Follow us

নারী কর্মীদের মনোসামাজিক উন্নয়নে পেপারফ্লাইয়ের উদ্যোগ

 

নিজস্ব প্রতিবেদক ::  নারী কর্মীদের মনোসামাজিক ক্ষেত্রে উন্নয়ন বিষয়ে জ্ঞান বিনিময় সভা করলো দেশের প্রযুক্তিখাতের সবচেয়ে বড় লজিস্টিক নেটওয়ার্ক পেপারফ্লাই।সম্প্রতি অনুষ্ঠিত ‘ডিভাস অন দ্য রাইজ’ শিরোনামের অধিবেশনে পেপারফ্লাইয়ের নারী কর্মীরা স্বাস্থ্য, কর্মজীবন এবং কখনও কখনও ব্যক্তিগত বিষয় নিয়েও আলোচনা করেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।পেপারফ্লাই প্রতি বছরে তিনবার তাদের মহিলা কর্মী যারা ‘ফ্লাইডিভাস’ নামে বেশি পরিচিত তাদের জন্য এ ধরনের সেশনের ব্যাবস্থা করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইকম এক্সপ্রেসের কো-ফাউন্ডার মঞ্জু ধাওয়ান। বিশেষ অতিথি হিসেবে যোগ দেন মাইন্ডশেয়ার বাংলাদেশের এক্সিকিউটিভ ডিরেক্টর তাসনুভা আহমেদ এবং ব্র্যাক ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সামিনা ডি. আমিন।সভায় আরও উপস্থিত ছিলেন পেপারফ্লাই হিউম্যান রিসোর্স ম্যানেজার নাসিমা আহমেদ, অ্যাসিস্টেন্ট ম্যানেজার আবিদা চৌধুরী এবং মার্কেটিং কমিউনিকেশনের অ্যাসিস্টেন্ট ম্যনেজার মোশারাত আহমেদ মেহেক।

অধিবেশনে বক্তারা মেয়েদের আত্মবিশ্বাস বাড়ানোর উপর জোর দিয়ে বলেন, মহিলা কর্মীদের উচিৎ অফিসে তাদের সহকর্মীদের সাথে যোগাযোগ উন্নয়নের মাধ্যমে অফিসে ভারসম্যপূর্ণ পরিবেশ বজায় রাখা।ইকম এক্সপ্রেসের কো-ফাউন্ডার মঞ্জু ধাওয়ান বলেছেন, ‘চ্যালেঞ্জ বলে কোনো শব্দ থাকা উচিত নয়। আমাদের সব কিছু করার ইচ্ছাশক্তি থাকতে হবে।’ব্যাংকার সামিনা ডি. আমিন বলেন, ‘সবকিছুই নির্ভর করে ইচ্ছার উপর। আমাদের শুধু নিজের আত্ম-শক্তিকে জাগ্রত করে সঠিক ভাবে এগিয়ে যেতে হবে।’

দীর্ঘদিনের এজেন্সি ক্যারিয়ারের অভিজ্ঞতা থেকে মাইন্ডশেয়ারের তাসনুভা আহমেদ বলেন, ‘পেশা ও ব্যাক্তিগত জীবনের মধ্যে পার্থক্য অনেক বেশি। এখানে যদি একজনের কোন সমস্যা হয়, তবে সবার উপরে তার প্রভাব পড়বে।’দেশের সর্ববৃহৎ প্রযুক্তিনির্ভর ডেলিভারি নেটওয়ার্ক হিসেবে পেপারফ্লাই লজিস্টিক ইন্ডাস্ট্রিতে নারী কর্মীদের সম্পর্কে ‘স্টিরিওটাইপগুলো’ ভেঙে উদাহরণ স্থাপন করছে এবং নারীর অংশগ্রহণ বাড়াতে কাজ করছে। এমনকি তাদের অপারেশনে একাধিক মহিলা রাইডার এবং ডেলিভারি অফিসার রয়েছে।

বিডি প্রেসরিলিস / ২২ ডিসেম্বর ২০২১ /এমএম  


LATEST POSTS
তৃতীয়বারের মতো ‘সাফা গোল্ড অ্যাওয়ার্ড’ অর্জন ওয়ালটনের

Posted on নভেম্বর ১৭th, ২০২৪

ভিসার চারটি মর্যাদাপূর্ণ পুরস্কার জিতল ব্র্যাক ব্যাংক

Posted on নভেম্বর ১৭th, ২০২৪

রান্নার প্রস্তুতি সহজ করবে মিনিস্টার মিক্সার গ্রাইন্ডার

Posted on নভেম্বর ১৭th, ২০২৪

এসিআই ফুডস অ্যান্ড কমোডিটি ব্র্যান্ডস-এর নতুন চিফ বিজনেস অফিসার

Posted on নভেম্বর ৩rd, ২০২৪

ডিবিএল সিরামিকস এবং এডিসন রিয়েল এস্টেটের মধ্যে চুক্তি

Posted on নভেম্বর ৩rd, ২০২৪

এনবিএ’এর আয়োজনে সংবাদ উপস্থাপকদের নিয়ে কর্মশালা

Posted on নভেম্বর ৩rd, ২০২৪

রূপায়ণ সিটি ও মিটাস মেডিকেলের মধ্যে চুক্তি স্বাক্ষর

Posted on অক্টোবর ৩০th, ২০২৪

ওয়ালটনের ১২০ কিমি রেঞ্জের নতুন ই-বাইক

Posted on অক্টোবর ৩০th, ২০২৪

ওয়ালটন ফ্রিজ কিনে ২০ লাখ টাকা পেলেন মোটরশ্রমিক রানা

Posted on অক্টোবর ৩০th, ২০২৪

স্তন ক্যান্সার সচেতনতায় প্রাভা হেলথের ‘পিঙ্ক টুগেদার’

Posted on অক্টোবর ৩০th, ২০২৪