Follow us

দেশের প্রতিটি পরিবার হোক আয়োডিনের অভাবমুক্ত

নিজস্ব প্রতিবেদক ::‌ আপনি কি প্রায়ই ক্লান্ত, অলস বোধ করেন? অথবা কাজে মনোযোগ ধরে রাখতে কষ্ট হয়? হঠাৎ করে ওজন বৃদ্ধি, রুক্ষ ত্বক জাতীয় সমস্যাগুলোয় ভুগতে শুরু করেছেন? তাহলে হতে পারে আপনি আয়োডিনের অভাবে ভুগছেন।বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) অনুসারে, বিশ্বব্যাপী প্রায় ২ বিলিয়ন মানুষ আয়োডিনের অভাবে ভুগছে। আপনিও হতে পারেন তাদেরই একজন! গর্ভবতী মহিলাদের মধ্যে আয়োডিনের অভাব শিশুর মস্তিষ্কের বৃদ্ধি ব্যাহত করতে পারে। তাই জেনে নিন আয়োডিনের অভাবের লক্ষণ আর সচেতন হোন আজই।

আয়োডিন: শরীরের এক অপরিহার্য উপাদান
আয়োডিন একটি অপরিহার্য খনিজ যা থাইরয়েড হরমোন উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই হরমোনগুলো মানুষের বিপাক, বৃদ্ধি এবং বিকাশ নিয়ন্ত্রণ করে। এর সামান্য ঘাটতি আপনার শরীরের নিউট্রিশনের ভারসাম্যকে ব্যাহত করতে পারে।

লক্ষণ:

ক্লান্তি এবং দুর্বলতা: আয়োডিনের অভাবে শক্তি উৎপাদন ব্যাহত হয়। ফলে দেখা যায় ক্লান্তি এবং দুর্বলতা।

ওজন বৃদ্ধি: আয়োডিনের অভাবে থাইরয়েড বিপাক ক্রিয়ার গতি কমিয়ে দেয়। ফলে ওজন বৃদ্ধি পায়।

শুষ্ক ত্বক এবং চুল: আয়োডিনের অভাবে ত্বক রুক্ষ অথবা চুল পাতলা হয়ে যেতে পারে।

ঠান্ডা লাগা: আয়োডিনের অভাব আপনার শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করার ক্ষমতাকে প্রভাবিত করে। ফলে স্বাভাবিক তাপমাত্রাতেও শীতবোধ করতে পারেন।

স্মৃতিশক্তি হ্রাস: মস্তিষ্কের বিকাশ এবং কার্যকারিতার জন্য আয়োডিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আয়োডিনের অভাবে হ্রাস পেতে পারে আপনার স্বাভাবিক স্মৃতিশক্তি।

সমাধান:

আয়োডিনের অভাব প্রতিরোধ এবং চিকিৎসা করা বেশ সহজ। সেজন্য আপনার খাদ্য তালিকায় রাখতে হবে আয়োডিনযুক্ত খাবার। আয়োডিনের প্রাত্যহিক উৎসগুলোর মধ্যে রয়েছে দুধ, ডিম, রসুন, বাদাম, ডালিম, আপেল, কলা, কমলা, আঙুর, তরমুজের মতো ফল ও সঠিক মাত্রার আয়োডিনযুক্ত লবণ। যদি উপরের লক্ষণগুলো দেখা দেয়, তবে সাথে সাথেই ডাক্তারের পরামর্শ নিন। পর্যাপ্ত পরিমাণ আয়োডিনযুক্ত খাবার খেয়ে আপনার ও পরিবারের সুস্থতা নিশ্চিত করুন।

বিডি প্রেসরিলিস / ২৭ অক্টোবর  ২০২৪ /এমএম


LATEST POSTS
দেশের বেস্ট বেভারেজ ব্র্যান্ড এখন মোজো

Posted on জানুয়ারি ১st, ২০২৫

সর্বোচ্চ রেমিট্যান্স গ্রহীতার স্বীকৃতি পেল ইসলামী ব্যাংক

Posted on ডিসেম্বর ৩rd, ২০২৪

সুজুকির ২৫০ সিসির দুই মোটরসাইকেল এখন দেশের বাজারে

Posted on ডিসেম্বর ৩rd, ২০২৪

মাস্টারকার্ড এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেলো আরএফএল বেস্ট বাই

Posted on নভেম্বর ২৬th, ২০২৪

শীতে উষ্ণতার যোগান দিতে ‘সারা’র শীতপোশাকের সম্ভার

Posted on নভেম্বর ২৬th, ২০২৪

তৃতীয়বারের মতো ‘সাফা গোল্ড অ্যাওয়ার্ড’ অর্জন ওয়ালটনের

Posted on নভেম্বর ১৭th, ২০২৪

ভিসার চারটি মর্যাদাপূর্ণ পুরস্কার জিতল ব্র্যাক ব্যাংক

Posted on নভেম্বর ১৭th, ২০২৪

রান্নার প্রস্তুতি সহজ করবে মিনিস্টার মিক্সার গ্রাইন্ডার

Posted on নভেম্বর ১৭th, ২০২৪

এসিআই ফুডস অ্যান্ড কমোডিটি ব্র্যান্ডস-এর নতুন চিফ বিজনেস অফিসার

Posted on নভেম্বর ৩rd, ২০২৪

ডিবিএল সিরামিকস এবং এডিসন রিয়েল এস্টেটের মধ্যে চুক্তি

Posted on নভেম্বর ৩rd, ২০২৪