Follow us

কমিউনিটি ব্যাংকের সঙ্গে বিকাশের সমন্বিত লেনদেন সেবা চালু

নিজস্ব প্রতিবেদক :: বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্টের বাণিজ্যিক ব্যাংক কমিউনিটি ব্যাংকের সঙ্গে বিকাশের সমন্বিত লেনদেন সেবা চালু হয়েছে।বাংলাদেশ পুলিশের সব সদস্যসহ কমিউনিটি ব্যাংকের সব গ্রাহক এখন তাৎক্ষণিকভাবে বিকাশ অ্যাকাউন্টে টাকা আনতে পারবেন এবং বিকাশ থেকে কমিউনিটি ব্যাংকের অ্যাকাউন্টে টাকা জমাও দিতে পারবেন।

শনিবার পুলিশ মহাপরিদর্শক ও কমিউনিটি ব্যাংকের চেয়ারম্যান বেনজীর আহমেদ রাজধানীর একটি হোটেলে এই যৌথ সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বলে পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।অনুষ্ঠানে বেনজীর আহমেদ বলেন, “আমরা পুলিশের ব্যাংক করতে চাইনি। আমরা জনগণের জন্য ব্যাংক করেছি। কারণ পুলিশ কমিউনিটির জন্য, মানুষের জন্য কাজ করে।“

কমিউনিটি ব্যাংক গত দুবছরে অনেক দূর এগিয়েছে উল্লেখ করে তিনি বলেন, “আগামীতে এর গতি আরও ত্বরান্বিত হবে এতে কোনো সন্দেহ নেই।”এসময় মোবাইল ব্যাংকিংয়ের জনপ্রিয়তার প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, “দেশে মোবাইল ব্যাংকিংয়ের ক্ষেত্রে এক বৈপ্লবিক পরিবর্তন এনেছে বিকাশ।”

কমিউনিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মসিউল হক চৌধুরী বলেন, “যাত্রা শুরুর মাত্র ২ বছরের মধ্যে বাংলাদেশ পুলিশের সদস্যসহ অসংখ্য গ্রাহকের নিরবচ্ছিন্ন ব্যাংকিং সেবা নিশ্চিত করতে আমরা প্রযুক্তিভিত্তিক আধুনিক সব সেবা যুক্ত করেছি।“বিকাশের সাথে এই দ্বিমুখী লেনদেন আমাদের গ্রাহকদের আরো বৈচিত্র্যময় এবং সৃজনশীল সেবা নেওয়ার সুযোগ এনে দিল।”

কমিউনিটি ব্যাংকের গ্রাহকরা এখন বিকাশ অ্যাপের মাধ্যমে দেশের যে কোনো স্থান থেকে বছরের যে কোনো দিন ২৪ ঘণ্টা লেনদেন করতে পারবেন।এই সেবা পেতে প্রথমে গ্রাহকদের বিকাশ অ্যাপ থেকে বিকাশ অ্যাকাউন্ট ও কমিউনিটি ব্যাংকের অ্যাকাউন্টের মধ্যে লিংক তৈরি করতে হবে। লিংক তৈরির ক্ষেত্রে উভয় অ্যাকাউন্টের ‘কেওয়াইসি’ তথ্য একই হতে হবে।

লিংক তৈরি হয়ে গেলে বিকাশ অ্যাপের ‘অ্যাড মানি’ অপশনের মাধ্যমে কমিউনিটি ব্যাংক অ্যাকাউন্ট থেকে সহজেই বিকাশ অ্যাকাউন্টে টাকা নিয়ে আসতে পারবেন এবং প্রয়োজন মতো ব্যবহার করতে পারবেন।পাশাপাশি কমিউনিটি ব্যাংকের অ্যাপ ‘কমিউনিটি ক্যাশ’ থেকেও বিকাশ অ্যাকাউন্টে অ্যাড মানি করতে পারবেন গ্রাহক।আবার ব্যাংকে না গিয়ে কমিউনিটি ব্যাংকের অ্যাকাউন্টে টাকা জমা দেওয়া এবং ডিপিএস ঋণের কিস্তি দেওয়াসহ নানা সেবা বিকাশ অ্যাপের ‘ট্রান্সফার মানি’ অপশনের মাধ্যমে গ্রাহকরা ঘরে বসেই নিতে পারবেন।‘অ্যাড মানি’ বা ‘ট্রান্সফার মানি’ উভয় ক্ষেত্রেই বাংলাদেশ ব্যাংক নির্ধারিত ‘ট্রানজেকশন লিমিট’ প্রযোজ্য হবে।অনুষ্ঠানে বিকাশের সিইও কামাল কাদীরসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিডি প্রেসরিলিস / ১২ সেপ্টেম্বর ২০২১ /এমএম   


LATEST POSTS
মুক্তি পেল ‘মুক্তি: জেন জেড রেভ্যুলেশন’ সিরিজের প্রথম পর্ব

Posted on জানুয়ারি ৮th, ২০২৫

দেশের বেস্ট বেভারেজ ব্র্যান্ড এখন মোজো

Posted on জানুয়ারি ১st, ২০২৫

সর্বোচ্চ রেমিট্যান্স গ্রহীতার স্বীকৃতি পেল ইসলামী ব্যাংক

Posted on ডিসেম্বর ৩rd, ২০২৪

সুজুকির ২৫০ সিসির দুই মোটরসাইকেল এখন দেশের বাজারে

Posted on ডিসেম্বর ৩rd, ২০২৪

মাস্টারকার্ড এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেলো আরএফএল বেস্ট বাই

Posted on নভেম্বর ২৬th, ২০২৪

শীতে উষ্ণতার যোগান দিতে ‘সারা’র শীতপোশাকের সম্ভার

Posted on নভেম্বর ২৬th, ২০২৪

তৃতীয়বারের মতো ‘সাফা গোল্ড অ্যাওয়ার্ড’ অর্জন ওয়ালটনের

Posted on নভেম্বর ১৭th, ২০২৪

ভিসার চারটি মর্যাদাপূর্ণ পুরস্কার জিতল ব্র্যাক ব্যাংক

Posted on নভেম্বর ১৭th, ২০২৪

রান্নার প্রস্তুতি সহজ করবে মিনিস্টার মিক্সার গ্রাইন্ডার

Posted on নভেম্বর ১৭th, ২০২৪

এসিআই ফুডস অ্যান্ড কমোডিটি ব্র্যান্ডস-এর নতুন চিফ বিজনেস অফিসার

Posted on নভেম্বর ৩rd, ২০২৪