নিজস্ব প্রতিবেদক :: বিশ্বমানের টেবিল ওয়্যারের প্রত্যাশা নিয়ে ঢাকার ইন্টারকন্টিনেটাল হোটেলের গ্র্যান্ড বলরুমে হয়ে গেলো আকিজ টেবিল ওয়্যারের লঞ্চিং ইভেন্ট। সিরামিকস্ ইন্ডাস্ট্রির টাইলস্ ও স্যানিটারি ওয়্যারে সাফল্য অর্জনের পর এবার আকিজ গ্রুপ বাজারে নিয়ে এলো আন্তর্জাতিক মানের আকিজ টেবিল ওয়্যার।গতকাল সোমবার সকাল ১০টায় স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হয় অনুষ্ঠানটি। এরপর অতিথিদের বক্তব্য, লোগো উন্মোচন ও কুমার বিশ্বজিৎ এর গান দিয়ে শেষ হয়।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আকিজ টেবিল ওয়্যারের ম্যানেজিং ডিরেক্টর সেখ বশির উদ্দিন এবং ডিরেক্টর, সেল্স অ্যান্ড মার্কেটিং, মোহাম্মদ খোরশেদ আলম সহ আকিজ গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, ডিলার, কর্পোরেট ক্লায়েন্ট ও বিদেশী ক্রেতাবৃন্দ।
অতিথিদের সবাই টেবিল ওয়্যারের বাণিজ্যিক দিক নিয়ে নিজ নিজ বক্তব্য প্রদান করেন এবং আকিজ টেবিল ওয়্যারের নতুন যাত্রায় শুভেচ্ছা জানান। ‘কোয়ালিটি সবার প্রথমে’ আকিজ গ্রুপের এই আদর্শকে ধারণ করে সবাইকে একসাথে কাজ করে যাওয়ার আহ্বান জানিয়ে শেষ হয় আকিজ টেবিল ওয়্যারের লঞ্চিং ইভেন্ট।
বিডি প্রেসরিলিস / ২৯ ডিসেম্বর ২০২১ /এমএম
Posted on ডিসেম্বর ৩rd, ২০২৪
Posted on ডিসেম্বর ৩rd, ২০২৪
Posted on নভেম্বর ২৬th, ২০২৪
Posted on নভেম্বর ২৬th, ২০২৪
Posted on নভেম্বর ১৭th, ২০২৪
Posted on নভেম্বর ১৭th, ২০২৪
Posted on নভেম্বর ১৭th, ২০২৪
Posted on নভেম্বর ৩rd, ২০২৪
Posted on নভেম্বর ৩rd, ২০২৪
Posted on নভেম্বর ৩rd, ২০২৪