নিজস্ব প্রতিবেদক :: সম্প্রতি লিডস কর্পোরেশন লিমিটেড ডিসিসিআই বিজনেস ইনস্টিটিউটের তৃতীয় ও চতুর্থ বছরের শিক্ষার্থীদের জন্যে লিডস অফিস প্রাঙ্গণে একটি শিক্ষা সফর ব্যবস্থা করে। এর মূল লক্ষ্য ছিল অধ্যয়নরত ছাত্র ছাত্রীদের প্রতিষ্ঠানের প্রাতিষ্ঠানিক কার্যক্রম এবং ব্যবসায়িক পরিবেশের সাথে পরিচয় করিয়ে তাদেরকে একটি অনন্য অভিজ্ঞতা প্রদান করা।
লিডস কর্পোরেশন লিমিটেডের প্রধান পরিচালনা কর্মকর্তা রানা সোহেল শিক্ষার্থীদের লিডস সম্পর্কিত তথ্য উপস্থাপন করেন। সহকারী সাধারণ ব্যবস্থাপক এসএম সাইফুর রহমান, উপস্থিত শিক্ষার্থীদের সামনে লিডস এর পণ্য ও সেবাসমূহ তুলে ধরেন। সফর চলাকালীন ছাত্রছাত্রীদের লিডসের ইতিহাস, কার্যক্রম, ক্রেতা-গ্রাহক সংখ্যা ইত্যাদি সম্পর্কে অবিহত করা হয়। বিভিন্ন বিভাগের (সফটওয়্যার উন্নয়ন সেবা, মানব সম্পদ, ফাইনান্স, সরবরাহ ব্যবস্থাপনা, ডিজিটাল উদ্ভাবন) প্রধানরা ছাত্র ছাত্রীদের তাদের বিভাগীয় কার্যকলাপ সম্পর্কে ব্যাখ্যা দেন। মানব সম্পদ বিভাগের প্রধান, সহকারী সাধারণ ব্যবস্থাপক, সাদাত আনোয়ার প্রতিষ্ঠানের নিয়োগ নীতি এবং কর্মপরিবেশের বিষয়ে ধারণা দেন।
লিডস কর্পোরেশন লিমিটেডের পক্ষে উপস্থিত ছিলেন সভাপতি শেখ আব্দুল আজিজ, ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ ওয়াহিদ, প্রধান পরিচালনা কর্মকর্তা রানা সোহেল, প্রধান অর্থনৈতিক কর্মকর্তা ও প্রধান প্রযুক্তি কর্মকর্তা মাসুদ পারভেজ, প্রধান তথ্য কর্মকর্তা প্যাপিয়াস হাওলাদার ও মহাব্যবস্থাপক বিএএম মঞ্জুর-ই-খুদা। অনুষ্ঠানে মোট ৩৫ জন শিক্ষার্থীসহ ৪ জন শিক্ষক এবং ডিবিআই কলেজের অধ্যক্ষ জনাবা খোদেজা বেগম উপস্থিত ছিলেন। শেখ ওয়াহিদ সবাইকে ভবিষ্যতের জন্য শুভকামনা ও ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে অনুষ্ঠান শেষ করেন।
বিডি প্রেস রিলিস/৭ ফেব্রুয়ারি ২০১৯/এসএম
Posted on ফেব্রুয়ারি ৬th, ২০২৫
Posted on ফেব্রুয়ারি ৬th, ২০২৫
Posted on জানুয়ারি ৮th, ২০২৫
Posted on জানুয়ারি ১st, ২০২৫
Posted on ডিসেম্বর ৩rd, ২০২৪
Posted on ডিসেম্বর ৩rd, ২০২৪
Posted on নভেম্বর ২৬th, ২০২৪
Posted on নভেম্বর ২৬th, ২০২৪
Posted on নভেম্বর ১৭th, ২০২৪
Posted on নভেম্বর ১৭th, ২০২৪