Follow us

ক্যামেরায় ভি সিরিজের রেকর্ড ভাঙছে ভিভো ভি২৩

নিজস্ব প্রতিবেদক :: ক্যামেরা প্রযুক্তি দিয়ে দেশের তরুণদের মন জয় করে নিয়েছে ভিভো’র স্মার্টফোন। দেশের স্মার্টফোন বাজারে এরই মধ্যে শক্ত অবস্থান তৈরি করেছে ভিভো’র ভি এবং এক্স সিরিজ। বিশেষ করে, ভি-সিরিজের মাধ্যমে সুনাম কুঁড়িয়েছে বহুজাতিক এই প্রযুক্তি প্রতিষ্ঠান। এদিকে, চলতি বছর ২০২২ সালে স্মার্টফোন ক্যামেরায় বেঞ্চমার্ক তৈরি করেছে ভিভো’র ভি২৩ সিরিজ।এ পর্যন্ত ভি২৩ সিরিজের দুইটি স্মার্টফোন এসেছে বাংলাদেশের বাজারে। স্মার্টফোন দু’টি হলো ভিভো ভি২৩ ৫জি এবং ভি২৩ই। বেশ কয়েকটি কারণে স্মার্টফোন দু’টি দেশের তরুণদের মধ্যে অকল্পনীয় সাড়া জাগিয়েছে।

স্মার্টফোন দু’টির সেরা ফিচারগুলোয় যা আছে-

ভিভো ভি২৩ ৫জি: ভি২৩ ৫জি স্মার্টফোনটি বাংলাদেশের বাজারে আসার পরপরই সাড়া ফেলে এর ৫জি নেটওয়ার্ক ও ক্যামেরা প্রযুক্তির জন্যে। এর আগে ভি২০ স্মার্টফোনটি জনপ্রিয়তা পায় ৪৪ মেগাপিক্সেলের আই অটোফোকাস সেলফি ক্যামেরার জন্যে। এবার ৫০ মেগাপিক্সেলের আই অটো ফোকাস সেলফি ক্যামেরা নিয়ে এসে নিজেই নিজের রেকর্ড ভেঙেছে ভিভো।

ভি২৩ ৫জি’তে রয়েছে ৫০ মেগাপিক্সেলের আই অটো ফোকাস সেলফি ক্যামেরা, যা বর্তমান স্মার্টফোন বাজারের সবচেয়ে বড় সেলফি ক্যামেরা। এছাড়া এবারের বড় চমক ছিল স্মার্টফোনটির কালার চেঞ্জিং প্রযুক্তিতেও। এই প্রযুক্তির কারণে স্মার্টফোনটির বডি সূর্যরশ্মিতে গেলে ৩০ সেকেন্ডের মধ্যে নীলাভ সবুজ রঙে পরিবর্তিত হয়। আবার কিছুক্ষণ পর একই স্মার্টফোনে আসে সুন্দর সোনালী রঙ। স্মার্টফোনটির র‌্যাম ৮ জিবি এবং রম ১২৮ জিবি।৪৪ ওয়াটের ফ্ল্যাশ চার্জিং প্রযুক্তির সঙ্গে রয়েছে ৪২০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি। আর প্রসেসর হিসেবে স্মার্টফোনটিতে থাকছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৯২০ ৫জি প্রসেসর। ভিভো ভি২৩ ৫জি’র মূল্য ৩৯,৯৯০ টাকা।

ভিভো ভি২৩ই: ভিভো ভি২৩ ৫জি’র মতোই ভি২৩ই’তেও রয়েছে ৫০ মেগাপিক্সেলের আই অটো ফোকাস সেলফি ক্যামেরা। মাল্টি স্টাইল পোর্ট্রেইট এবং অন্ধকারে পোর্ট্রেইট ছবি তুলতে এআই এক্সট্রিম নাইট পোর্ট্রেইট মোড যুক্ত হয়েছে এই স্মার্টফোনে। একই সময়ে ভিডিও রেকর্ডিংয়ের জন্য রয়েছে ডুয়াল ভিউ ভিডিও প্রযুক্তি। ছবিতে ব্যাকগ্রাউন্ড যুক্ত করতে ডাবল এক্সপোজার মোড এবং ঝাপসা ছবি বা ভিডিও এড়াতে রয়েছে স্টেডিফেস সেলফি ভিডিও মোড।৬৪ মেগাপিক্সেলের মেইন ক্যামেরার সঙ্গে ভিভো ভি২৩ই স্মার্টফোনে রয়েছে ৮ মেগাপিক্সেলের সুপার ওয়াইড এঙ্গেল ক্যামেরা এবং ২ মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা। এই ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপে ফ্লেয়ার ইফেক্টের সাথে বোকেহ মোড ব্যবহার করা যাবে।

স্মার্টফোনটিতে ৮ গিগাবাইট র‌্যাম রয়েছে, যা এক্সটেন্ডেড র‌্যাম ২.০ প্রযুক্তির মাধ্যমে ৪ গিগাবাইট পর্যন্ত বাড়ানো যাবে। অর্থাৎ মোট ১২ গিগাবাইট পর্যন্ত র‌্যাম ব্যবহার করা যাবে ভি২৩ই স্মার্টফোনে। ৪৪ ওয়াটের ফ্ল্যাশচার্জ্ প্রযুক্তির কারণে ভি২৩ই স্মার্টফোনটি ৩৩ শতাংশ বেশি দ্রুত চার্জ হবে। মাত্র ১৫ মিনিটে ৪০ শতাংশ পর্যন্ত চার্জ হবে ভিভো ভি২৩ই। অসাধারণ সাউন্ড কোয়ালিটির জন্য ভিভো ভি২৩ই পেয়েছে হাই-রেইস সার্টিফিকেশন।বাংলাদেশে ভিভো ভি২৩ই’র বাজারমূল্য ২৭,৯৯০ টাকা।

বিডি প্রেসরিলিস / ১৫ মার্চ ২০২২ /এমএম 


LATEST POSTS
মুক্তি পেল ‘মুক্তি: জেন জেড রেভ্যুলেশন’ সিরিজের প্রথম পর্ব

Posted on জানুয়ারি ৮th, ২০২৫

দেশের বেস্ট বেভারেজ ব্র্যান্ড এখন মোজো

Posted on জানুয়ারি ১st, ২০২৫

সর্বোচ্চ রেমিট্যান্স গ্রহীতার স্বীকৃতি পেল ইসলামী ব্যাংক

Posted on ডিসেম্বর ৩rd, ২০২৪

সুজুকির ২৫০ সিসির দুই মোটরসাইকেল এখন দেশের বাজারে

Posted on ডিসেম্বর ৩rd, ২০২৪

মাস্টারকার্ড এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেলো আরএফএল বেস্ট বাই

Posted on নভেম্বর ২৬th, ২০২৪

শীতে উষ্ণতার যোগান দিতে ‘সারা’র শীতপোশাকের সম্ভার

Posted on নভেম্বর ২৬th, ২০২৪

তৃতীয়বারের মতো ‘সাফা গোল্ড অ্যাওয়ার্ড’ অর্জন ওয়ালটনের

Posted on নভেম্বর ১৭th, ২০২৪

ভিসার চারটি মর্যাদাপূর্ণ পুরস্কার জিতল ব্র্যাক ব্যাংক

Posted on নভেম্বর ১৭th, ২০২৪

রান্নার প্রস্তুতি সহজ করবে মিনিস্টার মিক্সার গ্রাইন্ডার

Posted on নভেম্বর ১৭th, ২০২৪

এসিআই ফুডস অ্যান্ড কমোডিটি ব্র্যান্ডস-এর নতুন চিফ বিজনেস অফিসার

Posted on নভেম্বর ৩rd, ২০২৪