নিজস্ব প্রতিবেদক :: যা কিছু নতুন তার প্রতি তরুণ সমাজের আগ্রহ সবসময়ের। আর নতুন নতুন জায়গায় ট্যুর দেওয়াটাই এখনকার তরুণ-তরুণীদের জীবনের অন্যতম আকর্ষণ। আর এজন্যই বন্ধুদের সাথে দেশের বিভিন্ন প্রান্তে ছুটে বেড়ায় তারা, সুযোগ পেলেই বেরিয়ে পড়ে নতুনের খোঁজে। এসব নতুন এক্সপ্লোরেশনের স্মৃতি দিয়ে সাজানো থাকে ডিজিটাল দুনিয়ায় তাদের টাইমলাইন।
নতুন সবকিছুই তাদের জন্য কনটেন্ট তৈরি করার মতো একটা ইভেন্ট, আর সাথে বন্ধুরা থাকলে এর ফ্লেভারটাই হয়ে ওঠে অন্যরকম। তাই দেশের যেখানেই থাকুক না কেন, এমন সব এক্সপ্লোরেশনের সময় তারা চায় বন্ধুদের সাথে কানেক্টেড থাকতে। আর বন্ধুদের পাশাপাশি দুর্দান্ত নেটওয়ার্ক থাকলে, এসবকিছুই হয়ে যায় অন্য লেভেলের ফান। এবার দেশজুড়ে বন্ধুদের এমন সব অন্য লেভেলের ফানের গল্প নিয়েই বিজ্ঞাপন তৈরি করলো বন্ধুদের নাম্বার ওয়ান নেটওয়ার্ক এয়ারটেল। দেশের সবখানে বন্ধুরা যেন এমন সব অন্য লেভেলের অ্যাকটিভিটিতে মেতে ওঠে এটাই এয়ারটেলের চাওয়া।Airtel Buzz-এর ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে উপভোগ করুন বন্ধুদের নিয়ে এই বিজ্ঞাপনটি।
বিডি প্রেসরিলিস / ২০ আগস্ট ২০২৩ /এমএম
Posted on ডিসেম্বর ৩rd, ২০২৪
Posted on ডিসেম্বর ৩rd, ২০২৪
Posted on নভেম্বর ২৬th, ২০২৪
Posted on নভেম্বর ২৬th, ২০২৪
Posted on নভেম্বর ১৭th, ২০২৪
Posted on নভেম্বর ১৭th, ২০২৪
Posted on নভেম্বর ১৭th, ২০২৪
Posted on নভেম্বর ৩rd, ২০২৪
Posted on নভেম্বর ৩rd, ২০২৪
Posted on নভেম্বর ৩rd, ২০২৪