Follow us

ডাচ্-বাংলা ব্যাংকের ২৬তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

 

নিজস্ব প্রতিবেদক ::  ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেড-এর ২৬তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের চেয়ারম্যান সায়েম আহমেদ এর সভাপতিত্বে ২৪ এপ্রিল সকাল ১১টায় ভার্চুয়াল প্লাটফর্মের মাধ্যমে অনুষ্ঠিত হয়। বার্ষিক সাধারণ সভার শুরুতে চেয়ারম্যান তার সংক্ষিপ্ত বক্তব্যে শেয়ারহোল্ডারবৃন্দকে শুভেচ্ছা জানান।

বিপুল সংখ্যক শেয়ারহোল্ডার ভার্চুয়াল প্লাটফর্মের মাধ্যমে ব্যাংকের বার্ষিক সাধারণ সভায় অংশগ্রহণ করেন। বার্ষিক সাধারণ সভায় শেয়ারহোল্ডারবৃন্দ ২০২১ সালের জন্য ২৭.৫% ডিভিডেন্ড (১৭.৫% ক্যাশ ডিভিডেন্ড এবং ১০% স্টক ডিভিডেন্ড) প্রদানের অনুমোদন দেন।

২০২১ সালের ৩১ ডিসেম্বর অনুযায়ী ব্যাংকের নিরীক্ষিত বার্ষিক আর্থিক বিবরণী সভায় উত্থাপন করা হয়। শেয়ারহোল্ডারগণ ব্যাংকের ২০২১ সালের কার্যক্রম নিয়ে তাদের অভিমত ব্যক্ত করেন এবং নানাবিধ বিষয়ে প্রস্তাবনা পেশ করেন।

২০২১ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত ব্যাংকের মোট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ৫১৪,৩৯৯.৮ মিলিয়ন টাকা যা পূর্ববর্তী বছরে ছিল ৪৭২,৩৫৫.৪ মিলিয়ন টাকা যার প্রবৃদ্ধির পরিমাণ দাঁড়ায় ৪২,০৪৪.৪ মিলিয়ন টাকা বা ৮.৯%। ২০২১ সালে ব্যাংক কর্তৃক প্রদানকৃত ঋণের পরিমান ৩১৯,৪৪৮.১ মিলিয়ন টাকা যা পূর্ববর্তী বছরে ছিল ২৭৩,৩৮২.৯ মিলিয়ন টাকা যার প্রবৃদ্ধির হার দাঁড়ায় ১৬.৯%। ২০২১ সালে ব্যাংকের ডিপোজিট ৩৮,৮৮৯.৪ মিলিয়ন টাকা বেড়ে দাঁড়িয়েছে ৪০১,৫০০.৩ মিলিয়ন টাকা যা পূর্ববর্তী বছরে ছিল ৩৬২,৬১১.০ মিলিয়ন টাকা যার প্রবৃদ্ধির হার দাঁড়ায় ১০.৭%।

ব্যাংক ২০২১ সালে ট্যাক্স পূর্ববর্তী নীট মুনাফা অর্জন করে ৮,১৩২.৭ মিলিয়ন টাকা যা পূর্ববর্তী বছরে ছিল ৯,৬৬০.৮ মিলিয়ন টাকা এবং ট্যাক্স পরবর্তী নীট মুনাফা অর্জন করে ৫,৫৬১.১ মিলিয়ন টাকা যা পূর্ববর্তী বছরে ছিল ৫,৪৯৮.৭ মিলিয়ন টাকা। চলতি বছরে শেয়ারহোল্ডারদের শেয়ার প্রতি আয় হয়েছে ৮.৭৯ টাকা যা পূর্ববর্তী বছরে ছিল ৮.৬৯ টাকা । ইধংবষ ওওও অনুযায়ী ২০২১ সালের শেষে ব্যাংকের মূলধন ও ঝুঁকিভর সম্পদের অনুপাত দাঁড়িয়েছে ১৬.৪% যা বাংলাদেশ ব্যাংকের নিয়ম অনুযায়ী সর্বনিম্ন ১২.৫০% থাকা বাঞ্ছনীয়।

সভা ব্যাংকের পরিচালক হিসেবে মিসেস তাং ইয়াং হা, আদা এর পুনঃনিয়োগ অনুমোদন করে।সভা ২০২১ সালের জন্য কোম্পানীর নিরীক্ষক হিসেবে মেসার্স এ. কাসেম এন্ড কোং, চাটার্ড একাউন্ট্যান্টস এবং কর্পোরেট গভর্নেন্স নিরীক্ষক হিসেবে মেসার্স হোদা ভাসি চৌধুরী এন্ড কোং, চাটার্ড একাউন্ট্যান্টস -এর নিয়োগ অনুমোদন করে।

বিডি প্রেসরিলিস / ২৫ এপ্রিল ২০২২ /এমএম  


LATEST POSTS
সর্বোচ্চ রেমিট্যান্স গ্রহীতার স্বীকৃতি পেল ইসলামী ব্যাংক

Posted on ডিসেম্বর ৩rd, ২০২৪

সুজুকির ২৫০ সিসির দুই মোটরসাইকেল এখন দেশের বাজারে

Posted on ডিসেম্বর ৩rd, ২০২৪

মাস্টারকার্ড এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেলো আরএফএল বেস্ট বাই

Posted on নভেম্বর ২৬th, ২০২৪

শীতে উষ্ণতার যোগান দিতে ‘সারা’র শীতপোশাকের সম্ভার

Posted on নভেম্বর ২৬th, ২০২৪

তৃতীয়বারের মতো ‘সাফা গোল্ড অ্যাওয়ার্ড’ অর্জন ওয়ালটনের

Posted on নভেম্বর ১৭th, ২০২৪

ভিসার চারটি মর্যাদাপূর্ণ পুরস্কার জিতল ব্র্যাক ব্যাংক

Posted on নভেম্বর ১৭th, ২০২৪

রান্নার প্রস্তুতি সহজ করবে মিনিস্টার মিক্সার গ্রাইন্ডার

Posted on নভেম্বর ১৭th, ২০২৪

এসিআই ফুডস অ্যান্ড কমোডিটি ব্র্যান্ডস-এর নতুন চিফ বিজনেস অফিসার

Posted on নভেম্বর ৩rd, ২০২৪

ডিবিএল সিরামিকস এবং এডিসন রিয়েল এস্টেটের মধ্যে চুক্তি

Posted on নভেম্বর ৩rd, ২০২৪

এনবিএ’এর আয়োজনে সংবাদ উপস্থাপকদের নিয়ে কর্মশালা

Posted on নভেম্বর ৩rd, ২০২৪