নিজস্ব প্রতিবেদক :: নতুন মডেলের বাইক আর আধুনিক ফিচারের জন্য ইয়ামাহা বরাবরই আলোচনায় থাকে। এরই ধারাবাহিকতায় ইয়ামাহা দেশের বাজারে নিয়ে আসলো প্রিমিয়াম স্পোর্টস সেগমেন্টের স্কুটার এরক্স ১৫৫ সিসি। স্কুটারটির বাজার মূল্য পাঁচ লাখ ৩০ হাজার টাকা। স্কুটারটিতে রয়েছে ট্র্যাকসন কন্ট্রোল, এ বি এস, ভি ভি এ এবং ওয়াই কানেক্ট এর মতো অত্যাধুনিক প্রযুক্তি।
এছাড়াও একই দিনে ইয়ামাহা এফ.জেড.এক্স এর নতুন কালার ডার্ক ম্যাট ব্লু বাজারে আনার ঘোষণা দেন ইয়ামাহা কর্তৃপক্ষ। ট্যুরিং সেগমেন্টের এই বাইকটিতে নতুনভাবে সংযোজিত হয়েছে ট্র্যাকসন কন্ট্রোল সিস্টেম যা চালককে কর্ণারিং ও উঁচু রাস্তায় আলাদা নিরাপত্তা দেয়। ৬ হাজার টাকা ক্যাশব্যাক অফারে বাইকটির বাজার মূল্য দুই লাখ ৯৯ হাজার টাকা।
সম্প্রতি রাজধানীর তেজগাঁও এ অবস্থিত এসিআই সেন্টারে এই বাইক দুটির উদ্বোধন করা হয়। নতুন দুই বাইকের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসিআই মটরসের নির্বাহী পরিচালক সুব্রত রঞ্জন দাস, ইয়ামাহা মোটর ইন্ডিয়া গ্রুপের চেয়ারম্যান ইসিন চিহানা এবং ইয়ামাহা ও এসিআই মটরসের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
বিডি প্রেসরিলিস / ০২ ডিসেম্বর ২০২৩ /এমএম
Posted on মার্চ ১৯th, ২০২৫
Posted on মার্চ ১৮th, ২০২৫
Posted on মার্চ ৬th, ২০২৫
Posted on মার্চ ৬th, ২০২৫
Posted on মার্চ ৩rd, ২০২৫
Posted on মার্চ ৩rd, ২০২৫
Posted on মার্চ ৩rd, ২০২৫
Posted on ফেব্রুয়ারি ৬th, ২০২৫
Posted on ফেব্রুয়ারি ৬th, ২০২৫
Posted on জানুয়ারি ৮th, ২০২৫