নিজস্ব প্রতিবেদক :: পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসোতে ঘড়ি রপ্তানি শুরু করলো দেশের শীর্ষস্থানীয় শিল্পগ্রুপ আরএফএল। সম্প্রতি গাজীপুরের কালীগঞ্জে অবস্থিত আরএফএল এর অঙ্গ প্রতিষ্ঠান ডিউরেবল প্লাস্টিক লিমিটেডের কারখানা থেকে আজিনা ব্র্যান্ডের দেয়াল ঘড়ির প্রথম চালান বুরকিনা ফাসোর উদ্দেশ্যে পাঠানো হয়।
ডিউরেবল প্লাস্টিক লিমিটেডের নির্বাহী পরিচালক মো. তৌকিরুল ইসলাম বলেন, এক সময় বাংলাদেশে বিপুল পরিমাণে ঘড়ি আমদানি হতো। ভালো ডিজাইন, উন্নতমানের মেশিন ও ক্রেতাদের সর্বোচ্চ সেবা দেওয়ায় আরএফএল এর আজিনা ঘড়ি দেশের বাজারে গ্রাহকদের কাছে ভালো একটি জায়গা তৈরি করতে সক্ষম হয়েছে। এখন আমাদের লক্ষ্য বিশ্বের বিভিন্ন দেশে আজিনা ঘড়ি রপ্তানি করা।
তিনি আরো বলেন, বিশ্ববাজারে এর ব্যাপক চাহিদা রয়েছে। ইতোমধ্যে কানাডা ও ফিজিতে রপ্তানির ব্যাপারে কথাবার্তা চলছে। এছাড়াও ভারত, নেপাল, মায়ানমার, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে আমাদের ব্যাপক সম্ভাবনা রয়েছে।
বিডি প্রেসরিলিস / ১১ এপ্রিল ২০২২ /এমএম
Posted on জানুয়ারি ৮th, ২০২৫
Posted on জানুয়ারি ১st, ২০২৫
Posted on ডিসেম্বর ৩rd, ২০২৪
Posted on ডিসেম্বর ৩rd, ২০২৪
Posted on নভেম্বর ২৬th, ২০২৪
Posted on নভেম্বর ২৬th, ২০২৪
Posted on নভেম্বর ১৭th, ২০২৪
Posted on নভেম্বর ১৭th, ২০২৪
Posted on নভেম্বর ১৭th, ২০২৪
Posted on নভেম্বর ৩rd, ২০২৪