Follow us

এরিনা অব ভেলর বাংলাদেশ চ্যাম্পিয়ন হল ওরিয়েন্টাল ফোনিক্স

 

নিজস্ব প্রতিবেদক :: এরিনা অব ভেলর বাংলাদেশ চ্যাম্পিয়ন শিপ- ২০২১ এর চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়েছে। ঢাকা, খুলনা ও চট্টগ্রামে শহরে অনুষ্ঠিত এই প্রতিযোগীতায় ওরিয়েন্টাল ফোনিক্স চ্যাম্পিয়নের খেতাব জেতে।টুর্নামেন্ট-স্টাইলে ডবল-এলিমিনেশনের এই লড়াইয়ে সিটি কোয়ালিফায়ার্স এবং ওয়াইল্ডকার্ড অনলাইনের আটটি অন্যতম দল একে অপরের মুখোমুখি হয়েছিল। প্রতিযোগীতায় উই ই-স্পোর্টস আরমাডা দল রানার-আপ হয়।

ওরিয়েন্টাল ফোনিক্স-এর অধিনায়ক বলেন, টুর্নামেন্ট জুড়ে আমাদের দল যেমন লড়ে গিয়েছে ও খেলেছে আমি তাতে সত্যি গর্বিত। এখনও বিশ্বাস হচ্ছে না আমরা এত দূর পৌঁছেছি।এই টুর্নামেন্ট নিঃসন্দেহে বাংলাদেশের ইস্পোর্টস কমিউনিটির জন্য একটা বড় মাইল ফলক স্থির করেছে এবং খেলোয়াড়দের জন্য সবে এই যাত্রা শুরু। এই টুর্নামেন্ট দেখে আরও অনেকে এরিনা অব ভেলর খেলার প্রেরণা পাবে জানান উই ই-স্পোর্টস আরমাডা’র একজন খেলোয়াড়।

এই টুর্নামেন্ট শুরু হয়েছিল ঢাকা কোয়ালিফায়ার্সের জন্য ১৯১টা দলের সমন্বয়ে। এতে তিনটি আলাদা শহর থেকে ৫ হাজারেরও বেশি খেলোয়াড় অংশগ্রহণ করেন। এরিনা অব ভেলর দ্বারা এই অঞ্চলে আয়োজিত বৃহত্তম এবং সর্বপ্রথম ইস্পোর্টস ইভেন্ট এই বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ।

আন্তর্জাতিক স্মার্টফোন ব্র্যান্ড Infinix এই প্রতিযোগীতায় সহযোগী হতে চলেছে। এরিনা অব ভেলর বাংলাদেশের কান্ট্রি হে়ড কাজি আরাফাত হোসেন বলেন, বাংলাদেশে ইস্পোর্টস ইন্ডাস্ট্রির বিকাশে প্রথম পদক্ষেপ নিল এরিনা অব ভেলর। কমিউনিটি এবং প্লেয়ারদের দীর্ঘমেয়াদী বিকাশ পরিকল্পনার এই শুরু।’ তিনি আরও বলেন, এই ইস্পোর্টস অবকাঠামো উন্নয়ন পরিকল্পনা এবং জাতীয় স্তরের টুর্নামেন্ট; এশিয়ান অলিম্পিক্স-এ তার বাংলাদেশের মেডেল জেতার স্বপ্ন পূরণ করবে।

দেশের স্মার্টফোনের বাজার মাতাচ্ছে প্রিমিয়াম স্মার্টফোন ব্র্যান্ড ইনফিনিক্সের হট সিরিজের সর্বাধুনিক সংস্করণ ‘হট ১১এস’। আকর্ষণীয় এই ডিভাইসটিকে ইতোমধ্যে দেশের শীর্ষ টেক রিভিউয়ার ও গেমিংভক্তরা ‘সাশ্রয়ী মূল্যে সেরা গেমিং স্মার্টফোন’ হিসেবে স্বীকৃতি দিয়েছে।

বাজার আসার পর হতে গেমিংভক্তদের কাছে সাড়া ফেলতে শুরু করে ‘ইনফিনিক্স হট ১১এস’ এবং এখন পর্যন্ত এই ডিভাইসের চাহিদা বেড়েই চলেছে। সর্বাধুনিক প্রযুক্তি, কাঙিক্ষত ফিচার ও সাশ্রয়ী দামের দৃষ্টিনন্দন এই ডিভাইসটি গ্রাহকদের সেরা স্মার্টফোন অভিজ্ঞতা দিয়ে যাচ্ছে।

বিডি প্রেসরিলিস / ২৬ জানুয়ারি ২০২২ /এমএম    

 


LATEST POSTS
ওয়ালটন পণ্য কিনে ২০ লাখ টাকা পাওয়ার সুযোগ

Posted on অক্টোবর ১৩th, ২০২৪

ক্যানন আউটস্ট্যান্ডিং গ্রোথ অ্যাওয়ার্ড পেলো স্মার্ট টেকনোলজিস

Posted on অক্টোবর ১১th, ২০২৪

দক্ষিণ এশিয়া অঞ্চলে ডেলের সেরা পরিবেশক হলো স্মার্ট টেকনোলজিস

Posted on অক্টোবর ৫th, ২০২৪

ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত

Posted on অক্টোবর ৪th, ২০২৪

রূপায়ণ সিটি ও ইউনাইটেড ফাইন্যান্স লিমিটেডের মধ্যে চুক্তি স্বাক্ষর

Posted on অক্টোবর ৪th, ২০২৪

এশিয়ার শ্রেষ্ঠ স্যানিটারিওয়্যার প্রস্তুতকারকের স্বীকৃতি পেল রোসা

Posted on অক্টোবর ৪th, ২০২৪

ওয়ালটন নিয়ে এলো সোলার হাইব্রিড আইপিএস

Posted on অক্টোবর ৩rd, ২০২৪

শরতের খুশিতে রাঙানো সারা’র পূজা আয়োজন

Posted on অক্টোবর ৩rd, ২০২৪

৪০ হাজার কোটি টাকা পাচারের অভিযোগে উবার-পাঠাওকে নোটিশ

Posted on সেপ্টেম্বর ২৯th, ২০২৪

ঢাকা রিজেন্সির ৬ দিনের ট্যুরিজম ফেস্ট

Posted on সেপ্টেম্বর ২৬th, ২০২৪