th, ২০২৪